মুশফিককে ছাপিয়ে সবার আগে তামিম
২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
লড়াইটা ছিল সতীর্থ মুশফিকুর রহিমের সঙ্গে। তাতে কিছুটা এগিয়ে ছিলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিন হাজার রান থেকে ৩৫ রান পেছনে ছিলেন। শেষ পর্যন্ত প্রত্যাশিত ব্যাটিংয়ে এই আসরে প্রথম তিন হাজারি ক্লাবের সদস্য হলেন দেশসেরা এই ওপেনার। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে ফরচুন বরিশাল। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে দলটি। ওপেনিংয়ে নেমে ৪০ রানের ইনিংস খেলেন তামিম। এই ইনিংসের পথেই তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
বিপিএল শুরুর আগে তিন হাজারি ক্লাব থেকে ৭০ রান দূরে ছিলেন তামিম। রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেন ৩৫ রানের ইনিংস। এদিন ৩৫ রান করার পরই প্রথম ক্রিকেটার হিসেবে তিন হাজারি ক্লাবের সদস্য হন তামিম। তবে এরপর আর ৫ রান করেই নাসুম আহমেদের শিকার হন তিনি। ৩৩ বলে ৫টি চারের সাহায্যে এই রান করেন অধিনায়ক। এই ম্যাচের তিন হাজারি ক্লাব থেকে ৯২ রান দূরে ছিলেন মুশফিক। তামিম যখন এই মাইলফলক স্পর্শ করেন তখন উইকেটে তার সঙ্গী ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটারই। নাসুমের বলে সিঙ্গেল নিয়ে তিন হাজার পূরণ করার সময় ১৭ রানে ব্যাটিং করছিলেন মুশফিক। পরে ৬৮ রানে অপরাািজত থেকে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই কিপার ব্যাটার।
বিপিএলে তামিম, মুশফিকের রানের লড়াইটা অবশ্য নতুন কিছু নয়। ২০১৬ আসরে বিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের ঘরে ঢোকেন মুশফিক। এরপর একই মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। তামিম ছিলেন এক হাজার রান ছোঁয়া তৃতীয় ব্যাটসম্যান। তবে ২০১৯ আসরে মুশফিককে পেছনে ফেলে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। এবার তিন হাজারি ক্লাবেও সবার আগে ঢুকলেন তিনি। এই মাইলফলকে তামিমকে ছুঁতে মুশফিকের আর লাগবে ২৪ রান। হয়তো পরের ম্যাচে তিনিও ঢুকে যাবেন তিন হাজারির এলিট ক্লাবে।
বিপিএলে এখন পর্যন্ত ৯১ ম্যাচের ৯০ ইনিংসে ব্যাটিং করে তিন হাজার ৫ রান করেছেন তামিম। ১২২.৮০ স্ট্রাইক রেটে তোলা এই রানের মধ্যে আছে ২৫টি অর্ধশতক ও ২টি শতক। এই ম্যাচের ১১২ ম্যাচের ১০৬টিতে ব্যাট করে ১৩২.৯০ স্ট্রাইক রেটে ২৯০৮ রান করেছিলেন মুশফিক। ১৯টি অর্ধশতক (গতকালসহ) করলেও এখন পর্যন্ত তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি তিনি।
তামিমের আগে হাজার রানের মাইলফলক ছোঁয়া মাহমুদউল্লাহ অবশ্য এই মুহ‚র্তে বেশ পিছিয়ে আছেন। ১০৬ ম্যাচে ১০০ ইনিংসে ২৩২৯ রান তার। মজার বিষয় হচ্ছে, তামিম-মুশফিকের সঙ্গে মাহমুদউল্লাহও বরিশালের এই তিন ব্যাটসম্যানই বিপিএলে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। ২২৫৪ রান নিয়ে ইমরুল কায়েস চতুর্থ আর ২১৪৪ রান নিয়ে পঞ্চম স্থানে সাকিব আল হাসান।
প্রথম তিন হাজার রানের পাশাপাশি তামিম-মুশফিকের লড়াই আছে ছক্কার দিক থেকেও। ক্রিস গেইল (১৪৩) ছাড়া বিপিএলে আর কোনো ব্যাটসম্যান ছক্কার সেঞ্চুরি করতে পারেননি। বাংলাদেশিদের মধ্যে ছক্কায় সেঞ্চুরির সবচেয়ে কাছে এখন তামিম, এখন পর্যন্ত মেরেছেন ৯৪টি ছয়। গতকালের ৪টি মিলিয়ে মুশফিকের ছয়ও ৯৪টি। এর মধ্যে অবশ্য ৯৩ ছয় নিয়ে লড়াইয়ে আছেন ইমরুলও।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাউজানে সমন্বয়ক রাফির ওপর হামলা, থানায় অভিযোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বিকেলে শুরু
মনোহরদীতে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিলেন প্রিন্সেস রিমা
মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম মজুমদার
মাগুরায় ৬ ইটভাটায় অভিযান: ১৩ লাখ টাকা জরিমানা, ২টি ভাঙ্গচুর
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের বিতর্কিত ইশারা নিয়ে তীব্র সমালোচনা
লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব
শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার অভিযান শুরু
কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
নির্বাচন ব্যবস্থা সংস্কারে ‘সুপারিশ’ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা: ট্রাম্প
সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল
হিজাববিহীন তাওয়াফ! কে এই পাকিস্তানি নারী?
চীনের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ভারত আমেরিকা
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা