আনামুল-লুইস ঝড়ে ম্লান মুশফিক-তামিম,খুলনার বড় জয়
২৩ জানুয়ারি ২০২৪, ০১:৪৫ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ০১:৪৬ এএম
প্রথম ইনিংস শেষে ফরচুন বরিশালের স্কোর দেখে অনেকেই হয়তো ভেবেছিল খুলনার জন্য এই ম্যাচ জেতা কঠিন হতে যাচ্ছে । তামিমের ৪০ রানের সুন্দর এক ইনিংসের পর মুশফিকের বিস্ফোরক ৬৯ রানে ভর করে খুলনার বিপক্ষে আগে ব্যাট করা বরিশালের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৮৭ রানে। চলতি বিপিএলে যেটি এখন পর্যন্ত প্রথম ইনিংসের সর্বোচ্চ রানের রেকর্ড।
তবে বড় সেই লক্ষ্য মুহূর্তেই ছোট হয়ে যায় উদ্বোধনী জুটিতে খুলনার দুই ওপেনার এনামুল হক বিজয় ও ইভান লুইসের ঝড়ো ব্যাটিংয়ে।পাওয়ার প্লেতে এই দুইজন টার্গেটের প্রায় অর্ধেক রান তুলে ফেলেন।ইভান লুইস ২২ বলে ৫৩ রানের সাধারণ স্কেলে ফিরলেও জয় পেতে অসুবিধা হয়নি খুলনার। এনামুলের ৬৩, আফিফের ৪১ আর শেষের শাই হোপ ঝড়ে (১০ বলে ২৭ রান) ১৮৮ রানের লক্ষ্য ৮ উইকেট আর ১২ বল বাকি থাকতেই টপকে যায় তারা।
মিরপুরে বড় লক্ষ্যে ব্যাট করতে নামা খুলনা টাইগার্সদের কাজটা কিছুটা সহজ করে দিয়েছিল শিশিরও।ফ্লাড লাইটের নিচে ভেজা বলে লাইন-লেংথ নিয়ন্ত্রণে রাখতে পারেননি বরিশালের বোলাররা।এরপর ইভান লুইসের ব্যাটিং তাণ্ডব।
রান তাড়ায় মোহাম্মদ ইমরানের প্রথম ওভারেই ছক্কা মারেন লুইস।মাঝে দ্বিতীয় মিরাজের করা দ্বিতীয় ওভার বাদ দিয়ে প্রতি ওভারের রান এসেছে ১৫র উপরে।
এর মধ্যে ভিন্ন এক কারণে আলোচনায় থাকা পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের এক ওভারে আসে ২১ রান। লুইস ফিফটি করে আউট হওয়ার পর আফিফ-এনামুলের দ্বিতীয় উইকেটে ৫৯ বলে ৭৫ রানের জুটি খুলনাকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। আফিফ ৪১ বলে ফেরার পর জয়ের বাকি কাজটা সারেন শাই হোপ।এই ক্যারিবীয় তারকার ১০ বলে ২৭ রানের ঝড়ে ১২ বল আগেই জয় নিশ্চিত হয় খুলনার।৩৪ বলে ফিফটি পূর্ণ করা এনামুল অপরাজিত ছিলেন ৬৯ রান করে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম চার ওভারে মাত্র ১৪ রান তুলে বরিশাল।অল্পতে ফেরেন ইব্রাহিম জাদরান(১১)।তবে এরপরই ঘুরে দাঁড়ায় তারকায় ঠাসা দলটি, সামনে থেকে পথ দেখান অধিনায়ক তামিম ইকবাল।
সৌম্য সরকারকে নিয়ে ২২ বলে ৪৬ রান যোগ করেন তামিম। ঝড় থামে সৌম্য রান আউটে। ১০ বলে ২২ করে আউট হন দুর্দান্ত খেলতে থাকা সৌম্য।পরে মুশফিকের সঙ্গে আর আরও একটি গুরুত্বপূর্ণ জুটি করেন তামিম। তবে এই দুজনের ৪১ বলে ৫৭ রানের জুটিতে তামিম ছিলেন কেবল দর্শক।চার ও ছয় এর পসরা সাজিয়ে মূল কাজ করেন মুশফিক। শেষদিকে কিছুটা গতি হারানো তামিম আউট হন ৩৩ বলে ৪০ রানে।
এরপর বরিশালের হাল ধরেন মুশফিক-মাহমদুল্লাহ।দুজনেই রান তুলতে থাকেন দ্রুত। এর মাঝে ফিফটি তুলে নেন মুশফিক, মাত্র ৩৩ বলে পৌঁছান এই মাইলফলকে।
এই দুই সিনিয়র ক্রিকেটারের ৩৫ বলে ৫৪ রানের জুটি থামে মাহমুদউল্লাহ ১৯ বলে ২৭ রান করে আউট হলে। তবে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ইনিংস শেষ করে আসেন মুশফিক। ৩৯ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন তিনি। শোয়েব মালিক করেন ৫* রান।
বরিশালের ইনিংস থামে ৪ উইকেটে ১৮৭ রানে। খুলনার হয়ে একটি করে উইকেট নেন মুকিদুল, নাসুম ও ওশনে থমাস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক