বর্ষসেরা ওয়ানডে দলে ভারতের ৬জন
২৩ জানুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম
২০২৩ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে ভারতের জয়জয়কার। বিশ্বকাপের রানারআপ হওয়া দল থেকে এই দলে সুযোগ পেয়েছেন ৬জন ক্রিকেটার। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া থেকে আছেন কেবল দুজন।
মঙ্গলবার বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করে আইসিসি। এই দলে দক্ষিণ আফ্রিকা থেকেও আছেন দুইজন ক্রিকেটার, অন্যজন নিউজিল্যান্ডের।
দলের অধিনায়ক ও ওপেনার ভারতের রোহিত শার্মা। আরেক ওপেনার তারই সতীর্থ শুবমান গিল।
গত বছর ২৬ ওয়ানডেতে ইনিংসে ৫২.২৯ গড়ে ১ হাজার ২৫৫ রান করেন রোহিত, সেঞ্চুরি দুটি ও ফিফটি ৯টি। বছরের সর্বোচ্চ রান গিলের। ২৯ ওয়ানডেতে ৬৩.৩৬ গড়ে তার রান ১ হাজার ৫৮৪। ৫ সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৯টি।
তালিকায় টপ অর্ডারের আরেকজন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। চোটের জন্য বছর জুড়ে নিয়মিত খেলার সুযোগ না পেলেও বাঁহাতি এই ব্যাটসম্যান ১৩ ম্যাচে ৫১.৮১ গড়ে করেছেন ৫৭০ রান। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অবদান ছিল তার। ভারতের বিপক্ষে ফাইনালে সেঞ্চুরিসহ আসরে দুইবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান তিনি।
তালিকার পরের নামটি ভারতের মহাতারকা ভিরাট কোহলির। এই সংস্করণে ২০২৩ সালে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৩৭৭ রান করেছেন। সেঞ্চুরি ৬টি, ফিফটি ৮টি, ব্যাটিং গড় ৭২.৪৭।
ওয়ানডেতে গত বছরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল আছেন এরপর। ২৫ ইনিংসে ১ হাজার ২০৪ রান করেছেন তিনি ৫ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে। কিপার হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান হাইনরিখ ক্লসেনকে। ২২ ইনিংসে তার রান ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৯২৭, স্ট্রাইক রেট ১৪০.৬৬!
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। বল হাতে ৩৩ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন ৩৩.৮৩ গড়ে ৪০৬ রান। দলে বিশেষজ্ঞ দুই স্পিনার অ্যাডাম জ্যাম্পা ও কুলদিপ ইয়াদাভ। গত বছর ৩৮ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার জ্যাম্পা। আর ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপের ৪৯ উইকেট ওয়ানডেতে বছরের সর্বোচ্চ।
বর্ষসেরা দলে বিশেষজ্ঞ দুই পেসার ভারতের-মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি। ২০২৩ সালে ওয়ানডেতে সিরাজের শিকার দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ উইকেট। শামি নিয়েছেন যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ৪৩ উইকেট। গিল, কোহলি ও মিচেলের সঙ্গে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের লড়াইয়ে আছে তিনি।
আইসিসি বর্ষসেরা পুরুষ ওয়ানডে দল: রোহিত শার্মা (অধিনায়ক, ভারত), শুবমান গিল (ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ভিরাট কোহলি (ভারত), ড্যারিল মিচেল (নিউ জিল্যান্ড), হাইনরিখ ক্লসেন (উইকেটকিপার, দক্ষিণ আফ্রিকা), মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা), অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া), মোহাম্মদ সিরাজ (ভারত), কুলদিপ ইয়াদাভ (ভারত), মোহাম্মদ শামি (ভারত)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক