আশ্বিন-জাদেজা জুটির রেকর্ড
২৫ জানুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম
ফিফটি জুটিতে ইংল্যান্ড তখন পেয়ে গেছে দারুণ শুরু। পেসারদের সরিয়ে এরপর স্পিন আক্রমণ শুরু করলেন ভারত অধিনায়ক। এরপর একে একে উইকেট নেওয়ার উল্লাস করলেন রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন আশ্বিন। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে জুটিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তারা। এরপর শেষ ব্যাটসম্যান হিসেবে বেন স্টোকস যখন আউট হলেন ইংল্যান্ডের ইনিংস তখন আড়াইশ’ও স্পর্শ করেনি।
হায়দরাবাদে টসজয়ী ইংল্যান্ড আগে ব্যাট করে ৬৪.৩ ওভারে গুটিয়ে গেছে ২৪৬ রানে। সর্বোচ্চ ৭০ রান করেছেন স্টোকস। ভারতের তিন স্পিনার নিয়েছেন ৮ উইকেট।
আশ্বিন-জাদেজা জুটি নিয়েছেন ৬টি। দুইজনের একসঙ্গে খেলা ৫০তম টেস্ট এটি। দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত অশ্বিন-জাদেজা জুটির পাশে জ্বলজ্বল করছে ৫০৬ উইকেট।
টেস্টে ভারতের হয়ে জুটিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার আগের রেকর্ড ছিল লেগ স্পিনার আনিল কুম্বলে ও অফ স্পিনার হারভাজান সিংয়ে। একসঙ্গে ৫৪ টেস্টে তাদের শিকার ৫০১ উইকেট। তালিকায় তৃতীয় স্থানে হারভাজান ও পেসার জাহির খানের জুটি। ৫৯ টেস্টে তারা নেন ৪৭৪ উইকেট।
২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষেই নাগপুর টেস্ট দিয়ে শুরু হয়েছিল অশ্বিন-জাদেজা জুটির পথচলা। ওই ম্যাচে দুইজনে মিলে নিয়েছিলেন ৬ উইকেট। ম্যাচটি ছিল জাদেজার অভিষেক টেস্ট। আগের বছর এই সংস্করণে পা রাখেন অশ্বিন।
প্রথম দিনে শুরুটা করেন অশ্বিন। তাঁর বলে এলবিডব্লিউ হন বেন ডাকেট (৩৫)। আরেক ওপেনার জ্যাক ক্রলিকেও ফেরান অশ্বিন। তাঁর এই ২ উইকেটের মাঝে তিনে নামা ওলি পোপকে ফেরান জাদেজা। পোপকে ফেরানোর মধ্য দিয়েই রেকর্ড গড়েন অশ্বিন–জাদেজা জুটি।
টেস্ট ইতিহাসে জুটিতে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের। ইংলিশ দুই পেসার ১৩৮ টেস্টে ১ হাজার ৩৯ উইকেট নিয়েছেন। ব্রড অবসর নেওয়ায় শেষ হয়ে গেছে তাদের জুটির পথচলা। অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি বোলার শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা জুটি ১০৪ টেস্টে ১০০১ উইকেট নিয়ে দ্বিতীয়।
এদিন ২৯ রান করে জাদেজার শিকার হন জো রুট। এই ইনিংস খেলার পথে ভারত-ইংল্যান্ড সিরিজের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হন রুট। ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে। ভারত-ইংল্যান্ড সিরিজে রুটের রান এখন ২৫৫২, শচীনের ২৫৩৫।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক