নওয়াজ-শানাকায় রংপুরকে উড়িয়ে দিল খুলনা
২৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম
মোহাম্মদ নওয়াজ ও দাসুন শানাকার ব্যাটেই ধ্বস সামলে লড়াইয়ের পুঁজি পেয়েছিল দল। পরে বল হাতেও জ্বলে উঠলেন তারা। তাদের অলরাউন্ডার নৈপূণ্যে রংপুর রাইডার্সকে উড়িয়ে বিপিএলের এবারের আসরে জয়ের ধারা ধরে রাখল খুলনা টাইগার্স।
আসরের নবম ম্যাচে শুক্রবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রংপুরকে ২৮ রানে হারিয়েছে খুলনা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে এনামুল হকের দল। জবাবে ৮ বল বাকি থাকতে ১৩২ রানে গুটিয়ে যায় রংপুর।
ব্যাট হাতে ৪০ রানের পর বল হাতে ১৬ রানে ৪ উইকেট নেন শানাকা। আর নওয়াজ ব্যাট হাতে ৩৪ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসের পর বল হাতে ১৩ রানে নেন ২ উইকেট।
এ নিয়ে আসরে তিন ম্যাচের সবকটিতেই জয় পেল খুলনা। আগের দুই ম্যাচে তারা হারিয়েছিল ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।
বিপরীতে রংপুরের এটি টানা দ্বিতীয় হার। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা নুরুল হাসানের নেতৃত্বাধীন দল পরের ম্যাচে হেরেছিল বরিশালের বিপক্ষে।
খুলনার হয়ে ২৫ বলে তিনটি করে ছক্কা-চারে ৩৭ রান করে লুইস যখন আউট হন খুলনা তখন দশম ওভারে ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে। এরপর ৫৩ বলে ৭৭ রানের জুটি উপহার দেন নওয়াজ ও শানাকা। ৩৩ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৪০ রান করে ফেরেন শানাকা। ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করেন নওয়াজ। দলও পায় লড়াইয়ের ভালো সংগ্রহ।
রংপুরের হাসান মাহমুদ ৩টি ও মাহেদি হাসান ২টি উইকেট নেন। সাকিব আল হাসান ৪ ওভারে ২১ রানে দিয়ে উইকেটশূন্য ছিলেন।
জবাবে দ্বিতীয় ওভারেই বাবর আজমকে এলবিডব্লিউ করেন মোহাম্মদ ওয়াসিম। চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ১১ রানে ব্রান্ডন কিংকে বোল্ড করে দেন নওয়াজ। এরপর ৩২ বলে ৩৮ রানের জুটি গড়েন রনি তালুকদার ও শামিম হোসেন। ২৫ বলে কোনো বাউন্ডারি ছাড়াই স্রেফ ১৫ রান করে শানাকার শিকার হন রনি।
২২ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রান করা শামিমকে ক্যাচ আউট করেন নওয়াজ। নাসুম আহমেদকে উড়িয়ে মারকে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই। নুরুল হন শানাকার দুর্দান্ত রান আউটের শিকার। সাকিব আল হাসান ব্যাটে নামেন সাত নম্বরে। শানাকার বলে কট বিহাইন্ড হন বাংলাদেশ অধিনায়ক। ১৪.২ ওভারে ৮০ রানে ৭ উইকেট হারিয়ে খুব চাপে পড়ে রংপুর।
এরপর দলকে টেনে নেন মোহাম্মদ নবি ও মাহেদি। দুজনে গড়েন ১৭ বলে ৩৬ রানের জুটি। মাহেদিকে বাউন্ডারিতে ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন শানাকা। নতুন ম্যাচ রিপন মণ্ডল এসেই দুটি বাউন্ডারি হাকান শানাকাকে। পরের বলে তাকেও বাউন্ডারিতে ক্যাচ নানান এই লঙ্কান পেস-অলরাউন্ডার।
এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান নবি। শেষ ব্যাটার হিসেবে ওয়াসিমের শিকার হন এই আফগান। তার আগে খেলেন ৩০ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫০ রানের দারুণ ইনিংস। মূলত তার ব্যাটেই লড়াইয়ে ছিল রংপুর।
নিজেদের পরের ম্যাচে আগামীকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেলবে রংপুর। সোমবার ঢাকার মুখোমুখি হবে খুলনা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক