বোলিং অলরাউন্ডার সাকিব!
২৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তবে সাম্প্রতিক সময়ে চোখের সমস্যায় ভুগছেন এই অলরাউন্ডার। সে কারণেই হয়তো আট নম্বরে ব্যাটিংয়ে নামেন তিনি। তবে টপ অর্ডার কিংবা মিডল অর্ডারে তার অভাব ঘোচাতে পারেননি তার সতীর্থরা। কেবল লড়াই করেছেন আফগান তারকা মোহাম্মদ নবি। ফলে খুলনা টাইগার্সের কাছে হারতে হয় রংপুর রাইডার্সকে। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ২৮ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে তারা। জবাবে ৮ বল বাকি থাকতে ১৩২ রানে অলআউট হয় রংপুর।
এবারের বিপিএলে প্রথমবারের মতো আগে ব্যাট করে জয় পেল কোনো দল। খুলনার এটি টানা তৃতীয় জয়। আগের দুই ম্যাচে তারা হারিয়েছিল ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। তিন ম্যাচে দুটিতে হারল রংপুর। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা নুরুল হাসানের নেতৃত্বাধীন দল পরের ম্যাচে হেরেছিল বরিশালের বিপক্ষে। নিজেদের পরের ম্যাচে আজই দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেলবে রংপুর। আগামীকাল এই ঢাকার মুখোমুখি হবে খুলনা।
এদিন খুলনার জয়ের মূল নায়ক লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। প্রথমে ব্যাট হাতে দলের ত্রাতা হয়ে আসেন তিনি। খেলেন ৪০ রানের কার্যকরী এক ইনিংস। এরপর বল হাতেও জ্বলে ওঠেন তিনি। তিন ওভার বল করে মাত্র ১৬ রান খরচ করে ৪টি উইকেট নেন এই অলরাউন্ডার। তাকে অবশ্য ভালো সহায়তা করেছেন মোহাম্মদ নাওয়াজ। ৫৫ রানের ইনিংস খেলার পর ২টি উইকেট তুলে নেন এই পাকিস্তানি অলরাউন্ডারও।
ম্যাচটি হতে পারতো সাকিবেরই। চোখের সমস্যায় সমাধানের খোঁজে সিঙ্গাপুর যাওয়া বিশ^সেরা এই অলরাউন্ডার যে মাঠে ফেরেন এই ম্যাচ দিয়েই। উইকেট না পেলেও বোলিংয়ে ৪ ওভারে ¯্রফে ২১ রান দেন তিনি। ব্যাটিংয়ে আট নম্বরে নেমে আউট হন ৪ বলে ২ রান করে। শানাকার বলে কাট করতে গিয়ে কট বিহাইন্ড হন আট নম্বরে নামা সাকিব। বিপিএলে এর আগে ¯্রফে একবার আট নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে রাজশাহী কিংসের বিপক্ষে সেদিন ৭ বলে ১২ রান করেন তিনি। গতকাল তার আগে ব্যাটিংয়ে নেমেছেন শামীম হোসেন, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নুরুল হাসান সোহান। রংপুরের রান তাড়ায় চার নম্বর ব্যাটসম্যান হিসেবে এদিন ক্রিজে নামেন শামীম। যখন খুলনার বোলিং আক্রমণে দুজন বাঁহাতি স্পিনার বোলিং করছিলেন, তখন একজন বাঁহাতিকে ক্রিজে পাঠাতে হতো রংপুরের। কিন্তু ডাগআউটে সাকিব থাকার পরও রংপুর খেলিয়েছে শামীমকে। তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ৩০ রান।
ব্যাটিং অর্ডারে সাকিবের অবনমনটা অবশ্য প্রত্যাশিত ছিল। বাঁ চোখের সমস্যা সাকিবের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। গত বুধবার রাতে সিঙ্গাপুরে চোখের বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ঢাকায় ফিরেছেন তিনি। গতপরশু রাতে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, সাকিব বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন। রেটিনার এ ধরনের সমস্যায় সাধারণত দেখতে অসুবিধা হয়। তবে সাকিবের চোখের চিকিৎসা করা মেডিকেল বিভাগ আশাবাদী, নমনীয় চিকিৎসাপদ্ধতিতেই তিনি সুস্থ হয়ে উঠবেন। আপাতত সেভাবেই চলবে সাকিবের চোখের চিকিৎসা।
তবে পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে। সেরা ছন্দে ফিরতে সময় লাগবে ‘ব্যাটসম্যান’ সাকিবেরও। ততদিনে সাকিবকে খেলতে হবে স্পিন বোলিং অলরাউন্ডারের ভূমিকায়। যিনি বোলিং করবেন চার ওভার, ব্যাটিং করবেন দলের প্রয়োজনে। রংপুরের কোচ সোহেল ইসলামও খেলা শেষে সে কথাই বললেন। সাকিবের ৮-এ নামার কারণ ব্যাখ্যায় তার যুক্তি, ‘আপনারা সবাই জানেন, তার চোখে সমস্যা আছে। এখানে আসলে... বোলিংটা করা যায়। কিন্তু ব্যাটিং করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু সেই প্রস্তুতিটা নিতে পারেনি, সে জন্য আসলে ব্যাটিংয়ে পরে নেমেছে।’ বিপিএলে সাকিবকে কী এই দায়িত্বেই দেখা যাবে? এ প্রশ্নের উত্তরে রংপুরের কোচ বলেছেন, ‘আমার সঙ্গে যেটা কথা হয়েছে, ওকে একটু সময় দিতে হবে। কয়েকটা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক