টি-টোয়েন্টির অর্থের লোভ ছাপিয়ে টেস্টই বেছে নেবেন শামার
৩০ জানুয়ারি ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪, ১২:১৩ এএম
ওয়েস্ট ইন্ডিজের প্রতিভার অভাব হয়নি কোনকালেই। কিন্তু দারুণ সব প্রতিভা জাতীয় দলের জন্য, বিশেষ করে টেস্টে ধরে রাখতে পারেনি তারা। একটু নামডাক হলেই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের অর্থের হাতছানি বদলে দিয়েছে তাদের চলার পথ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব কাঁপানো টেস্ট জয়ের নায়ক শামার জোসেফকে নিয়েও এই শঙ্কা অনেকের। তবে ডানহাতি তরুণ পেসার স্পষ্ট করে বললেন, যত টাকার হাতছানিই থাকুক তার গুরুত্বের শীর্ষে থাকবে টেস্ট।
গতপরশু ব্রিসবেনের গ্যাবায় ইতিহাস লেখে ক্যারিবিয়ানরা। ২৬ বছর পর অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাঠে হারিয়ে দেয় তারা। অবিশ্বাস্য এক স্পেলে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে নায়ক বনেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা শামার। বিশ্ব ক্রিকেটে এখন নতুন তারকা তিনি। স্বাভাবিকভাবে তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে আগ্রহ তৈরি হওয়ার কথা। এই পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে শঙ্কার কথা জানিয়ে এখনই সতর্ক হতে বলছেন ইয়ান বিশপ।
টি-টোয়েন্টির এই যুগে ‘ফ্রিল্যান্স’ ক্রিকেটার সব দেশে বাড়ছে ক্রমেই। তবে ওয়েস্ট ইন্ডিজে এই ধারা চলে আসছে আরও প্রায় ১৫ বছর আগে থেকেই। ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোর মতো তারকারা জাতীয় দলের অধিনায়ক থাকার সময়ও ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেননি। পরে সুনিল নারাইন, আন্দ্রে রাসেলরা সেই ধারা ধরে রেখেছেন। সময়ের সঙ্গে যোগ হয়েছেন একের পর এক তারকা। স¤প্রতি যেমন বোর্ডের চুক্তিত সই করেননি জেসন হোল্ডার, নিকোলাস পুরান ও কাইল মেয়ার্স। হোল্ডার কিছুদিন আগেও ছিলেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক, একসময় তিনি বলেছেন যে টেস্টকেই বেশি প্রাধান্য দেবেন। ২০২১ সালে বাংলাদেশে ইতিহাস গড়া এক ডাবল সেঞ্চুরি করে টেস্ট অভিষেক মেয়ার্সের। দেশের হয়ে খেলার আবেগের কথা তখন বলেছিলেন তিনিও। এখন তিনি ব্যস্ত বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলায়।
এবারের অস্ট্রেলিয়া সফরে টেস্ট দল থেকে নিজেদের সরিয়ে নিয়ে হোল্ডার-মেয়ার্স খেলছেন আইএল টি-টোয়েন্টিতে। কিন্তু খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ স্মরণকালের সবচেয়ে দুর্বল ও অনভিজ্ঞ দল নিয়েও ঠিকই ব্রিজবেন টেস্টে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ইনিংসে অসাধারণ এক স্পেলে ৭ উইকেট নিয়ে সেই জয়ের নায়ক শামার জোসেফ। তার যে গতি ও স্কিল, যেভাবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে তিনি খেলেছেন, টি-টোয়েন্টি লিগগুলো থেকে নিশ্চিতভাবেই ডাক পাবেন শিগগিরই। সেটা জানা আছে শামার জোসেফেরও। তবে গায়ানার দুর্গম গ্রাম থেকে অনেক লড়াই করে উঠে আসা এই পেসার নিজের ক্যারিয়ার ভাবনা জানিয়ে দিলেন স্পষ্ট করেই, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে সবসময়ই প্রস্তুত থাকব আমি। সরাসরি এটা বলতে কোনো ভয় নেই আমার। এরকম সময় আসতে পারে, যখন টি-টোয়েন্টি আসবে এবং টেস্ট ক্রিকেটও থাকবে একই সময়... আমি সবসময়ই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে তৈরি থাকব, যত টাকার হাতছানিই আমার সামনে আসুক না কেন।’
শামারের কথাগুলো শুনে তালি দিয়ে ওঠেন ব্রায়ান লারা। সংবাদ সম্মেলনে বসে ক্যারিবিয়ার নতুন তারকার কথা শুনছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি। এই সিরিজে ধারাভাষ্য দিয়েছেন তিনি। জয়ের মুহ‚র্তটায় তার আনন্দাশ্রæ আর আবেগময় নানা কথা আলোড়ন তুলেছে ক্রিকেট বিশ্বে। ধারাভাষ্যকক্ষে ছিলেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্ল হুপার, সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপও। পূর্বসূরীদের সামনে এমন ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখিয়ে শামারের উচ্ছ¡াসটা আরও বেশি, ‘ইয়ান বিশপ, কার্ল হুপার, ব্রায়ান লারার সামনে এটা করতে পারা অসাধারণ ব্যাপার। দারুণ অনুভ‚তি... ভাষায় বোঝাতে পারব না। সবাই যখন এতটা ভরসা রাখে, আত্মবিশ্বাসও তখন অনেক বেড়ে যায়। ব্রায়ান লারার মতো কিংবদন্তির সামনে এরকম কিছু করতে পারা, অস্ট্রেলিয়াতে জিততে পারা, যেখানে আমরা অনেক বছর জিতিনি, এর চেয়ে বেশি আর কিছু হতে পারে না। ওয়েস্ট ইন্ডিজকে সবাই ভালোবাসে এবং অস্ট্রেলিয়ায় এসে এমন জয়, বিশ্বের এক নম্বর দলকে হারানোৃ সবকিছুই দারুণ। আমরা টেস্ট ম্যাচ জিতেছি এবং এটা আমাদের জন্য নতুন শুরু। তবে কাজ এখনও বাকি আছে। তবে দল যখন এভাবে বিশ্বাস খুঁজে পাবে এবং হৃদয় দিয়ে খেলবে, তাহলে যে কোনো কিছুই হতে পারে।’
এই সম্মেলনের পরদিনই যদিও সংবাদ মাধ্যমের খবর, দুবাইয়ে চলা আইএল টি-টোয়েন্টিতে তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। এখানেই শেষ নয়, আসন্ন পাকিস্তান সুপার লিগেও পেশওয়ার ঝালমির হয়ে খেলতে যাচ্ছেন শামার!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড