এমন হারেও খুশি কামিন্স
৩০ জানুয়ারি ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪, ১২:১৩ এএম
টেস্ট শেষে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুমে গিয়ে নিজের একটি জার্সি তিনি উপহার দিয়েছেন শামার জোসেফকে। ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক এই পেসারের কাছ থেকে নিজে নিয়েছেন অটোগ্রাফসহ জার্সি। এরপর দুজনে ছবির জন্য পোজ দিয়েছেন চওড়া হাসিতে। তবে শুধু এই ছবিতেই নন, ক্যারিবিয়ানদের জয়ে অস্ট্রেলিয়ান অধিনায়কের হৃদয়ও হাসছে। জোসেফের বিধ্বংসী এক স্পেলেই ব্রিজবেনে রোববার অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় ২১ বছর পর টেস্ট জিততে পারল তারা। অস্ট্রেলিয়ার মাঠে তাদের জয়খরা ছিল প্রায় ২৭ বছরের।
এবারের ওয়েস্ট ইন্ডিজের দলটিকে বলা হচ্ছিল, অস্ট্রেলিয়া সফরে যাওয়া স্মরণকালের সবচেয়ে দুর্বল ক্যারিবিয়ান দল। সেই দলের কাছে পরাজয় বিব্রতকরই হওয়ার কথা। অধিনায়ক হিসেবে দেশের মাঠে কামিন্সের প্রথম পরাজয়ও এটিই। সব মিলিয়ে হারের যন্ত্রণা ঠিকই অনুভব করছেন তিনি। তবে তিনি তো স্রেফ অস্ট্রেলিয়ান অধিনায়ক বা একজন ক্রিকেটারই নন, ক্রিকেট খেলাটির একজন ভক্ত-সমর্থকও। সেই বৃহত্তর ছবিটাই কামিন্সের চোখে ভেসে উঠছে আরও ভালোভাবে। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়ায় ফুটে উঠল, খেলাটির দারুণ এক দূতও তিনি, ‘হ্যাঁ, অনুভব করা যাচ্ছে (ওয়েস্ট ইন্ডিজের জয়ের তাৎপর্য)... এটা অবশ্য খুব একটা জরুরি নয় আমাদের জন্য, কারণ হারের যন্ত্রণা এখনও দগদগে। তবে ওরা আমাদেরকে ¯্রফে উড়িয়ে দিয়েছে, দারুণ খেলেছে। আমি জানি, এখন অনেক আলোচনা হবে যে, ওদের কতজন অভিষিক্ত ক্রিকেটার ছিল, কত জন আগে কখনোই এখানে সফর করেনি, এরকম নানা কিছু। কিন্তু যখন আন্তর্জাতিক ক্রিকেট আমরা খেলতে নামি, কাজটা সবসময়ই কঠিন। ওরা অসাধারণ খেলেছে। কয়েকজন তারকা তারা তৈরি করে ফেলেছে, যাদের সম্পর্কে সিরিজ শুরুর আগে আমাদের ধারণা ছিল না। ক্রিকেট সমর্থক হিসেবে, টেস্ট ম্যাচ ক্রিকেটের ভক্ত হিসেবে আমার হৃদয়ের একটা অংশ এসব দেখে দারুণ খুশি।’
অস্ট্রেলিয়ার পারফরম্যান্স, বিশেষ করে ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলার জায়গা আছে অনেক। তবে সবচেয়ে বড় প্রশ্ন, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে। ৯ উইকেট পড়ার পর ইনিংস ঘোষণা করে দেন কামিন্স। তার দল তখনও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে ২২ রানে পিছিয়ে। শেষ পর্যন্ত ম্যাচটি তারা হেরেছে ৮ রানে। ওই ইনিংস ঘোষণা নিয়ে তাই আঙুল তোলাই যায়। তবে কামিন্স নিজের সিদ্ধান্তের পেছনে যুক্তিতেই অটল। রাতের বেলায় শেষ কয়েক ওভারের ফায়দা নিতেই অমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, ‘আমার মনে হয়েছিল, গোটা দুই উইকেট নেওয়ার উপযুক্ত সময় তখনই। রাতে ওই সময়টাতে আমরা কিন্তু ঠিকই দুটি সুযোগ তৈরি করতে পেরেছিলাম। আমার তো মনে হয়েছে, ওই সিদ্ধান্ত কাজেই লেগেছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড