টেস্ট থেকে একটু বিরতি চান তাসকিন
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
চোট আর শারীরিক ধকলে জর্জর তাসকিন আহমেদ টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিতে চান। নিজের ইচ্ছের কথা বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিয়েছেন অভিজ্ঞ এই ফাস্ট বোলার। কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণেই থাকা পেসারের সেই আবেদন নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি। আপাতত আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে তাকে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, চোটপ্রবণ এই পেসারকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো ঝুঁকি নিতে চান না তারাও।
ভারতে গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই কাঁধের পুরোনো চোট ‘ম্যানেজ’ করে খেলছেন তাসকিন। ওই টুর্নামেন্ট শেষে বোর্ডের চিকিৎসা বিভাগের পরামর্শ অনুযায়ী বিশ্রাম দেওয়া হয় তাকে। দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ ও পরে নিউজিল্যান্ড সফরে তিনি খেলতে পারেননি। মাসখানেক বিশ্রামের পর শুরু হয় তার মাঠে ফেরার পুনর্বাসন প্রক্রিয়া।
তাসকিনের চোট ফিরে ফিরে আসা ধরনের হওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ায় ধীরে ধীরে মাত্রা বাড়ানো ‘প্রোগ্রেসিভ বোলিং পরিকল্পনা’ অনুসরণ করেন ফিজিওরা। ক্রমেই উন্নতি হতে থাকায় পাঁচ সপ্তাহের পুনর্বাসন শেষ করে বিপিএল খেলার অনুমতি পান জাতীয় দলের তারকা পেসার। তবে এখনও শতভাগ ফিটনেস ফিরে পাননি তিনি। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন নিজেই বলেন এই কথা। জানা গেছে, কাঁধের বর্তমান অবস্থায় নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কিছুটা শঙ্কিতও দুর্দান্ত ঢাকার তারকা পেসার।
চোট প্রবণতার কারণেই পরপর দুই বছর তাকে আইপিএল খেলার ছাড়পত্র দিতে রাজি হয়নি বিসিবি। এ নিয়ে কিছুটা আক্ষেপও আছে তাসকিনের। ফিটনেসের কথা মাথায় রেখেই এবার টেস্ট থেকে সরে দাঁড়াতে চাইছেন তিনি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বললেন, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে তাসকিনকে বিশ্রাম ভাবনা আছে তাদেরও, ‘তাসকিন আপাতত কিছু সময়ের জন্য টেস্ট থেকে বিশ্রাম চাচ্ছে। অনেকে ভাবছে, সে আর টেস্ট খেলতে চায় না। এটা ঠিক নয়। আপাতত শ্রীলঙ্কা সিরিজটা হয়তো... আমরা এমনিতেও তাসকিনকে বিশ্রাম দিয়েই খেলাব। বিশ্বকাপের বছর, ওর একটা চোটও আছে পুরোনো। তাই ওয়ার্কলোড ম্যানেজ করারও বিষয় আছে। (ছুটি দেওয়ার ব্যাপারে) সিদ্ধান্ত তো আসলে এখন কিছু নেই। নির্বাচকদের সঙ্গে বসতে হবে, কোচের সঙ্গে আলোচনা হবে। ফিজিওরও একটা মতামত নিতে হবে। সব মিলিয়ে আলোচনার পরই আসলে কিছু একটা হবে।’
তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে আগামী ১ মার্চ বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সিলেটে ৪ তারিখ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের খেলা। এরপর চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ মার্চ থেকে। প্রথম টেস্ট খেলতে পুনরায় সিলেট ফিরবে দুই দল। ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ওই সিরিজে তাসকিনকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। গত জুনে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন তাসকিন। এরপর আর সাদা পোশাকে দেখা যায়নি তাকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না