উইলিয়ামসন-রাচিনে ম্লান মোরেকির কীর্তি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেটের দেখা পেলেন টিসেপো মোরেকি। কিন্তু দক্ষিণ আফ্রিকার এমন স্বপ্নীল শুরু দিন শেষে পরিণত হয় দুঃস্বপ্নে। দলে ফিরেই নিজেদের মেলে ধরেন কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। এই দুজনের জোড়া শতকে ‘অনভিজ্ঞ’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনেই মাউন্ট মঙ্গানুই টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে নিউজিল্যান্ড। গতকাল ২ উইকেটে ২৫৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে কিউইরা। ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১১২ রানে ব্যাট করছেন উইলিয়ামসন। ক্যারিয়ারের চতুর্থ টেস্টে এসে এই সংস্করণে প্রথম শতকের স্বাদ পাওয়া রবীন্দ্র ব্যাট করছেন ১১৮ রানে। দিনের শেষ দুই সেশন অনায়াশেই কাটিয়ে দেন এই দুজন। তৃতীয় উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে দুজন যোগ করেন ৪১৯ বলে ২১৯ রান। দুজনেই অভিষিক্ত ডানহাতি পেসার রোয়ান ডি সোয়ার্টের বলে ক্যাচ দিয়েও বেঁচে গিয়ে সুযোগ কাজে লাগিয়েছেন।
টসজয়ী দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল দুর্দান্ত। টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেটের দেখা পান টিসেপো মোরেকি। ডেভন কনওয়েকে এলবিডব্লিউয়ের ফাদে ফেলেন ডানহাতি এই পেসার। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে অভিষেকটা স্বরণীয় হয়ে থাকল ৩০ বছর বয়সী মোরেকির। অভিষেকের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শামার জোসেফ। টেস্ট ক্রিকেটে নিজের প্রথম বলেই তিনি ফিরিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথকে।
টেস্ট ক্যারিয়ারে প্রথম বলে উইকেট নেওয়া ২৪তম বোলার মোরেকি। আজ কনওয়ের উইকেটটি নিয়ে তিনি টেস্ট ক্রিকেটে ফিরিয়ে এনেছেন ১৯০৬ ও ২০১১ সালকে। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বারের মতো একই বছরে দুবার কোনো বোলারের ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট পাওয়ার ঘটনা ঘটল। মোরেকির ধাক্কা ঠিকমত সামাল দিয়ে না উঠতেই ডেন পিটারসনের বলে কট বিহাইন্ড হন আরেক ওপেনার টম ল্যাথাম। ১৭তম ওভারে দলীয় ৩৯ রানে ৪৮ বলে ২০ রান করে ল্যাথাম ফেরার পরই জুটি বাধেন উইলিয়ামসন ও রবীন্দ্র।
চা বিরতির ঠিক আগে ব্যক্তিগত ৪৭ রানে টপ এজ হয়ে ক্যাচ তোলেন উইলিয়ামসন। কিন্তু এক্সট্রা কাভার থেকে পিছনের দিকে দৌড়ে ক্যাচটা নিতে পারেননি এডওয়ার্ড মুর। ব্যক্তিগত ৮০ রানে জীবন পান রবীন্দ্র। এজ হয়ে বল ডিপ স্কয়ার লেগে ক্যাচ ওঠে। কিন্তু এ যাত্রায় তা তালুবন্দি করতে পারেননি ডুয়ান অলিভিয়ের। জীবণ পেয়ে সুযোগ কাজে লাগিয়েছেন দুজনই। ক্যারিয়ারের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেন রবীন্দ্র। ১৮৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এই স্পিনিং অলরাউন্ডার। দিন শেষে ১১৮ রানের ইনিংসটি সাজিয়েছেন ২১১ বলে ১৩টি চার ও ১ ছক্কায়। উইলিয়ামসন তিন অঙ্কের দেখা পান ২৪১ বলে। ঘরের মাঠে এটি তার ১৭তম শতক। তার ২৫৯ বলে ১১২ রানের ইনিংসে আছে ১৫টি চারের মার।
দুই ম্যাচের এই সিরিজ নিয়ে শুরু থেকেই হয়ে আসছে সমালোচনা। সেটা দক্ষিণ আফ্রিকা অনভিজ্ঞ দল পাঠানোয়। দলটা কতটা অনভিজ্ঞ তা একাদশ দেখালেই বোঝা যায়। একাদশে থাকা ছয়জনের অভিষেক ম্যাচ এটি!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড