‘ইটস অল অ্যাবাউট’ অ্যাবোট
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া দলকে টানলেন শন অ্যাবট। আট নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে উপহার দিলেন চমৎকার এক ফিফটি। তাতে কোনোমতে আড়াইশ ছাড়াল অস্ট্রেলিয়া। পরে নিজের মূল কাজ বোলিংয়েও জ্বলে উঠলেন অ্যাবট। তার অলরাউন্ড পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে হারাল স্বাগতিকরা। গতকাল সিডনিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জয় ৮৩ রানে। ২৫৮ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে তারা থামিয়ে দিয়েছে ১৭৫ রানে। টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলল স্টিভেন স্মিথের দল। দেড়শর আগে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়া লড়ার মতো সংগ্রহ পায় অ্যাবটের সৌজন্যে। ওয়ানডেতে আগেও একটি ফিফটি করা এই ক্রিকেটার এবার করেন ৬৯ রান। ৪টি ছক্কা ও ১ চারে গড়া তার ৬৩ বলের ইনিংটি। পরে ৪০ রান দিয়ে ধরেন ৩ শিকার। এমন অলরাউন্ড পারফরম্যান্সে তিনিই ম্যাচ সেরা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের হালকা ঘাসের ছোঁয়া থাকা উইকেটে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। একশর আগে ৫ উইকেট নিয়ে তারা বেশ ভালোভাবেই চেপে ধরে স্বাগতিকদের। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া জেইক ফ্রেজার-ম্যাকগার্ক অভিষেকে আভাস দেন ঝড়ের। কিন্তু টিকতে পারেননি তিনি। আলজারি জোসেফের করা প্রথম ওভারে টানা দুই বলে চার ও ছক্কা মারার পরের বলেই নেন বিদায়।
জশ ইংলিস, স্টিভেন স্মিথ যেতে পারেননি দুই অঙ্কে। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি ক্যামেরন গ্রিন ও মার্নাস লাবুশেন। ৯১ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপতে থাকা দলকে কিছুক্ষণ টানেন ম্যাথু শর্ট ও অ্যারন হার্ডি। তাদের ৫১ রানের জুটি ভাঙে হার্ডির বিদায়ে। কয়েক ওভার পর ফিরে যান ৪১ রান করা শর্টও। এরপর অভিষিক্ত উইল সাদারল্যান্ডকে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে দলের রান দুইশ পার করেন অ্যাবট। শেষের আগের ওভারে আউট হন ৫৪ বলে ফিফটি করা এই ক্রিকেটার।
রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় বেশ বাজে। ৩৪ রানে হারিয়ে ফেলে তারা টপ অর্ডার তিন ব্যাটসম্যানকে। ৫৩ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন শেই হোপ ও কেসি কার্টি। কার্টি কিছুটা দ্রুত রান বাড়ালেও হোপ ছিলেন ভীষণ সাবধানী। তবুও আগে ফেরেন হোপই। ক্যারিবিয়ান অধিনায়ককে চমৎকার এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করে দেন জশ হেইজেলউড। দারুণ খেলতে থাকা কার্টি কট বিহাইন্ড হন অ্যাবটের বলে। রোমারিও শেফার্ডকে টিকতে দেননি সাদারল্যান্ড।
বেশ কিছুক্ষণ ধরে এক প্রান্ত আগলে রাখা চেইসকে ফিরিয়ে দেন অ্যাবট। লক্ষ্য তাড়ায় একবারও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি সফরকারীরা।
আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড