সাকিবের ‘চোখে কোন সমস্যা নেই’, তবে...
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
বেশ কিছুদিন ধরেই অফফর্ম সাকিব আল হাসানকে নিয়ে সরগরম ক্রিকেটপাড়া। বল হাতে বিপিএলে মাঝে মাঝে আরো ছড়ালেও তার নীচের দিকে ব্যাটিং করা একটু দৃষ্টিকটুই লাগছে। কারণটা আর অজানা নয়, সাকিবের চোখে এক ধরণের সমস্যা যে হচ্ছে সেটা অবশ্য বিসিবিই বিবৃতিত দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তারপর থেকে সংবাদমাধ্যমও কিছুটা এড়িয়ে চলছেন দেশসেরা এই অলরাউন্ডার। আগের ম্যাচেই সাংবাদিকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে আশ্বাস দিয়ে গিয়েছিলেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। সিলেটে নিজেদের শেষ ম্যাচে জয় দিয়ে রাঙানো দলটির হয়ে অবশেষে প্রথমবারের মতো বিপিএলের সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশ অধিনায়ক। শুরুতেই সাকিবকে জানানো হলো, ‘চোখের জন্য আপনার ব্যাট করতে সমস্যা হচ্ছে...’, প্রশ্নকর্তাকে থামিয়ে ভড়কে দিয়ে উল্টো দেশের ক্রিকেটের সবচাইতে বড় এই বিজ্ঞাপন বলে উঠলেন, ‘আপনাকে কে বলেছে চোখের জন্য সমস্যা হচ্ছে?’ তবে ব্যাট করতে কেন সমস্যা হচ্ছে সেটা খুঁজে পাচ্ছেন না বলেও জানালেন সাকিব।
এবার বিপিএল শুরুর আগে লন্ডনে চোখের চিকিৎসা করাতে যান সাকিব। বিপিএলে এক ম্যাচ খেলেই যান সিঙ্গাপুরে। এক ম্যাচে তাকে পায়নি দল। ফিরে এসে খেলতে থাকলেও কেবল বোলার হিসেবে দেখা যাচ্ছিল তাকে। শুরুতে ব্যাট করেছেন আটে, পরে এক ম্যাচে ৯ জন আউট হলেও তিনি ব্যাট করতে নামেননি। শনিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে চার নম্বরে নেমেছিলেন। প্রথম বলেই কোন রান না করে ফিরে যান। উপরে ব্যাট করতে নামলেও স্বস্তি ফেরা নির্ভর করছে রান পাওয়ার উপর, ‘এটা তো বলা মুশকিল। রান যত করব স্বস্তির জায়গা বাড়বে। রান যতক্ষণ না করছি, ওই ছন্দটাও আসবে না, স্বস্তির জায়গাও থাকবে না। এটা খুবই স্বাভাবিক।’
পুরো সংবাদ সম্মেলন জুড়ে বেশিরভাগ প্রশ্ন হলো তার চোখ নিয়ে। বর্তমানে যে সমস্যায় তিনি ভুগছেন সেটা ঠিক হওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। তবে এই সমস্যাটা যে এত গুরুতর কিছুও না তাও জানালেন প্রশ্নকর্তার দিকে ইঙ্গিত করে, ‘জানি না আমার ধারণা নাই যে এটা কখনো ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আর এই যে বারবার চোখ, চোখ বলছেন চোখের কোন সমস্যা নাই। আপনি চশমা পরে যা দেখেন, চশমা না পরে আপনার চেয়ে ভালো দেখি। কী সমস্যা আছে সেটা খোঁজার চেষ্টা করছি।’ চোখে কোন সমস্যা নাই তাহলে কোন কারণে ব্যাট করতে ভুগছেন তিনি? এই উত্তর সাকিবেরও অজানা, ‘এটাই তো আমি খুঁজতেছি। আমি বের করার চেষ্টা করছি। বাকিরাও চেষ্টা করছে।’
বিসিবি বিবৃতিতে জানিয়েছিল নানান পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পর নিশ্চিত হওয়া গেছে যে, সাকিব ভুগছেন ‘এক্ট্রাফোভিয়াল সেন্ট্রাল সেরিওস কোরিওরেটিনোপ্যাথি’ বা সিএসআর নামক সমস্যায়। এই ধরণের সমস্যা মানসিক চাপের কারণেও হতে পারে বলে বলেন কোন কোন বিশেষজ্ঞ। সাকিবও তার মানসিক চাপের বিষয় উড়িয়ে দেননি, ‘এটা তো আপনার একটা ভালো প্রশ্ন যে বেড়ে যাচ্ছে কিনা। মাঝে মাঝে আমারও চিন্তা হয় এটা করলে বেশি হয়ে যাচ্ছে কিনা।’ তবে নিজের দল, শৈশবের কোচ সবার সহযোগিতা পাচ্ছে। আপাতত চেষ্টা করে দেখে যেতে চান নিজের পরিস্থিতি, ‘আমার এখনো ভাবনা নাই, চেষ্টা করছি। চেষ্টাটা শেষ করে নেই।’
অলরাউন্ডার হয়েও কেবল বোলার হিসেবে খেলায় রংপুরকে পুরোটা দিতে পারছেন না। তবু রংপুর রাইডার্স যেভাবে তার পাশে আছে তাতে তাদের কৃতজ্ঞতা জানান তিনি, ‘জীবনে কখনো এরকম করিনি। একটা দিক নিয়ে খেলতে হচ্ছে। রংপুর রাইডার্সকে ধন্যবাদ। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দলে নিয়েছিল আমি অর্ধেক করতে পারছি। তবু তারা যে সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এরকম ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি গর্বিত।’
বিপিএল খেলতে পারলেও এই অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট খেলা যে কঠিন সাকিবের কথায় মিলেছে সেই আভাস। বিপিএলের পর পরই শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ আছে বাংলাদেশের। এখনো তিন সংস্করণের অধিনায়ক থাকা সাকিব সেই সিরিজ খেলবেন কিনা, খেললেও অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে বোর্ডের সঙ্গে হবে তার আলোচনা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড