ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা আনল ভারত
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ পিএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৫ পিএম
ব্যাট হাতে ভালো শুরু পেলেন স্বীকৃত ব্যাটারদের প্রত্যেকেই, কিন্তু ফিফটি ইনিংস খেলতে পারলেন কেবল একজন। সম্ভাবনা জাগিয়েও তাই ভারতে রান তাড়ার রেকর্ড গড়া হলো না ইংল্যান্ডের। বোলারদের মিলিত প্রচেষ্টায় ইংলিশদের হারিয়ে সিরিজে সমতা আনল ভারত।
সিরিজের দ্বিতীয় টেস্টে সোমবার বিশাখাপত্নমে ১০৬ রানে জিতেছে রোহিত শর্মার দল। ৩৯৯ রানের লক্ষ্যে ২৯২ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড।
ভারতে সফরকারী দল হিসেবে চতুর্থ ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০১৭ সালে দিল্লিতে ড্র হওয়া ম্যাচে ৫ উইকেটে ২৯৯ রান করেছিল শ্রীলঙ্কা।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে আসল ১-১ সমতা। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে ২৮ রানে জিতেছিল ইংল্যান্ড।
শেষ বাধা হিসেবে থাকা টম হার্টলিকে বোল্ড করে জয়ের উল্লাসের উপলক্ষ্য এনে দেন জাসপ্রিত বুমরাহ। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া এই পেসার এবার নিয়েছেন ৪৬ রানে ৩ উইকেট। ৭২ রানে ৩ উইকেট নেন আশ্বিন। তবে প্রথম ইনিংসে ২০৯ রানের ইনিংস খেলা যশস্বী জসওয়াল ম্যাচের নায়ক।
১ উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। ব্যাট হাতে প্রত্যেকেই ভালো শুরু পায়। থিতু হয়ে আউট হন সবাই। নাইটওয়াচ ম্যাচ রেহান আহমেদ এলবিডব্লিউয়ের শিকার হন অক্ষর প্যাটেলের বলে। সেই শুরু। নিয়মিত বিরিতিতে উইকেট হারাতে থাকে সফরকারী দলটি।
ইংল্যান্ডের আশা জিইয়ে রেখেছিলেন ক্রলি। পঞ্চম ব্যাটার হিসেবে দলীয় ১৯৪ রানে আউট হন এই ওপেনার। ১৩২ বলে ৭৩ রান করেন তিনি। এর আগে অলি পোপ (২৩), জো রুট (১৬), আউট হন থিতু হয়ে।
ক্রলি ফেরার পরের ওভারেই ফেরেন জনি বেয়ারস্টোও (২৬)। ২২০ রানে সপ্তম ব্যাটার হিসেবে আউট হন বেন স্টোকস। অধিনায়ক উইকেট দিয়ে আসেন রান আউট হয়ে।
এরপর বেন ফোকস ও হার্টলি অপেক্ষা বাড়ান ভারতের। অষ্টম উইকেটে দুজন গড়েন ৫৫ রানের জুটি। সব বাধা গুড়িয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান বোলাররা।
আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে দুই দলের মধ্যকার সিরিজের তৃতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৩৯৬ ও ২৫৫
ইংল্যান্ড: ২৫৩ ও ২৯২ (লক্ষ্য ৩৯৯) (ক্রলি ৭৩, ডাকেট ২৮, রেহান ২৩, পোপ ২৩, রুট ১৬, বেয়ারস্টো ২৬, স্টোকস ১১, ফোকস ৩০, হার্টলি ৩৬, বশির ০, অ্যান্ডারসন ৫*; অতিরিক্ত ১৫; বুমরাহ ১৭.২-৪-৪৬-৩, মুকেশ ৫-১-২৬-২৬, কুলদিপ ১৫-০-৬-১, আশ্বিন ১৮-২-৭২-৩, অক্ষর ১৪-১-৭৫-১)।
ফল: ভারত ১০৬ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: যশস্বী জসওয়াল।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ২ ম্যাচ শেষে ১-১ সমতায়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড