রেকর্ড গড়ে ঐতিহাসিক ম্যাচ জিতল অস্ট্রেলিয়া
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৮ পিএম | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৯ পিএম
ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে হাজারতম ওয়ানডে খেলতে নামে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ ছিল হোয়াইটওয়াশ এড়ানোর। এমন লড়াইয়ে স্রেফ উড়ে গেছে ক্যারিবীয়রা। সবচেয়ে কম বল খরচ করে জয়ের নিজেদের রেকর্ড ভেঙেছে অস্ট্রেলিয়া। উপহার দিয়েছে অস্ট্রেলিয়ায় সবচেয়ে কম দৈর্ঘের ওয়ানডে ম্যাচ।
জাভিয়ের বার্টলেটের দুর্দান্ত বোলিংয়ে ক্যানবেরোয় মঙ্গলবার ৮৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের ঝড়ো ব্যাটিংয়ে স্রেফ ৬.৫ ওভারেই ৮ উইকেট হাতে রেখে লক্ষ্য পূরণ করে অস্ট্রেলিয়া।
১৮ বলে ৫টি চার ও ৫ ছক্কায় ৪১ রান করেন প্রথম শ্রেণির ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান ম্যাকগার্ক। ১৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন জস ইংলিশ।
ভারতের পর দ্বিতীয় দল হিসেবে হাজারতম ওয়ানডে খেলতে নেমে ২৫৯ বল হাতে রেখে জিতেছে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়নদের এটাই সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড। এর আগে ২০০৪ সালে সাউদাম্পটনে যুক্তরাষ্ট্রের ৬৬ রান ২৫৩ বল হাতে রেখে জিতেছিল অজিরা।
অস্ট্রেলিয়ার মাটিতে এতদিন সেটিই ছিল সবচেয়ে কম দৈর্ঘের ম্যাচ ,১৯১ বল। সেটাই ছাড়িয়ে গেল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি। এবার ১৮৬ বলেই শেষ হয়েছে ম্যাচ। সব মিলিয়ে এটি ষষ্ঠ ছোট ওয়ানডে।
ম্যাথু ফোর্ডের করা ইনিংসের চতুর্থ ওভারে ২৪ রান তোলে অস্ট্রেলিয়া। ৩ ছক্কা ও ১ চারে এর ২৩ রানই করেন ম্যাকগার্ক। পরের ওভারের প্রথম দুই বলে আলজারি জোসেফকে আরও দুটি চার মারার পর তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে ক্যাচ তোলেন তিনি।
ম্যাকগার্ক ফেরার পর অ্যারন হার্ডিকে অল্পতেই ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পুঁজি যে মাত্র ৮৭ রানের!
ম্যাচটা মূলত প্রথম ইনিংসেই ফসকে যায় সফরকারীদের হাত থেকে। ৩৮ রানেও এক উইকেট হারানো দলটি গুটিয়ে যায় ২৪.১ ওভারে। ১৬ রানে শেষ ৬ উইকেট হারায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করে আলিক অ্যাথানেজ আউট ওয়ার পরই হুড়মুড় করে ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
৭.১ ওভারে স্রেফ ২১ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে বড় আঘাত হানেন বার্টলেট। ম্যাচসেরার পাশাপাশি ২ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরাও এই পেসার।
দুটি করে শিকার ধরেন লেঞ্চ মরিস ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ১-১ সমতার পর ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারল ওয়েস্ট ইন্ডিজ। আগামী শুক্রবার থেকে শুরু দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২৪.১ ওভারে ৮৬ (অ্যাথানেজ ৩২, চেজ ১২, কার্টি ১০; বার্টলেট ৪/২১, মরিস ২/১৩, জাম্পা ২/১৪)।
অস্ট্রেলিয়া: ৬.৫ ওভারে ৮৭/২ (ফ্রেজার–ম্যাগার্ক ৪১, ইংলিস ৩৫*; টমাস ১/৭, জোসেফ ১/৩০)।
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।
সিরিজ: ৩– ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩–০–ত জয়ী।
ম্যাচ ও সিরিজসেরা: জেভিয়ার বার্টলেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড