মিরপুরে ফের দুয়ো শুনলেন সাকিব
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
বাংলাদেশের মাঠে যে কোনো ম্যাচ বা টুর্নামেন্টে সাকিব আল হাসানকে দুয়ো দেওয়ার ঘটনা বিরল বটে। তবে সাম্প্রতিক সময়ে এটিই হয়ে হয়ে উঠেছিল নিয়মিত চিত্র। বিপিএলের সিলেট পর্বের প্রথম ম্যাচের ঘটনা। খুলনা টাইগার্সের মুখোমুখি রংপুর রাইডার্স। ক্লাব হাউজের দিকে ফিল্ডিং করতে গেলেই দুয়োধ্বনি শুনেছেন সাকিব আল হাসান। গ্যালারি থেকে একযোগে চিৎকবার করেছেন অনেকেই ‘ভুয়া... ভুয়া...।’ একটা পর্যায়ে সাকিবকে আর সেদিকে ফিল্ডিং করতে পাঠাননি রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। সিলেটে পরে আরও তিন ম্যাচ খেলেছে রংপুর। পরের দুই ম্যাচেও সাকিবের দিকে প্রচ্ছন্নভাবে গ্যালারি থেকে ভেসে আসে দুয়োধ্বনি। এমনকি ডাগ আউটে হেলমেট পরে বসে থাকা সাকিবকে বড় পর্দায় দেখেও দুয়ো দেন মাঠের দর্শকদের একটি অংশ।
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শেষ ম্যাচে বদল আসে ওই চিত্রে। ম্যাচ জিতে সাকিব কাছে যেতেই ‘সাকিব’, ‘সাকিব’ ধ্বনি শোনা যায় গ্যালারি থেকে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের থেকে যা গত দেড় যুগের স্বাভাবিক চিত্র। ব্যাটে-বলে অনেক আনন্দের উপলক্ষ্য এনে দেওয়া সাকিবকে নিয়ে স্বাভাবিকভাবেই সবসময় মাতামাতি করেন দর্শকরা। কিন্তু সাম্প্রতিক সময়ে অনেকটা বিস্ময়ের জন্ম দিয়েই দেশের ক্রিকেটের পোস্টার বয়ের দিকে দুয়োধ্বনি ছুঁড়ছেন দর্শকরা। ভারতে গত ওয়ানডে বিশ্বকাপের মধ্যে ছোট্ট বিরতিতে যখন দেশে ফিরেছিলেন তিনি, তখন থেকেই শুরু হয়। খুবই ছোট্ট পরিসরে শুরু হওয়া ওই চর্চা বিপিএল দিয়ে ধারণ করে বড় আকার। যা নিয়ে ক্ষোভ জমেছে সাকিবের সতীর্থ ক্রিকেটারদেরও মনে।
টুর্নামেন্টের শুরুর দিকে ব্যাট হাতে ধুঁকতে থাকা সাকিব অবশেষে জ্বলে উঠলেন। চোখের সমস্যায় ভুগতে থাকা সাকিব এই ম্যাচের আগ পর্যন্ত ভুগেছেন ব্যাট হাতে। আগের তিন ইনিংসে মিলিয়ে রান করেছিলেন ৪। এক ম্যাচে রংপুরের ১০ ব্যাটসম্যান ক্রিজে গেলেও তিনি নামেনি। সিলেট পর্বের শেষ ম্যাচে চার নম্বরে নামলেও আউট হয়ে যান প্রথম বলে। অবশেষে এদিন ঢাকার বিপক্ষে তিন নম্বরে নেমে তিনি খেলেন ২০ বলে ৩৪ রানের ইনিংস। পরে বল হাতে ৩ উইকেট নিয়ে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। এই দিনটিকেই সোহান বেছে নিলেন জবাব দেওয়ার জন্য।
গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে দাপুটে জয়ের পর সংবাদ সম্মেলনে সেই ক্ষোভের প্রকাশই মিশে থাকল সোহানের কণ্ঠে, ‘আমাদের ক্রিকেটের এই জায়গা আসার পেছনে সাকিব ভাইয়ের অনেক বেশি অবদান। সেদিক থেকে আমার মনে হয়, আমরা খুব বেশি অকৃতজ্ঞ যে খুব তাড়াতাড়ি সব ভুলে যাই। অনেক সময় মাঠে যে ধরনের ঘটনা ঘটছে... আমাদের ক্ষেত্রে অনেক সময় মানা যায়, তার ক্ষেত্রে এই জিনিসটা গ্রহণযোগ্য নয়।’
টি-টোয়েন্টি সংস্করণে সাকিবের ৪১তম ম্যাচ সেরার স্বীকৃতি এটি। কাইরন পোলার্ড ও অ্যালেক্স হেলসকে ছুঁয়ে শোয়েব মালিক ও এবি ডি ভিলিয়ার্সের আরও কাছে পৌঁছালেন তিনি। দুজনেরই ম্যাচ সেরা ৪২টি। সবার ওপরে ক্রিস গেইল। সেরা হয়েছেন তিনি ৬০ বার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড