নিশাংকার রেকর্ডের ম্যাচে হারার আগে নবী-ওমরজাইয়ের শতকে আফগানদের লড়াই

Daily Inqilab ইনকিলাব

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৮ এএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০১ এএম

 

পাতুম নিশাংকার ২১০ রানের ইনিংসে পরও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিতে অন্য কাউকে নিয়ে আলোচনা হবে সেটি ম্যাচের বেশিরভাগ সময় ধারণাই করা যায়নি।শ্রলীংকার ৩৮২ রানের পাহাড় দাঁড় করানোর পর সবারই কৌতূহল ছিল স্বাগতিকদের জয়ের ব্যবধান কত বড় হবে সেটির উপর।

 বড় রানের জবাব দিতে নেমে স্থান ৫০ পেরুতেই পাঁচ উইকেট হারালে মনে হচ্ছিল সেই ব্যবধানটা তিনশোর আশেপাশেও থাকতে পারে।তবে রেকর্ডের ম্যাচে তখনো শেষ চমক বাকি। ষষ্ঠ উইকেট জুটিতে মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাই মিলে শুধু দলকে লজ্জার হাত থেকে বাঁচাননি,এক সময় জাগিয়েছিলেন জয়ের ক্ষীণ সম্ভাবনাও। 

নাবি ও ওমারজাইয়ের জুটিতে আসে ২২২ বলে ২৪২ রান। ওয়ানডে ইতিহাসে ষষ্ঠ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি।এই জুটির সৌজন্যে শ পেরুনোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকা আফগানদের ইনিংস ৩৩৯ অবধি পৌছায়।শেষ পর্যন্ত ৪২ রানের স্বস্তি জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক শ্রীলংকা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল লংকানরা।

৩৮২ রানের লক্ষ্যে ৫৫ রানেই ৫ উইকেট হারায় আফগানিস্তান। মাদুশানের বোলিং তোপে  প্রথম চার ব্যাটসম্যানের কেউই পৌঁছাতে পারেননি দুই অংকে।মাদুশান নিজের প্রথম তিন ওভারেই পেয়েছে উইকেটের দেখা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একে একে ফিরিয়ে দেন গুরবাজ, ইব্রাহিম ও অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদিকে।তবে এর পরই রেকর্ড সেই জুটি গড়েন  নবী ও ওমরজাই।

এই দুজনের ব্যাটিংয়ে শুরুতে ক্ষুরধার শ্রীলঙ্কান বোলিং মনে হচ্ছিল একেবারে নখদন্তহীন।ভয়ডরহীন ব্যাটিংয়ে দুইজনে পেয়েছেন শতকের দেখা। দীর্ঘ সাত বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন নবী।ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিতে ১৩০ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১৩৬ রান পড়েন এই আফগান অলরাউন্ডার। ওমরজাই ছিলেন আরও দুর্দান্ত। ১১৫ বলে ১৩ চারের  ৬টি বিশাল ছক্কায় ১৪৯ রানের হার না মানা এক ইনিংস খেলেন এই আফগান ব্যাটসম্যান। নবী শেষ দিকে আউট হলেও আজ পর্যন্ত টিকে থেকে পরাজয়ের ব্যবধান কমিয়ে গেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া ওমরজাই।

এর আগে পাল্লেকেলেতে শুক্রবার আফগান বোলারদের তুলোধুনা করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৩৮১ রান করে শ্রীলঙ্কা। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে ১৩৯ বলে ২০টি চার ও ৮টি ছক্কায় একাই অপরাজিত ২১০ রান করেছেন নিশানকা। ওয়ানডেতে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটার তিনিই।  

২০০০ সালে শারজায় ভারতের বিপক্ষে ১৮৯ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিলেন সনাৎ জয়াসুরিয়া। এতদিন সেটিই ছিল ওয়ানডেতে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানের ইনিংস। তাঁর ইনিংসটি নিশানকা ছাড়িয়ে যাওয়ার সময় জয়াসুরিয়া মাঠেই ছিলেন। হাততালি দিয়ে তিনি অভিনন্দন জানান উত্তরসূরিকে।

নিশানকার আগের তিন সেঞ্চুরির মধ্যে সর্বোচ্চ ছিল ১৩৭। নিজের পঞ্চাশতম ওয়ানডে ম্যাচে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এই ওপেনার।ওয়ানডে ইতিহাসের দশম ব্যাটার হিসেবে দ্বিশতক হাঁকালেন নিশানকা। সব মিলিয়ে ওয়ানডেতে এটি ১২তম দ্বিশতক।

ওয়ানডেতে একাধিক দ্বিশতকের রেকর্ড কেবল রোহিত শর্মার (৩টি)। সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংসও এই ভারতীয় ওপেনারের। সব মিলিয়ে নিশানকার ইনিংসটি যৌথভারে পঞ্চম সেরা। অপরাজিত ২১০ রানের ইনিংস আছে পাকিস্তানের ফখর জামানেরও।

এদিন শুরু থেকেই  আগ্রাসী মেজাজে ব্যাট করেছিলেন  নিশানকা। ৩১ বলে পান প্রথম ফিফটির দেখা।এরপর কিছুটা গতি হারালেও  ৮৮ বলেই পৌঁছে যান তিন অঙ্কে। পরের ফিফটি আসে ২৮ বলে। শেষ ফিফটিতে যেতে খেলেন স্রেফ ২০ বল।

আভিষ্কা ফার্নান্ডোর সঙ্গে প্রথমে গড়েন ১৮২ রানের ওপেনিং জুটি। দলীয় ২৭তম ওভারে ৮৮ বলে ৮টি চার ও ৩ ছক্কায় ৮৮ রান করে ফেরেন আভিষ্কা। অধিনায়ক কুসল মেন্ডিসের সাথে জুটির স্থায়ীত্ব ছিল ৫৪ বল আর ৪৩ রান।

তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে ৭১ বলে ১২০ রান যোগ করেন নিশানকা। সাদিরা আউট হন ৩৬ বলে ৪৪ রানে। চতুর্থ উইকেটের অবিচ্ছিন্ন জুটি থেকে আসে ১৭ বলে ৩৬ রান।




বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)

চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)

"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা

"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও

মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও

গভীর রাতে গরিব অসহায় শীতার্ত  মাঝে ইউএনও'র কম্বল বিতরন

গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন

বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে

বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে

সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে

সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে

এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক

এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন

বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়

বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়

আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি

আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি

মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ

মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ

বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি

বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা

বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা

গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ

গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা

না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ

ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ