সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি অস্ট্রেলিয়া-উইন্ডিজ
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম
প্রথম ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে ক্যারিবীয়রা। অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রেখে এক ম্যাচ বাকী রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া।
অ্যাডিলেডে বাংলাদেশ সময় রোববার দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
হোবার্টে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১১ রানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটারদের তান্ডবে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে অস্ট্রেলিয়া। ৩৬ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এছাড়াও টিম ডেভিড ১৭ বলে অপরাজিত ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলেন।
জবাবে ৫১ বলে ৮৯ রানের সূচনা পেলেও পরের দিকের ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে জেসন হোল্ডারের ১৫ বলে অনবদ্য ৩৪ রানে হারের ব্যবধানে কমে ক্যারিবীয়দের। ৮ উইকেটে ২০২ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজে সমতা ফেরাতে দলের কাছে আরও ভালো পারফরমেন্স আশা করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল, ‘প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে আমরা ভালো করতে পারিনি। দ্বিতীয় ম্যাচে আমাদের পারফরমেন্সে আরও উন্নতি দরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে হলে সেরা পারফরমেন্সের বিকল্প নেই। আশা করছি, দ্বিতীয় ম্যাচেই দল ঘুড়ে দাঁড়াবে।’
জয়ের ধারা অব্যাহত রেখে টি-টোয়েন্টি সিরিজ জয়ে চোখ অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের। তিনি বলেন, ‘আমরা জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না। সিরিজ জয়ের জন্য এ ম্যাচ জিতেই আমরা সিরিজ নিশ্চিত করতে চাই। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ সেরা দলগুলোর একটি। দ্বিতীয় ম্যাচে জ¦লে উঠতে মরিয়া হয়ে থাকবে তারা।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। সমান ১০টি করে জয় ও হার আছে দু’দলের।
ওয়েস্ট ইন্ডিজ দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, জনসন চার্লস, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্রান্ডন কিং, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশানে থমাস।
অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও এডাম জ্যাম্পা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা