তামিমের পর সাত হাজারী সাকিব
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম
চোখের সমস্যাটা না হলে মাইলফলকে হয়তো আগেই নিজের নামটি লিখিয়ে ফেলতে পারতেন অনায়াসেই। তবে চিকিৎসা আর পুনর্বাসন সেরে ফর্মে আসতে খুব বেশি সময়ও নেননি সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে তামিম ইকবালের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সাত হাজার রান পূর্ণ করলেন রংপুর রাইডার্সের অলরাউন্ডার। পাশাপাশি একটি ‘ডাবল’ পূর্ণ করেও ফেললেন বাংরাদেশ অধিনায়ক। আগে থেকেই এই সংস্করণে তার নামের পাশে যে আছে চারশর বেশি উইকেট। গতকাল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭ হাজার রান ও ৪০০ উইকেটের ‘ডাবল’ পূর্ণ করলেন সাকিব। বিশ্ব ক্রিকেটে ডাবলের এই কীর্তি আছে শুধু আন্দ্রে রাসেলের।
সাত হাজার থেকে স্রেফ ৪৬ রান দূরে থাকা অবস্থায় এবারের বিপিএল শুরু করেছিলেন সাকিব। চোখের সমস্যায় শুরুর দিকের ম্যাচগুলোতে ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারছিলেন না তিনি। সপ্তম ম্যাচে এসে তিনি পেয়েছেন কাক্সিক্ষত মাইলফলকের দেখা। এদিন সৈকত আলীর বলে স্কয়ার কাটে নিজের প্রথম বাউন্ডারির পরের বলেই ডিপ মিড উইকেটে খেলে দুই রান নিয়ে তিনি ছুঁয়ে ফেলন দারুণ মাইলফলকটি। ইনিংসটি অবশ্য খুব বড় করতে পারেননি তিনি। সালাউদ্দিন শকিলের বাউন্সারে পুল করতে গিয়ে ধরা পড়েন উইকেটের পেছনে। ফেরার আগে ৩ চার ও ১ ছক্কায় করেন ১৬ বলে ২৭ রান। সৈকতের বলে দুই চারের পর নিহাদউজ্জামানকে তিনি মারেন একটি করে চার-ছক্কা।
৪২২ ম্যাচে ৩৮৭ ইনিংসে সাকিবের নামের পাশে এখন ৭ হাজার ১৯ রান। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন ২৯ ম্যাচে। বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে রংপুরের বিপক্ষে করা অপরাজিত ৮৯ রান তার সর্বোচ্চ। সাকিবের আগে সাত হাজার রান করা তামিম ২৫৫ ম্যাচের ২৫৪ ইনিংসে করেছেন ৭ হাজার ৩৮৬ রান। ৪৬টি ফিফটির সঙ্গে ৪টি ফিফটি করেছেন অভিজ্ঞ ওপেনার। একই সঙ্গে বল হাতে সাকিবের শিকার ৪৭৪ উইকেট। ম্যাচে পাঁচবার ৫ ও দশবার ৪ উইকেট নিয়েছেন তিনি। সাকিবের আগে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান ও ৪০০ উইকেট নেওয়া রাসেল ব্যাটিংয়ে ৭ হাজার ৯৯২ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ৪২৪ উইকেট। রাসেল-সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি ডোয়াইন ব্রাভো। বল হাতে ৬২৩ উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে তার সংগ্রহ ৬ হাজার ৯২০ রান।
২৬ ম্যাচ পেরিয়ে মৌসুমের প্রথম দল হিসেবে দুইশ ছাড়িয়ে সাকিব বাহিনী ম্যাচটি জিতে নিল ৫৩ রানের বড় ব্যবধানে। ২০ ওভারে রংপুর তোলে ২১১ রান। তিন বিপিএল অভিষিক্ত সবাই ছাপ রাখেন নিজেদের মতো। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ প্রথম খেলতে নেমে রিজা হেনড্রিকস খেলেন ৪১ বলে ৫৮ রানের ইনিংস। শেষ দিকে ২৬ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন জিমি নিশাম। রান তাড়ায় চট্টগ্রাম কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি সেভাবে। ২০ ওভারে তারা তোলে ১৫৮ রান। ৪৫ ছুঁইছুঁই বয়সে বিপিএল অভিষেকে প্রথম বলেই উইকেটের স্বাদ পান দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। ঝড়ো ফিফটির পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা বিপিএলে প্রথমবার খেলতে নামা নিশাম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা