দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমের সামনে নিউজিল্যান্ড
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৯ পিএম | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৯ পিএম
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। দ্বিতীয় ও শেষ ম্যাচে জয় বা ড্র করলেই টেস্ট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ পাবে নিউজিল্যান্ড। এমন লক্ষ্য নিয়েই আগামী ১৩ ফেব্রুয়ারি হ্যামিল্টনে বাংলাদেশ সময় ভোর ৪টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর সিরিজ হার এড়াতে জয়ের জন্য মুখিয়ে আছে অনভিজ্ঞ দল নিয়ে আসা দক্ষিণ আফ্রিকা।
১৯৩২ সাল থেকে দ্বিপাক্ষীক টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এখন পর্যন্ত ১৭টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে ১৩টিতে জয় পেয়েছে প্রোটিয়ারা। ৪টি সিরিজ ড্র হয়েছে।
অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর নিউজিল্যান্ড। ইতোমধ্যে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২৮১ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা।
সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে রাচিন রবীন্দ্রর ডাবল-সেঞ্চুরি ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৫১১ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। রাচিন ২৪০ ও উইলিয়ামসন ১১৮ রান করেন। প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে ফলো-অনে পড়ে দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রোটিয়াদের ফলো-অন না করিয়ে ৩৪৯ রানের লিডকে সাথে নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৪ উইকেটে ১৭৯ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে কিউইরা। এতে ৫২৯ রানের টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা। সেই টার্গেটে ২৪৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।
ঘরোয়া এসএটি-টোয়েন্টি লিগের খেলার কারনে টেস্ট সিরিজ থেকে দলের মূল খেলোয়াড়রা সরে যাওয়ায়, নিউজিল্যান্ডের বিপক্ষে অনভিজ্ঞ দল নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ সদস্যের টেস্ট দলে আটজন নতুন খেলোয়াড়কে দলে রাখে দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে প্রথম টেস্টেই প্রোটিয়াদের ছয়জন ক্রিকেটারের অভিষেক হয়।
অভিষেক হওয়াদের মধ্যে নজর কাড়েন অধিনায়ক নিল ব্র্যান্ড। প্রথম ইনিংসে বল হাতে ১১৯ রানে ৬টি এবং দ্বিতীয় ইনিংসে ৫২ রানে ২ উইকেট নেন তিনি। এমন পারফরমেন্সের কারণে অভিষেকে অধিনায়ক হিসেবে সেরা বোলিং ফিগারের রেকর্ড দখলে নেন ব্র্যান্ড।
দ্বিতীয় টেস্টে দলের কাছ থেকে আরও ভালো পারফরমেন্সের প্রত্যাশায় ব্র্যান্ড। তিনি বলেন, ‘প্রথম টেস্টে আমাদের ব্যাটিং-বোলিং ভালো হয়নি। কিন্তু খেলোয়াড়দের দোষারোপ করা যাবে না। কারন তারা নতুন ও অনভিজ্ঞ। এজন্য তাদের সময়ের প্রয়োজন। তারপরও আশা করছি দ্বিতীয় টেস্টে খেলোয়াড়রা আরও ভালো পারফরমেন্স করতে সক্ষম হবে।’
এ দিকে, প্রথম টেস্ট অনায়াসে জিতেও দ্বিতীয় ম্যাচে সতর্ক নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্ট জিতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ পেতে চায় কিউইরা। দলের অধিনায়ক টিম সাউদি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয় করা। লক্ষ্য পূরণ থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে আমরা। দ্বিতীয় টেস্টে জয়ের জন্য ছেলেরা মরিয়া হয়ে আছে। আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’
এখন পর্যন্ত ৪৮ টেস্টে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে প্রোটিয়ারা ২৬টিতে এবং নিউজিল্যান্ড ৬টিতে জয় পায়। বাকী ১৬টি ম্যাচ ড্র হয়।
নিউজিল্যান্ড দল : টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, উইল ও’রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবিন্দ্র, মিচেল স্যান্টনার, নিল ওয়াগনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।
দক্ষিণ আফ্রিকা দল : নিল ব্র্যান্ড (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, রুয়ান দু সোয়াত, ক্লাইড ফোরটান, জুবায়ের হামজা, টিশেপো মোরেকি, মিহালি এমপোংওয়ানা, ডুয়ান অলিভিয়ের, ডেন প্যাটারসন, কিগান পিটারসেন, ডেন পিট, রায়নার্ড ভন টন্ডার, শন ফন বার্গ ও খায়া জন্ডো।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)
"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ