ঝড়ো শতকে রোহিতকে ছুঁলেন ম্যাক্সওয়েল, সিরিজ জিতল অস্ট্রেলিয়া
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৭ পিএম | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৩ পিএম
ব্যাট হাতে আবারও ঝড় তুললেন গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবারও স্পর্শ করলেন রোহিত শর্মার সর্বোচ্চ শতকের রেকর্ড। তার খুনে মেজাজের দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার ৫৫ বলে অপরাজিত ১২০ রানের ইনিংস উপহার দিয়েছেন ম্যাক্সওয়েল। তার দল নির্ধারিত ২০ ওভারে তোলে ৪ উইকেটে ২৪১ রান। লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে ২০৭ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৩৪ রানের জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
ম্যাচের মোট রান ৪৪৪। টি-টোয়েন্টিতে এই দুই দলের মিলিত রানের রেকর্ড এটিই।
গত নভেম্বরে ভারতের বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শতকের রেকর্ডে রোহিতকে ছুঁয়েছিলেন ‘ম্যাড ম্যাক্স’। দুজনেরই তখন ছিল চারটি করে শতক। এরপর গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যান ভারত অধিনায়ক রোহিত। এক মাস না পেরোতেই আবার রোহিতকে ছুঁয়ে ফেললেন ম্যাক্সওয়েল।
পাঁচটি শতক করতে রোহিতের লেগেছে ১৪৩ ইনিংস। ম্যাক্সওয়েলের লাগল ৯৪ ইনিংস। ভারতের সূর্যকুমার যাদব ৪টি শতক করেছেন মাত্র ৫৭ ইনিংসে। তবে একটি জায়গায় সবার চেয়ে এগিয়ে ম্যাক্স। তার পাঁচটি শতকের চারটিই এসেছে চার বা এর পরে ব্যাটিংয়ে নেমে।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দশম শতক। ম্যাক্সওয়েল ছাড়া একাধিক শতক আছে কেবল অ্যারন ফিঞ্চের, ২টি।
অ্যাডিলেড ওভারে টস হেরে ব্যাটে নেমে দ্বিতীয় ওভারে জস ইংলিশকে হারায় অস্ট্রেলিয়া। ঝড়ো ব্যাটিংয়ে ১২ বলে ২৯ রান করে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই আউট হন অধিনায়ক মিচেল মার্শও। আগের ম্যাচের নায়ক ডেভিড ওয়ার্নার (১৯ বলে ২২) থামেন ঝড়ের আভাস দিয়ে।
এরপর মার্কাস স্টয়নিসের সাথে ৪২ বলে ৮২ ও টিম ডেভিডকে নিয়ে ৩৯ বলে ৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ম্যাক্সওয়েল। ১৬ বলে ১৬ রান করেন স্টয়নিস। ১৪ বলে ৩১ রান ডেভিডের।
অন্য প্রান্তে উত্তাল ছিল ম্যাক্সওয়েলের ব্যাট। অর্ধশতক পূর্ণ করেন ২৫ বলেই। শতক করতে লাগে ৫০ বল। ৫৫ বলে অপরাজিত ১২০ রানের ইনিংসে চার ১২টি, ৬টি ছক্কা।
সবচেয়ে বড় ঝড় গেছে আন্দ্রে রাসেলের উপর দিয়ে। ৪ ওভারে ৫৯ রান দিয়ে উইকেটশূন্য এই পেস অলরাউন্ডার। ওভারপ্রতি দশের নিচে রান দিয়েছেন কেবল আলজারি জোসেফ, ৪ ওভারে ৩১। জেসন হোল্ডার ৪২ রানে ২ উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় কখনই জয়ের পথে দেখা যায়নি ক্যারিবীয়দের। পাওয়ার প্লেতেই চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তিনটি করে ছক্কতা হাঁকিয়ে ঝড়ের আভাস দিয়ে থামেন জসনস চার্লস (১১ বলে ২৪) ও নিকোলাস পুরান (১০ বলে ১৮)। সপ্তম ওভারে বিদায় নেন শেরফান রাদারফোর্ডও। এরপর আন্দ্রে রাসেলকে নিয়ে ২৫ বলে ৪৭ রানের জুটিতে নেতৃত্ব দেন রভমন পাওয়েল। ছোট্ট ঝড়ে ১৬ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন রাসেল। এরপর শেফার্ডকে নিয়ে ৩০ বলে ৫৪ রান যোগ করেন পাওয়েল।
৩৬ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৬৩ রান করেন পাওয়েল। ১৬ বলে ২৮ রানে অপরাজিত থাকেন হোল্ডার।
৩৬ রানে ৩ উইকেট নেন স্টয়নিস। দুটি করে নেন স্পেন্সর জনসন ও জস হেইজেলউড।
আগামী মঙ্গলবার পার্থে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ২৪১/৪ (ওয়ার্নার ২২, ইংলিস ৪, মার্শ ২৯, ম্যাক্সওয়েল ১২০*, স্টয়নিস ১৬, ডেভিড ৩১*; আকিল ৩-০-৩২-০, হোল্ডার ৪-০-৪২-২, জোসেফ ৪-০-৩১-১, রাসেল ৪-০-৫৯-০, শেফার্ড ৪-০-৪৮-১, পাওয়েল ১-০-১৮-০)
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২০৭/৯ (কিং ৫, চার্লস ২৪, পুরান ১৮, হোপ ০, পাওয়েল ৬৩, রাদারফোর্ড ০, রাসেল ৩৭, শেফার্ড ১২, হোল্ডার ২৮*, আকিল ০, জোসেফ ২*; বেহরেনডর্ফ ৪-০-৫৫-১, হেইজেলউড ৪-১-৩১-২, জনসন ৪-০-৩৯-২, স্টয়নিস ৪-০-৩৬-৩, জ্যাম্পা ৪-০-৩৯-১)
ফল: অস্ট্রেলিয়া ৩৪ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০তে এগিয়ে
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)
"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ