মায়ার্সের অলরাউন্ডার নৈপূণ্যে সিলেটকে হারাল বরিশাল
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০০ পিএম | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৩ পিএম
কাইল মায়ার্স ও মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে দল পেল বড় সংগ্রহ। পরে বল হাতেও আলো ছড়ালেন মায়ার্স। ওয়েস্ট ইন্ডিজের এই পেস অলরাউন্ডারের নৈপূণ্যে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্লে অফের পথে আরেক ধাপ এগিয়ে গেল ফরচুন বরিশাল।
দশম বিপিএলের ৩৫তম ম্যাচে শনিবার সিলেটকে ১৮ রানে হারিয়েছে বরিশাল। ১৮৪ রানের লক্ষ্যে বেনি হাওয়েলের ৩১ বলে ৫৩ ও আরিফুল হকের ৩২ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংসের পরও ১৬৫ রানে আটকে যায় সিলেটের ইনিংস।
মুশফিক ৩২ বলে ৫২ এবং মায়ার্স ৩১ বলে ৪৮ রান করেন। পরে ৪ ওভারে ১ মেডেনসহ স্রেফ ১২ রানে ৩ উইকেট নেন মায়ার্স।
১০ ম্যাচে বরিশালের এটি ষষ্ঠ জয়। ১২ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার তিনে। অন্যদিকে টানা দুই জয়ের পর অবারও পথ হারালো সিলেট। সব মিলিয়ে ১০ ম্যাচে এটি তাদের সপ্তম পরাজয়। ৬ পয়েন্ট নিয়ে তারা আছে সাত দলের তালিকায় ছয়ে।
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ১০০ ছয়ের মালিক হলেন মুশফিক। তিনদিন আগে প্রথম ব্যাটসম্যান হিসেবে মাইলফলকটি ছুঁয়েছিলেন মুশফিকের দলের অধিনায়ক তামিম ইকবাল। এ দুজন বাদে বিপিএলে ১০০ ছয় আছে শুধু ক্রিস গেইলের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ বলে ২৩ রানের সূচনা করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও পাকিস্তানের আহমেদ শেহজাদ। পাওয়ার প্লেতে ৪২ রানের মধ্যে বরিশালের দুই ওপেনারকে বিদায় করেন সিলেটের পেসার তানজিম হাসান সাকিব।
৩টি করে বাউন্ডারিতে শেহজাদ ১১ বলে ১৭ ও তামিম ১৮ বলে ১৯ রান করেন। চার নম্বরে নেমে ৮ রানের বেশি করতে পারেননি সৌম্য সরকার।
নবম ওভারে ৬৫ রানে ৩ উইকেট পতনের পর বরিশালের হাল ধরেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স ও মুশফিকুর রহিম। জুটি শুরু থেকে সিলেটের বোলারদের উপর চড়াও হয়ে ৯ থেকে ১৫ ওভারের মধ্যে ৭১ রান যোগ করেন তারা। এতে ১৫ ওভারে ১৪১ রান পায় বরিশাল।
১৭তম ওভারে মায়ার্স-মুশফিকের ৪৮ বলে ৮৪ রানের জুটি ভাঙ্গেন সিলেটের পেসার শফিকুল ইসলাম। ৩টি করে চার-ছক্কায় ৩১ বলে ৪৮ রান করেন ৩৩ রানে জীবন পাওয়া মায়ার্স।
মায়ার্স না পারলেও ৩০ বলে এবারের আসরে তৃতীয় অর্ধশতকের দেখা পান মুশফিক। দলের রান দেড়শ পার করে ৩২ বলে ৩টি করে চার-ছক্কায় ৫২ রানে রান আউট হন মুশি।
শেষ দিকে মেহেদি হাসান মিরাজের ২টি ছক্কায় ৭ বলে ১৫ এবং মাহমুদুল্লাহ রিয়াদের ১২ বলে অপরাজিত ১২ রানের সুবাদে ৬ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পায় বরিশাল। সিলেটের তানজিম ৪৮ বলে ৩টি উইকেট নেন।
জবাবে ১০ ওভারের মধ্যে ৪০ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। সপ্তম উইকেটে ৫২ বলে ১০৮ রানের দুর্দান্ত জুটিও তাই সিলেটকে জেতানোর জন্য যথেষ্ঠ হয়নি।
আরিফুলকে চারটি ছয় ও ৫টি চার হাঁকানো আরিফুলকে কট অ্যান্ড বোল্ড করে জুটি ভাঙেন ওবেড ম্যাককয়।
শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনকে উড়াতে গিয়ে আউট হন ৫টি চার ও ২টি ছক্কা হাকানো হাওয়েল।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৮৩/৬ (তামিম ১৯, শেহজাদ ১৭, মায়ার্স ৪৮, সৌম্য ৮, মুশফিক ৫২, মাহমুদউল্লাহ ১২*, মিরাজ ১৫, সাইফ ০*; আরিফুল ২-০-১৭-০, শফিকুল ৪-০-৩৪-১, তানজিম ৪-০-৪৮-৩, টেক্টর ৪-০-২৯-১, হাওয়েল ৪-০-৪০-০, সানজামুল ২-০-১২-০)।
সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৬৫/৮ (টেক্টর ০, জাকির ৫, শান্ত ০, পেরেরা ১৭, মিঠুন ১০, হাওয়েল ৫৩, বার্ল ৩, আরিফুল ৫৭, তানজিম ; মায়ার্স ৪-১-১২-৩, সাইফ ৪-০-২৯-১, ম্যাককয় ৪-০-৪৫-১, মহারাজ ৪-০-৩১-০, মিরাজ ২-০-১৮-১, খালেদ ২-০-৩১-০)।
ফল: ফরচুন বরিশাল রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: কাইল মায়ার্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী