ঢাকা   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ৩০ পৌষ ১৪৩১
স্যামির চ্যাম্পিয়ন কুমিল্লা

বিপিএল হাথুরুর চোখে ‘সার্কাস’!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬ এএম

একে একে দশম আসর শেষের দ্বারপ্রান্তে। তবে এখনও বিপিএল নিয়ে নানা প্রশ্ন আছে। সেটা বোর্ডকর্তা থেকে খেলোয়াড়- সবার মধ্যে। এবার বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সরাসরি এই টুর্নামেন্টের কার্যকারিতা আর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কোচ কোনো রাখঢাক না রেখেই বলেছেন, বাংলাদেশের যথাযথ বা কার্যকর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। টেলিভিশনে বিপিএল দেখার সময় কখনো কখনো তিনি টিভিই বন্ধ করে দেন!
স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টির দক্ষতা বাড়াতেই শুরু করা হয়েছিল বিপিএল। তবে লঙ্কান এই কোচের মতে, বিপিএলের মাধ্যমে সেটা হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজিগুলো গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্ভর করে বিদেশি ক্রিকেটারদের ওপর। বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বিশ্বমানের হচ্ছে কি না, এই প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’
বিপিএলে বড় কোনো বিদেশি ক্রিকেটার পুরো মৌসুম খেলছেন না। এই যেমন বাবর আজম, তিনি রংপুরের হয়ে এবারের বিপিএল খেলেছেন। তবে পিএসএল খেলতে ৭ ফেব্রæয়ারিতেই বিপিএল ছেড়েছেন। অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বিপিএলে এসেছেন ডেভিড মিলার। এমন অনেকেই বিপিএলে আছেন আসা-যাওয়ার মধ্যে। হাথুরুসিংহের কাছে এটা একটা সার্কাসের মতো। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।’
এবারের বিপিএলে বরিশালের হয়ে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। তাইজুল ইসলামের মতো অভিজ্ঞ স্পিনারও খেলতে পেরেছেন পাঁচটি ম্যাচ। হয়তো এসব কারণেই নতুন আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চাইছেন বাংলাদেশ কোচ, ‘এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে। যেমন সেরা তিনের মধ্যে ব্যাটিং করা... বোলাররা ডেথ ওভারে বোলিং করবে। তা না হলে এরা এসব কোথায় শিখবে? আমাদের মাত্র একটাই টুর্নামেন্ট। আমার পরামর্শ হচ্ছে, বিপিএলের আগে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করা হোক। এখানে ফ্র্যাঞ্চাইজির যা ভালো লাগে সেটাই করে, সেরা কিছু খেলোয়াড় খেলছে না। কীভাবে আপনি প্রত্যাশা করেন, বাংলাদেশ অন্য দলের চেয়ে ভালো করবে। আমি একটা কঠিন যুদ্ধ করছি।’
তবে কারো কারো মতে সঠিক পথেই আছে বিপিএল, শুধু প্রয়োজন একটু বাড়তি যতেœর। তাদেরই একজন টি- টোয়েন্টির ফেরিওয়ালা ড্যারেন স্যামি। সাবেক এই ক্যারিবিয়ান তারকা নিয়মিতই রাখেন বিপিএলের খোঁজ, দিলেন এবারের আসর নিয়ে ভবিষ্যদ্বাণীও। তার সেই তালিকায় অঅরেকবার বিপিএল সেরার তকমা উঠতে যাচ্ছে সাকিব আল হাসানের মাথায়।
টুর্নামেন্ট-সেরা হওয়া সাকিবের জন্য যদিও নতুন কিছু নয়। বিপিএলের আগের ৯ আসরের ৪টিতেই হয়েছেন টুর্নামেন্ট-সেরা। তবে এবারের আসরটি সাকিবের জন্য কিছুটা বিশেষ। চোখের সমস্যার কারণে বিপিএলে প্রথম পাঁচ ম্যাচে সাকিবের মোট রান ছিল মাত্র ৪। এই পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচে ব্যাটিংয়েই নামেননি, একটি ম্যাচে তো ৮ উইকেট যাওয়ার পরও না। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে সাকিব এবার টুর্নামেন্ট-সেরার আলোচনায়। বিপিএলে ব্যাট হাতে ১৬৮ স্ট্রাইক রেটে ২৪৯ রানের সঙ্গে বল হাতে সাকিব নিয়েছেন ১৭ উইকেট (গতরাতের ম্যাচ বাদে)। স্যামি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘একজন অলরাউন্ডার হিসেবে আমি সাকিব আল হাসানকেই বেছে নেব। ব্যাট হাতে রান করেছে, বল হাতে উইকেট নিয়েছে। সে-ই আমার বিপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার। তবে তাওহীদকেও (হৃদয়) আলোচনার বাইরে রাখা যাচ্ছে না। ও একজন প্রতিদ্ব›দ্বী।’
বিপিএল নিয়ে আরও কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছেন স্যামি। তার মতে, টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কার মালিক হবেন তাওহীদ হৃদয়। হৃদয়ের ছক্কা এখন ২০টি, তার সমান ২০টি ছক্কা আছে চট্টগ্রাম ওপেনার তানজিদ হাসানের। তবে স্যামির পছন্দ হৃদয়কেই।
সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ১৭ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। মেহেদী হাসানের উইকেট ১৫টি। শীর্ষে থাকা শরীফুল ইসলামের উইকেট ২০টি। যেহেতু শরীফুলের দল ঢাকা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তাই সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে স্যামির ভোট সাকিবের পক্ষে। হৃদয় ও মোহাম্মদ সাইফউদ্দিনকে টুর্নামেন্টের সবচেয়ে প্রমিজিং খেলোয়াড় মনে হয়েছে এর আগে ২০১৭ সালে রাজশাহী কিংসের হয়ে বিপিএল মাতানো স্যামির, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহীদ সর্বোচ্চ ছক্কার পুরস্কার জিতবেন। শরীফুল সর্বোচ্চ উইকেটশিকারি, তবে তার দল বাদ পড়েছে। আমার বাজি সাকিবের পক্ষে।’ স্যামির মতে বিপিএল চ্যাম্পিয়ন হবে কোন দল? ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের এই কোচের মতে, এবারের বিপিএল চ্যাম্পিয়ন হবে কুমিল্লা। স্যামি বলেছেন, ‘আমার মনে হয়, চ্যাম্পিয়ন হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা এ মুহ‚র্তে দুর্দান্ত খেলছে।’

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দুমকিতে নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

দুমকিতে নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

দাবানলে সব ঘরবাড়ি পুড়লেও অলৌকিকভাবে অক্ষত একটি বাড়ি!

দাবানলে সব ঘরবাড়ি পুড়লেও অলৌকিকভাবে অক্ষত একটি বাড়ি!

নিজ দলের দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের গ্রেফতার করার দাবি আওয়ামীলীগ নেতার

নিজ দলের দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের গ্রেফতার করার দাবি আওয়ামীলীগ নেতার

রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে দাউদকান্দিতে ধানের চারা রোপন কর্মসূচি

রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে দাউদকান্দিতে ধানের চারা রোপন কর্মসূচি

ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মতবিনিময় সভায় চরমোনাই পীর

ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মতবিনিময় সভায় চরমোনাই পীর

ধামরাইয়ে যুবকের  লাশ উদ্ধার

ধামরাইয়ে যুবকের  লাশ উদ্ধার

ফেনীতে বন্যায় ব্রিজ ভেঙে খালে ৪ মাসেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে

ফেনীতে বন্যায় ব্রিজ ভেঙে খালে ৪ মাসেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে

সউদী আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে

সউদী আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে

মুজিবনগর সেচ প্রকল্পে দুদকের অভিযান ব্যাপক দুর্নীতির অভিযোগ

মুজিবনগর সেচ প্রকল্পে দুদকের অভিযান ব্যাপক দুর্নীতির অভিযোগ

শীত আসতেই রাজনগরে শুরু হয়েছে নাচ-গান আর জুয়ার আসর

শীত আসতেই রাজনগরে শুরু হয়েছে নাচ-গান আর জুয়ার আসর

বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

বুড়িচংয়ে  কাকদী নদীর পাড় কাটায়  বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান

বুড়িচংয়ে  কাকদী নদীর পাড় কাটায়  বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান

বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই

বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ

ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ

কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি

কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি

কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল

কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল

রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন

রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন

নিষিদ্ধ সংগঠন  সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন  সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে

কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন