ঢাকা   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ৩০ পৌষ ১৪৩১
কে হবেন বিপিএল সেরা

হৃদয়কে নিয়েই তামিম-সাকিবদের লড়াই

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০১ মার্চ ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০১ মার্চ ২০২৪, ১২:১১ এএম

আজ বিপিএলে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। বরিশালের প্রথম নাকি কুমিল্লার পঞ্চম শিরোপা- ফাইনালের আগে এ প্রশ্ন নিয়েই কথা হচ্ছে বেশি। এর পাশাপাশি আরও একটি ব্যাপারে নজর আছে অনেকেরই- কে হচ্ছেন আসর সেরা?
ফাইনালের আগ পর্যন্ত ব্যক্তিগত পারফরম্যান্সে যা চিত্র, তাতে ম্যান অব দ্য টুর্নামেন্টের সম্ভাবনায় টিকে আছেন রংপুর রাইডার্সের সাকিব আল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহিদ হৃদয় ও ফরচুন বরিশালের তামিম ইকবাল। আসরের সবচেয়ে বেশি রানের পুরস্কার ৫ লাখ টাকা। এটির লড়াইয়ে আছেন আপাতত তামিম ও হৃদয়। ফাইনালের আগ পর্যন্ত ১৪ ইনিংসে ৪৫৪ রান তামিমের, ১৩ ইনিংসে ৪৪৭ রান হৃদয়ের। ১২ ইনিংসে ৩৮৪ রান করা তানজিদ হাসানের দল ছিটকে গেছে এলিমিনেটর থেকে। শীর্ষ পাঁচের অন্য দুজন অবশ্য আছেন ফাইনালে। ১৩ ইনিংসে ৩৭৫ রান লিটন কুমার দাসের, ১৪ ইনিংসে ৩৬৭ মুশফিকের।
এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কে? এখানেও লড়াইটা দুজনের- বরিশালের তামিম এবং কুমিল্লার হৃদয়। এই দুই ক্রিকেটার ফাইনালে নিজেদের রানসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগও পাচ্ছেন। আপাতত দুজনের পার্থক্যটা মাত্র ৬ রানের। এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিমের রান ১৪ ইনিংসে ৪৫৩। এক ইনিংস কম খেলে হৃদয়ের সংগ্রহ ৪৪৭ রান। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে ১০ রান করার পথে হৃদয়কে টপকে যান তামিম। তবে এবারের বিপিএলে ব্যাটসম্যানদের গল্প বলতে গেলে হৃদয়কেই প্রধান চরিত্রে রাখতে হয়। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৩ ইনিংসে হৃদয়ের রান ৪৪৭, গড় ৪০.৬৩, স্ট্রাইক রেট ১৪৯.৪৯। হৃদয় এমন উচ্চতায় পৌঁছেছেন, যেখানে এর আগে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান যেতে পারেননি।
বিপিএলের ইতিহাসে ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে ৪০০-এর বেশি রান করা একমাত্র বাংলাদেশি হৃদয়। এর আগে যাঁরা এই কীর্তি গড়েছেন, তাঁদের প্রত্যেকেই বিদেশি। ছক্কা মারাতেও হৃদয় ছাড়িয়ে গেছেন স্থানীয় সবাইকে। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪টি ছক্কা মেরেছেন। বিপিএলের এক আসরে যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। সোমবার প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪টি ছক্কা মেরে রেকর্ডটি নিজের করে নেন ২৩ বছর বয়সী হৃদয়। অর্থাৎ চলতি বিপিএলে হৃদয় রান করেছেন নিজেকে ভেঙেচুড়ে, ‘বাংলাদেশি মান’কে অতিক্রম করে।
তামিম খেলেছেন নিজের চিরায়ত কৌশলেই। শুরুর দিকে বড় ইনিংস খেলতে না পারলেও গত ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলার পর টুর্নামেন্টে আরও দুটি ফিফটি পেয়েছেন। এলিমিনেটরে চট্টগ্রামের বিপক্ষে খেলেছিলেন ৪৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস। ৪৫৩ রান তামিম করেছেন ১২৫. ৪৮ স্ট্রাইক রেটে। আছে ১৫টি ছক্কার মার। তাঁদের পাশাপাশি ফাইনালে আছেন লিটন দাস ও মুশফিকুর রহিমও।
লিটন ১৩ ইনিংসে রান করেছেন ৩৭৫। গড় ২৮.৮৪, স্ট্রাইক রেট ১৩০.৬৬। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চারে থাকা লিটনের এবারের বিপিএলকে দুই ভাগে ভাগ করতে হবে। শুরুটা ভালো ছিল না মোটেও। কুমিল্লা ভিক্টোরিয়ানস অধিনায়ক প্রথম ৫ ম্যাচে একবারও ২০ রানের ঘরে যেতে পারেননি, ৭৫ স্ট্রাইক রেটে করেছিলেন মাত্র ৩৭ রান! তবে এরপর লিটন স্বরূপে ফেরেন। পরের ৮ ইনিংসে ফিফটি আছে ৩টি, যার মধ্যে দুটিতেই ৮০ রানের বেশি করেছেন। সর্বশেষ ম্যাচে খেলেছেন ৫৭ বলে ৮৩ রানের ইনিংস। তাই আরেকটি বড় ইনিংস খেললে লিটনের সামনে সর্বোচ্চ রান সংগ্রাহকের সুযোগ থাকছে।
মুশফিক ৩৬৭ রান নিয়ে পঞ্চম। গড় ৩৩.৩৬ হলেও স্ট্রাইক রেটে মুশফিক আলাদা নজর কাড়তে পারেননি। ব্যাট করেছেন ১২৩.৫৬ স্ট্রাইক রেটে, যেখানে সব মৌসুম মিলিয়ে বিপিএলে তার স্ট্রাইক রেট ১৩২.১৮। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে এই স্ট্রাইক রেট তৃতীয় সর্বোচ্চ। তার ওপরে আছেন শুধু সাকিব আল হাসান (১৩৯.৩৬) ও তাওহিদ হৃদয় (১৩২.৭১)। মিডল অর্ডারে ব্যাটিং করে বড় ইনিংস খেলাও তার জন্য কঠিন। তবে প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হতে একটা বড় ইনিংস নিশ্চয়ই খেলতে চাইবেন মুশফিক। ৩৮৪ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে থাকা তানজিদ হাসানের দল চট্টগ্রাম এলিমিনেটর থেকে বিদায় নিয়েছে।
এদিকে, শরিফুল ইসলাম আসরজুড়ে দুর্দান্ত বোলিং করলেও দলের বাজে পারফরম্যান্সের কারণে এই বাঁহাতি পেসার এখন আর সেরার লড়াইয়ে নেই। একটি পুরস্কার অবশ্য শরিফুল নিশ্চিতভাবেই পাচ্ছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির প্রাইজমানি ৫ লাখ টাকা। ১২ ম্যাচে ২২ উইকেট তার। তাকে ছোঁয়ার কিছুটা সম্ভাবনা ছিল কেবল সাকিবের। তবে গতপরশু দ্বিতীয় কোয়ালিফায়ারে কোনো উইকেট পাননি তিনি, তার দলও বাদ পড়ে গেছে। আসর শেষ করেছেন তিনি ১৭ উইকেট নিয়ে। সাকিবের সতীর্থ শেখ মেহেদি হাসান থমকে গেছেন ১৬ উইকেট নিয়ে।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দুমকিতে নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

দুমকিতে নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

দাবানলে সব ঘরবাড়ি পুড়লেও অলৌকিকভাবে অক্ষত একটি বাড়ি!

দাবানলে সব ঘরবাড়ি পুড়লেও অলৌকিকভাবে অক্ষত একটি বাড়ি!

নিজ দলের দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের গ্রেফতার করার দাবি আওয়ামীলীগ নেতার

নিজ দলের দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের গ্রেফতার করার দাবি আওয়ামীলীগ নেতার

রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে দাউদকান্দিতে ধানের চারা রোপন কর্মসূচি

রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে দাউদকান্দিতে ধানের চারা রোপন কর্মসূচি

ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মতবিনিময় সভায় চরমোনাই পীর

ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মতবিনিময় সভায় চরমোনাই পীর

ধামরাইয়ে যুবকের  লাশ উদ্ধার

ধামরাইয়ে যুবকের  লাশ উদ্ধার

ফেনীতে বন্যায় ব্রিজ ভেঙে খালে ৪ মাসেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে

ফেনীতে বন্যায় ব্রিজ ভেঙে খালে ৪ মাসেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে

সউদী আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে

সউদী আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে

মুজিবনগর সেচ প্রকল্পে দুদকের অভিযান ব্যাপক দুর্নীতির অভিযোগ

মুজিবনগর সেচ প্রকল্পে দুদকের অভিযান ব্যাপক দুর্নীতির অভিযোগ

শীত আসতেই রাজনগরে শুরু হয়েছে নাচ-গান আর জুয়ার আসর

শীত আসতেই রাজনগরে শুরু হয়েছে নাচ-গান আর জুয়ার আসর

বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

বুড়িচংয়ে  কাকদী নদীর পাড় কাটায়  বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান

বুড়িচংয়ে  কাকদী নদীর পাড় কাটায়  বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান

বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই

বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ

ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ

কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি

কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি

কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল

কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল

রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন

রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন

নিষিদ্ধ সংগঠন  সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন  সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে

কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন