জয় দিয়ে নূর আলি জাদরানকে বিদায়ী উপহার দিলেন গুরবাজ-ফারুকীরা
০৮ মার্চ ২০২৪, ০৫:০৭ এএম | আপডেট: ০৮ মার্চ ২০২৪, ০৬:২৫ এএম
আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম ওয়ানডেতে একাদশে না থেকেও ম্যাচ জুড়ে আলোচনায় ছিলেন নুর আলী জাদরান।আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের হয়ে প্রথম বল মোকাবিলা করা জাদরান ক্রিকেট থেকে গতকাল অবসরের ঘোষণা দিয়েছেন। দেশটির ক্রিকেট ইতিহাসের শুরু থেকে সংযুক্ত এই ক্রিকেটারকে এদিন ম্যাচে শুরুর আগে 'গার্ড অব অর্নার' দিয়েছে আফগানিস্তান দল।
তবে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে গুরবাজরা আসল বিদায়ী উপহারটা দিয়েছেন ম্যাচ জিতেই।শারজায় প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে আফগানিস্তান।
আগে ব্যাট করা আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ৩১০ রান।দুর্দান্ত এক সেঞ্চুরি করেন ওপেনার গুরবাজ আহমেদ।তার ব্যাট থেকে আসে ১১৭ বলে ১২১ রান।ছন্দে থাকাআরেক ওপেনার ইবরাহীম জাদরানও পেয়েছেন ফিফটির(৯৩ বলে ৬০ রান) দেখা।সাম্প্রতিক সময়ে অসাধারণ কিছু জুটি উপহার এই দুই ওপেনার জ্বলে উঠছিলেন গতকালও।উদ্বোধনী ছুটিতে এই দুজনে মিলে যোগ করেন ১৫০ রান।জাদরান ফেরার পর আজমাতুল্লাহকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৪৩ বলে ৫৭ রান যোগ করেন গুরবাজ।আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক।একই উইকেটে ২০০ পেরুনোর পর দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আফগানরা।তবে নবীর ২৭ বলে ৪০ ও ক্যাপ্টেন শাহিদির ৩৩ বলে ঝড়ো অর্ধশতকে ৩০০র কোটা পার করে আফগানরা।
বড় লক্ষ্যের জবাবে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং পাওয়ারপ্লে তে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে আয়ারল্যান্ড। ফজল হক ফারুকীর সুইং সামলে এরপর আইরিশদের হাল ধরেন হ্যারি ট্যাক্টর ও লরক্যান টাকার। দুইজনে শুরুর চাপ সামলে দলকে দারুণভাবে এগিয়ে নিচ্ছিলেন। দুই ব্যাটসম্যানউ উইকেটে থিতু হওয়ার পর হাত খুলে খেলতে শুরু করেন। চতুর্থ উইকেট ছুটিতে এ দুইজনে মিলে যোগ করেন ১৭৩ বলে ১৭৩ রান।আয়ারল্যান্ডের অসাধারণ এক জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলা এই জুটি ভাঙেন ফারুকী।দলীয় ২০৮ রানের মাথায় ৭৬ বলে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফেরেন টাকার।তিনি সেঞ্চুরি মিস করলেও মিস করেননি ট্যাক্টর।আইরিশ দলের সের ব্যাটসম্যান ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে থেমেছেন ১৩৮ রান করে।তবে অন্য প্রান্ত থেকে কেউ আর তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। বাড়তে থাকা রানরেটের পাল্লা দিতে গিয়ে খেই হারিয়ে ফেলে আইরিশ মিডল অর্ডার।৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত থামে ২৭৫ রানে।
আফগানিস্তানের হয়ে ৫১ রান খরচায় ইনিংস সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন বাঁহাতি পেসার ফজল হক ফারুকী।শনিবার একই মাঠে হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি