ক্রাইস্টচার্চে প্রথম দিনেই ১৪ উইকেটের পতন
০৮ মার্চ ২০২৪, ০২:৪৫ পিএম | আপডেট: ০৮ মার্চ ২০২৪, ০৩:০৫ পিএম
ক্রাইস্টচার্চে প্রথম দিন থেকেই দাপট দেখাতে শুরু করেছে বোলাররা। প্রথমে আগুন ঝরালেন জস হেইজেলউড আর মিচেল স্টার্ক। তাতে কোনোমতে দেড়শ পেরিয়েই গুটিয়ে গেল নিউজিল্যান্ড। এরপর কিউইদের হয়ে জবাব দিলেন ম্যাট হেনরি। বোলারদের দাপটে প্রথম দিনেই জমে উঠেছে লড়াই।
দিন শেষে ক্রাইস্টচার্চে পড়েছে ১৪ উইকেট। নিউজিল্যান্ডকে ১৬২ রানে গুটিয়ে দেওয়ার পর স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও। দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১২৪ রান। ৬ উইকেট হাতে নিয়ে ৩৮ রানে পিছিয়ে সফরকারীরা।
বোলিংয়ে দারুণ সিম আদায় করে ৩১ রানে ৫ উইকেট নেন হেইজেলউড। ক্যারিয়ারে এটি তার দ্বাদশ ৫ উইকেট শিকার। ৩ উইকেট নেওয়ার পথে স্টার্ক ছাড়িয়ে গেছেন ডেনিস লিলিকে (৩৫৫)। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের চতুর্থ সফলতম বোলার এখন তিনি।
ম্যাচের শুরুতে বিশেষ সম্মান জানানো হয় শততম টেস্ট খেলতে নামা কেন উইলিয়ামসন ও টিম সাউদিকে। দুজনর কেউই অবশ্য দিনটি সেভাবে রাঙাতে পারেননি।
ক্যারিয়ারের শেষ টেস্টে আম্পায়ারিং করতে নামা মারাইস ইরাসমাসকে ‘গার্ড অব অনার’ দেয় দুই দল।
হ্যাগলির উইকেট সবসময়ই কথা বলে বোলারদের সুরে। ঘাসের ছোঁয়া থাকায় টস জিতে বোলিং বেছে নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তার সিদ্বান্তকে চ্যালেঞ্জ জানিয়ে টম ল্যাথাম ও উইল ইয়াংয়ের ওপেনিং জুটিতে তুলে ফেলে ১৮ ওভারে ৪৭ রান।
ইয়াংকে তৃতীয় স্লিপে ক্যাচ বানান স্টার্ক। এরপর ৬০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসে কিউইরা।বিনা উইকেটে ৪৭ থেকে নিউজিল্যান্ডের রান হয়ে যায় ৮ উইকেটে ১০৭।
দলকে কিছুটা উদ্ধার করে ম্যাট হেনরি ও টিম সাউদির নবম উইকেটে ৪৬ বলে ৫৫ রানের রানের জুটি। জুটি ভাঙেন কামিন্স।
জবাবে নবম ওভারে দলীয় ১৮ রানে স্টিভেন স্মিথকে হরায় অস্ট্রেলিয়া। তাকে এলবিডব্লিউ করেন অভিষিক্ত বেন সিয়ার্স। খানিক পর হেনরির বলে বোল্ড হয়ে ফেরেন উসমান খাজা। এরপর মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিন গড়েন ৭৮ বলে ৪৯ রানের জুটি।
গ্রিনের পর ভালো শুরু টেনে নিতে পারেননি ট্রাভিস হেডও। দুজনই হেনরির শিকার। নাইটওয়াচম্যান নাথান লায়নকে নিয়ে দিন শেষ করেন লাবুশেন।
বোলারদের দিনে ৮০ বলে ৮ চারে অপরাজিত ৪৫ রান করে দিনের সেরা ব্যাটার লাবুশেন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৪৫.২ ওভারে ১৬২ (ল্যাথাম ৩৮, ইয়াং ১৪, উইলিয়ামসন ১৭, রাভিন্দ্রা ৪, মিচেল ৪, ব্লান্ডেল ২২, ফিলিপস ২, কুগেলাইন ০, হেনরি ২৯, সাউদি ২৪, সিয়ার্স ০*; স্টার্ক ১২-১-৫৯-৩, হেইজেলউড ১৩.২-৪-৩১-৫, কামিন্স ১১-৪-৩৫-১, লায়ন ২-০-৬-০, মার্শ ৩-১-১০-০, গ্রিন ৪-০-২১-১)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৬ ওভারে ১২৪/৪ (স্মিথ ১১, খাওয়াজা ১৬, লাবুশেন ৪৫*, গ্রিন ২৫, হেড ২১, লায়ন ১*; সাউদি ৮-১-২৯-০, হেনরি ১৩-৪-৩৯-৩, সিয়ার্স ১১-৩-৩৮-১, কুগেলাইন ৪-১-১৩-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই