এক ওভারেই স্বপড়বভঙ্গ বাংলাদেশের
১০ মার্চ ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ মার্চ ২০২৪, ১২:০৪ এএম
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৭৫ রান। লক্ষ্যটা বড় হলেও তা পাড়ি দেয়া অসম্ভব ছিলনা। কারণ সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১ বল হাতে রেখে ১৭০ রান পাড়ি দিয়ে জয় পেয়েছিল টাইগাররা। কিন্তু এবার সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক দলের ব্যাটারদের পক্ষে মাত্র ৫ রান বেশি পাড়ি দেওয়া সম্ভব হয়নি । এক ওভারেই স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের, সিরিজ জিতল শ্রীলঙ্কা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।
আগে ব্যাট করে উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসের মারকুটে হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান করে লঙ্কানরা। জবাবে রিশাদ হোসেনের দুর্দান্ত হাফসেঞ্চুরির পরও লঙ্কান পেসার নুয়ান থুসারার বিধ্বংসি বোলিংয়ে ১৯.৪ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ম্যাচে জেতার পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজও জিতে নেয় শ্রীলঙ্কা।
আগের দুই ম্যাচের মতই তৃতীয় ম্যাচেও টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে ওপেনার ধনঞ্জয়া ডি সিলভা তেমন ভালো করতে না পারলেও আরেক ওপেনার কুশল মেন্ডিস ছিলেন দুর্দান্ত। তার মারমুখি ব্যাটিংয়েই লঙ্কানরা লড়াকু পুঁজি পেয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেয়। ধনঞ্জয়া (১২ বলে ৮) ৩.১ ওভারে দলীয় ১৮ রানে আউট হলেও কুশল ছিলেন অবিচল। বলা যায় লঙ্কান ব্যাটারদের মধ্যে একমাত্র কুশলই দলকে টেনে নিয়ে যান জয়ের বন্দরে। তিনি ১৬.৫ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন।
দলীয় ১৪০ রানে কুশল মেন্ডিস আউট হলেও কাজের কাজ যা করার তা ঠিকই করে যান। শেষ পর্যন্ত ৫৫ বলে ৬টি করে চার ও ছয়ের মারে ৮৬ রান করে আউট হন শ্রীলঙ্কার এই ওপেনার। তার ব্যাটে ভর করেই চ্যালেঞ্জিং সংগ্রহ পায় লঙ্কানরা। বাকিদের মধ্যে দাসুন শানাকা ৯ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯, অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা ১৩ বলে ১টি করে চার ও ছয়ের মারে ১৫, কামিন্দু মেন্ডিস ১২ বলে দুই বাউন্ডারিতে ১২ এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস ৭ বলে এক ছক্কায় ১০ রান করেন। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ২৫ ও স্পিনার রিশাদ হোসেন ৩৫ রানে পান ২টি করে উইকেট।
১৭৫ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ৪র্থ ওভারেই বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ শেষ হয়ে যায়। আর এই স্বপ্নভঙ্গ করে দেন নুয়ান থুসারা। ১৯ বছর বয়সী লঙ্কান এই পেসারের বোলিং স্টাইল পুরোপুরি লাসিথ মালিঙ্গার মতো। ওভারের প্রতিটি বলই ইয়র্কার লেন্থের দেয়ার চেষ্টা করেন তিনি। তার ইয়র্কার লেন্থের বলই ভালোভাবে পড়তে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ৪র্থ ওভারে পরপর তিন বলে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট তুলে নিয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন থুসারা। বাংলাদেশ যাদের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল, ৪র্থ ওভারে পরপর তিন বলে তাদের উইকেট হারানোর পর সেই স্বপ্ন শেষ হয়ে যায়।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার লিটন দাস দু’বার জীবন পেয়েও ব্যর্থ হলেন। ১১ বলে ৭ রান করে আউট হলেন ধনঞ্জয়া ডি সিলভার বলে। চতুর্থ ওভার তো রীতিমত দুঃস্বপ্ন নিয়ে হাজির হয়েছিল টাইগারদের সামনে। নুয়ান থুসারা এক ওভারেই ধ্বংসজজ্ঞ ডেকে আনেন। ১ উইকেটে ১৫ রান থেকে ৪ উইকেটে ১৫ রান। এরপর দেখতে দেখতে ৬ উইকেট হারিয়ে ৩২ রান। নুয়ান থুসারার ইয়র্কারে ৬ষ্ঠ ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে যান সৌম্য সরকার। ১০ বলে ১১ রান করেন তিনি। জাকের আলি অনিককে ঘিরে একটা আশা ছিল। কিন্তু সেটাও শেষ হয়ে গেলো, যখন দেখা গেলো ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে মাত্র ৪ রান (১৩ বল খেলে) করে আউট হয়ে যান তিনি। সর্বনিম্ন স্কোরের মধ্যে যখন অলআউট হওয়ার শঙ্কা দেখা দেয়, তখন শেখ মেহেদি হাসান এবং রিশাদ হোসেন মিলে প্রতিরোধ গড়ে তোলেন। তারা দু’জন মিলে গড়েন ৪৪ রানের জুটি। ২০ বলে ১৯ রান করে আউট হন মেহেদী হাসান। হাসারাঙ্গার বলে বোল্ড হন তিনি।
রিশাদ ২৬ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করার পর ৩০ বলে ৫৩ রান করে আউট হন। তবে তার আগে গুনে গুনে ৭টি ছক্কার মার মারেন রিশাদ। বাউন্ডারি একটিও নেই। তাসকিন আহমেদও বেশ চালিয়ে খেলতে পেরেছিলেন। তিনিও ২টি ছক্কা এবং ৩টি বাউন্ডারির মার মারেন। ২১ বলে তাসকিন খেলেন ৩১ রানের ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের ২ বল আগেই অলআউট হয়ে যায় টাইগাররা।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে নুয়ান থুসারা ২০ রানে ৫ উইকেট শিকার করেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩২ রানে পান ২ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পান নুয়ান থুসারা আর সিািরজ সেরা হন কুশল মেন্ডিস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার