দুঃস্বপ্নের সিরিজ মুস্তাফিজ
১০ মার্চ ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ মার্চ ২০২৪, ১২:০৪ এএম
সেøায়ার আর কাটারের মিশ্রণে মায়াজালে বুঁদ করে তার ক্রিকেট বিশ্বে আবির্ভাব। ক্যারিয়ারে তার বেশির ভাগ সাফল্যই এসেছে এই দুটি বলের ওপর নির্ভর করে। তবে ক্রিকেটে উইকেটের চাহিদা বলতেও একটা কথা আছে। মন্থর, টার্নিং, অসম বাউন্সের উইকেটে কাটার আর সিম মুভমেন্ট আছে এমন উইকেটে কাটারের কার্যকারিতা নিঃসন্দেহে এক হবে না। মুস্তাফিজুর রহমান বোধ হয় এই সরল সত্যটাই ভুলে গেছেন। সরল এই সত্য ভুলে গিয়ে গতকাল মুস্তাফিজ ৪ ওভারে খরচ করেছেন ৪৭ রান। শুধু এই ম্যাচে নয়, পুরো সিরিজেই খরুচে ছিলেন এই পেসার। তাতে টানা ৫ টি-টোয়েন্টি সিরিজ পর হারের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। তাতে প্রশ্নটা স্বাভাবিকভাবেই ওঠে, সিলেটের এমন উইকেটে প্রতি ম্যাচেই মুস্তাফিজ একাদশে কেন?
সিলেটের উইকেট ঘাস এখনো তাজা। পেসাররা পাচ্ছেন সিম মুভমেন্ট, এমনকি সৌম্য সরকারও। এমন উইকেটেও মুস্তাফিজ একের পর এক সেøায়ার ও কাটার করেছেন। আজকের ম্যাচে প্রথম ৯ ওভারে শ্রীলঙ্কার রান ছিল মাত্র ৬৩। ব্যাটিং-সহায়ক উইকেটে বাংলাদেশ তখন ম্যাচে এগিয়েই বলতে হবে। এমন সময়ে বোলিংয়ে এসে মুস্তাফিজ রান দেন ১৮। তখন ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান ওয়ানিন্দু হাসারাঙ্গার সামনে করেন ওভারপিচড কাটার, সেটাও মিডঅনে ফিল্ডার ৩০ গজের মধ্যে রেখে। ফলাফল যা হওয়ার তা-ই হয়েছে। নিজের ইনিংসের প্রথম বাউন্ডারি পেয়েছেন হাসারাঙ্গা। সেই ওভারেই এরপর কুশল মেন্ডিসের সামনেও তিনি করেছেন সেøায়ার। সেই বল তিনি হজম করেছেন ছক্কা। বড় সংগ্রহের ভিত সেখানেই পায় শ্রীলঙ্কা।
এরপর মুস্তাফিজকে আবার ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক নাজমুল হোসেন। ওই ওভারে প্রথম বলই করেন অফ কাটার। বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা মারেন কুশল। এরপর ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই আবারও অফ কাটার করেন তিনি। সেই বল থেকেও বাউন্ডারি পেয়ে যান শ্রীলঙ্কার সাদিরা সামারাবিক্রমা। সব মিলিয়ে শেষ ওভারে খরচ করেন ১৪।
সিরিজের প্রথম দুই ম্যাচে মুস্তাফিজ ৪টি করে মোট ৮ ওভার বোলিং করেছেন, দুই ম্যাচেই রান দিয়েছেন ৪২ করে। খরুচে আবার উইকেটও এনে দিয়েছেন এমনও নয়। সব মিলিয়ে ৩ ম্যাচে ১২ ওভার বল করে দিয়েছেন ১৩১ রান, উইকেট মাত্র ২টি। মুস্তাফিজের জন্য সিরিজটা ভুলে যাওয়ার মতোই তো।
মুস্তাফিজও এখনো দেশের অন্যতম সেরা পেসার। তবে সব উইকেটেই মুস্তাফিজ কি ‘অটোমেটিক চয়েস’? এই প্রশ্নটাও তোলারও সময় এসেছে। এই স্কোয়াডেই দলে আছেন তানজিম হাসানের মতো পেসার। তরুণ এই আগ্রাসী পেসার এমন উইকেটে মুস্তাফিজের বিকল্প হতে পারতেন। তাহলে বাড়ত দলের ব্যাটিং শক্তিও।
টি-টোয়েন্টিতে বোলাররা বৈচিত্র্য বাড়াতে সেøায়ার-কাটারের ব্যবহার করে থাকেন। তবে মুস্তাফিজের ক্ষেত্রে বিষয়টি অনুমেয় হয়ে গেছে। সব মিলিয়ে টি-টোয়েন্টি তে খুব একটা ভালো সময়ও কাটছে না তার। সর্বশেষ ১০ টি-টোয়েন্টিতে তিনি উইকেট নিয়েছেন মাত্র ৭টি। চলতি বছরে শ্রীলঙ্কা সিরিজের বাইরে আর কোনো টি-টোয়েন্টি খেলেননি তিনি। বিপিএলেও নিজের ছায়া হয়েই ছিলেন। ১০ ম্যাচে উইকেট নিয়েছেন ১৩টি, তবে ওভারপ্রতি খরচ করেছেন ৯.৩৩ রান করে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি ভুয়া
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ