উল্টো নিউজিল্যান্ড পাচ্ছে জয়ের সুবাস
১০ মার্চ ২০২৪, ১২:১১ পিএম | আপডেট: ১০ মার্চ ২০২৪, ১২:২৩ পিএম
প্রথম ইনিংসের হতাশা কাটিয়ে ক্রাইস্টচার্চ টেস্টে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো নিউজিল্যান্ড পাচ্ছে জয়ের সুবাস। ব্যাটসম্যানদের মিলিত প্রচেষ্টায় অস্ট্রেলিয়াকে কঠিন লক্ষ্য দিয়েছে কিউইরা।
২৭৯ রানের লক্ষ্যে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৭৭ রান। কঠিন কন্ডিশনে বাকি ৬ উইকেটে তাদের করতে হবে এখনও ২০২ রান। ট্রাভিস হেড ১৭ ও মিচেল মার্শ ২৭ রানে অপরাজিত আছেন।
২ উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৭২ রানে। এর আগে নিজেদের প্রথম ই্নিংসে তারা গুটিয়ে গিয়েছিলন ১৬২ রানে। জবাবে ম্যাট হেনরির ৭ উইকেটে অস্ট্রেলিয়াকে ২৫৬ রানে গুটিয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।
৬৫ রানে দিন শুরু করা ওপেনার টম লাথাম আউট হন ১৬৮ বলে ৮ চারে ৭৩ রান করে। ১১ রান নিয়ে শুরু করা রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ রানের ইনিংস। চারে নামা এই ব্যাটার করেছেন ১৫৩ বলে ৬ চারে ৮২ রান। এছাড়া ড্যারিল মিচেল ৯৮ বলে ৫৮ ও স্কট কাগেলিয়ান ৪৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন।
চতুর্থ উইকেটে মিচেল ও রবীন্দ্র গড়েন ১৯১ বলে ১২৩ রানের জুটি। আর সপ্তম উইকেটে ফিলিপস-কাগেলিয়ান জুটি থেকে আসে মূল্যবান ৭২ বলে ৫৩ রান।
৬২ রানে ৪ উইকেট নেন প্যাট কামিন্স। ৪৯ রানে তিনটি শিকার ধরেন নাথান লায়ন।
জবাবে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ৫৮ বলে ৪৩ রান যোগ করে কিছুটা স্বস্তি ফেরান মার্শ ও হেড।
ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে আজও ব্যর্থ স্টিভেন স্মিথ। ২৫ বল খেলে ৯ রানের বেশি করতে পারেননি। উসমান খাজা ফিরে যান ১১ রান করেই। মার্নাস লাবুশেন ও ক্যামেরুন গ্রিন কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
ম্যাট হেনরি ও বেন সিয়ার্স দুটি করে উইকেট শিকার করেছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার