এবার বেটিং কেলেঙ্কারিতে সাকিবের বোনের নাম!
১১ মার্চ ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১১ মার্চ ২০২৪, ১২:০২ এএম
ক্রিকেট মাঠে তার পারফরম্যান্সের তুলনা তিনি নিজেই। তবে মাঠের বাইরেও বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে বারবার শিরোনামে আসা নামটিও সাকিব আল হাসান। এবার তার বোনের নাম বেটিং কেলেঙ্কারিতে জড়িয়ে খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়াটুডে ডট ইন। মাহাদেভ বেটিং অ্যাপ কেলেঙ্কোরির তদন্ত চলছে গত কয়েক মাস ধরেই। সেখানেই সাকিবের বোনের নাম বেরিয়ে আসার চমকপ্রদ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম। ইন্ডিয়াটুডে ডট ইন-এ শুক্রবার রাতে এই খবর প্রকাশিত হয়। ভারতের আরও কিছু সংবাদমাধ্যমে পরে দেখা যায় একই খবর। তবে ভারতের আলোচিত এই মাহাদেভ বেটিং কেলেঙ্কারির তদন্তে বোনের নাম উঠে আসা নিয়ে এই তারকা ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হলেও সাড়া দেননি তিনি। আর বিসিবি জানিয়েছে, এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করার অবস্থায় নেই তারা। সূত্র : বিডিনিউজ।
মাহাদেভ অ্যাপ একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম, যেখানে ব্যাডমিন্টন, টেনিস, ফুটবল, ক্রিকেট ও পোকারসহ বিভিন্ন কার্ড খেলায় অবৈধ জুয়ার কারবার চলত। ভারতীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের তদন্তকারী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)’ খতিয়ে দেখছে এই কেলেঙ্কারির ব্যাপারটি। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, এই ঘটনার তদন্ত প্রক্রিয়ায় গিরিশ তালরেজা ও সুরাজ চোখানি নামের দুজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাহাদেভ অ্যাপের অগ্রণীদের একজন দুবাইভিত্তিক হুন্ডি ব্যবসায়ী হারি শাঙ্কার তিব্রেওয়ালের ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই দুজনকে। তদন্তে উঠে এসেছে, ‘ংশুবীপযধহমব’ নামে একটি অবৈধ বেটিং ওয়েবসাইট পরিচালনা করতেন এই তিব্রেওয়াল। দুবাইভিত্তিক বিভিন্ন পরিচয়ের ভিত্তিতে ভারতের স্টক মার্কেটেও বিনিয়োগ করতেন তিনি ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট-এর আওতায়।
স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানিগুলোতে এই তিব্রেওয়ালের অর্থ বিনিয়োগ করতেন আটক হওয়া সুরাজ চোখানি। পাশাপাশি বাংলাদেশে ১১রিপশবঃ.পড়স নামের একটি বেটিং সাইটেও বিনিয়োগ করেন চোখানি, যেখানে সাকিবের বোন তার অংশীদার বলে উল্লেখ করা হয়েছে ইন্ডিয়াটুডে ডট ইন-এর খবরে। খবরে সাকিবের বোনের নাম বলা হয়েছে জান্নাতুল হাসান। তবে তার বোনের প্রকৃত নাম জান্নাতুল ফেরদৌস রিতু। এই অ্যাপ ছাড়াও নেপালের কাঠমাণ্ডুতে একটি ক্যাসিনোতে চোখানি ৪০ কোটি রুপি বিনিয়োগ করেছেন বলেও খবরটিতে বলা হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে, লোটাস ৩৬৫ ও মাহাদেভ অ্যাপ থেকে দুর্নীতির মাধ্যমে আয় করা অর্থ তিনি ওখানে বিনিয়োগ করেছেন।
বেটিং সাইটে বিনিয়োগের তালিকায় বোনের নাম উঠে আসা নিয়ে সাকিবের সঙ্গে ফোনে কল করে এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি দেশের শীর্ষস্থানীয় একটি নিউজ এজেন্সিকে বলেন, ‘আজকে (গতকাল) সকালেই খবরটি দেখলাম। এখনই আমরা এটি নিয়ে মন্তব্য করার অবস্থায় নেই।’ সাকিবের সঙ্গে এই প্রসঙ্গে কোনো কথা হয়নি বলেও জানান তিনি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এটা নিয়ে শুধু বললেন, ‘আই হ্যাভ নো আইডিয়া।’ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান ঐ একই এজেন্সিকে জানান, তারা এই বিষয়ে অবগত নন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ক্রিকেটার সাকিবের বোন বা এই সংক্রান্ত বেটিং অ্যাপ নিয়ে কাজ করছি না।’ ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদ জানান, তাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণেই আছেন সাকিব। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবেও তিনি অবিসংবাদিত। তবে ক্যারিয়ারজুড়ে অসংখ্য বিতর্কে নাম জড়িয়েছে তার। দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের কারণে ২০১৯ সালের অক্টোবরে তাকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তিন দফায় ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করায় এই শাস্তি হয়েছিল তার। গত বছর বেটউইনার নিউজ নামের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েও তিনি খবরের শিরোনামে উঠে আসেন। সেটিও ছিল মূলত বেটিং সাইট সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। প্রবল আলোচনা-সমালোচনার মুখে বিসিবির হস্তক্ষেপে পরে সেই চুক্তি থেকে সরে আসেন তিনি। তবে একটি বেটিং সাইটের সারোগেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সাকিবকে নিয়মিত দেখা যায়। এবার আরেকটি অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার খবর এলো তার বোনের নামও।
গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। বিপিএল শেষে বিশ্রামে থাকায় আপাতত শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজেও খেলছেন না তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে