অবসর প্রশ্নে যা বললেন রোহিত
১১ মার্চ ২০২৪, ০৭:৩৪ এএম | আপডেট: ১১ মার্চ ২০২৪, ০৭:৩৪ এএম
দলের হয়ে সেরাটা দিতে না পারলে নিজ থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিবেন বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সদ্য ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে জয়ের পর অবসর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোহিত জানান, নিজের সেরাটা দিতে না পারলেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেব।
২০১৯ সাল থেকে টেস্টে ভারতের শীর্ষস্থানীয় ব্যাটারদের একজন রোহিত। এসময় ৯টি সেঞ্চুরি করেছেন তিনি। এরমধ্যে এবারের ইংল্যান্ড সিরিজে ২টি সেঞ্চুরি হাঁকান তিনি। ৯ ইনিংসে ভারতের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৪শ রান করেন তিনি। তবে যেদিন দেখবেন দলের জন্য ব্যাট হাতে অবদান রাখতে পারছেন না, সেদিনই ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে রোহিতের।
রোহিত বলেন, ‘একদিন যখন বুঝতে পারবো আমি আমার ভালো ফর্মে নেই, আমি আমার সেরাটা দিতে পারবো না, আমি তখনই অবসর নিয়ে নেবো। কিন্তু গত কয়েক বছরে আমি আমার জীবনের সেরা ক্রিকেট খেলছি।’
ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করে ভারত। এরপর টানা চার টেস্ট জিতে সিরিজ জিতে নেয় টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে ভারত। সেই সাথে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রোহিতের দল। ফলে ক্রিকেটে তিন ফরম্যাটেই এখন শীর্ষে ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব পুরো দলকে দিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘আপনি যখন এই ধরনের একটি টেস্ট সিরিজ জিতবেন, তখন মনে হয় আপনার সবকিছুই ঠিকঠাক কাজ করছে। এই সিরিজে ছেলেদের খেলায় হয়তো অভিজ্ঞতার অভাব ছিলো, কিন্তু তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং আমি এখানে থেকেই দেখেছি ছেলেরা চাপের মধ্যে ভালো পারফরমেন্স করেছে। এই জয়ের কৃতিত্ব পুরো দলকে দিতে হবে।’
ভারতের সিরিজ জয়ের পেছনে বোলারদের অবদানকে বড় করে দেখছেন রোহিত। সিরিজের সর্বোচ্চ উইকেট নেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এছাড়া জসপ্রিত বুমরাহ-কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা ১৯টি করে উইকেট নেন। বোলারদের প্রশংসা করতে গিয়ে রোহিত বলেন, ‘ একটি সিরিজ জয়ের পর আমরা রান বা সেঞ্চুরির কথা বলি। কিন্তু একটা টেস্ট ম্যাচ জয়ের জন্য ২০ উইকেট শিকার করা গুরুত্বপূর্ণ। বোলারদের দায়িত্বপূর্ন ভূমিকা দেখে ভালো লেগেছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার