জয় দিয়ে ডিপিএল শুরু শেখ জামাল ও প্রাইম ব্যাংকের
১২ মার্চ ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ১২ মার্চ ২০২৪, ১২:১৬ এএম
জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু করলো শিরোপা প্রত্যাশী শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শেখ জামাল ৬ উইকেটে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে এবং প্রাইম ব্যাংক ৭১ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।
শেখ জামাল-গাজী টায়ার্স:
সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শেখ জামালের বোলিং নৈপুন্যে ৪৭ দশমিক ৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয় গাজী টায়ার্স। দলের হয়ে একাই লড়াই করেছেন ওপেনার আশিকুর রহমান শিবলি। ৪টি চার ও ৩টি ছক্কায় ১৩৩ বলে অপরাজিত ৮৯ রান করেন অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ব্যাটার শিবলি।
দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন আরেক ওপেনার ইফতেখার হোসেন ইফতি। উদ্বোধনী জুটিতে ১২১ বলে ৭৬ রানের জুটি গড়েন তারা। এরপর ব্যাটিং ধ্বস নামলে ৭৭ রানে শেষ ৯ উইকেট হারায় গাজী টায়ার্স।
তৃতীয় সর্বোচ্চ ১০ রান করেন জুবারুল ইসলাম। এছাড়া বাকী আর কোন ব্যাটারই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি। শেখ জামালের টিপু সুলতান ৩০ রানে ৪টি এবং রিপন মন্ডল ২৯ রানে ২ উইকেট নেন।
জবাবে ১১০ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। ওপেনার সাইফ হাসান ৪৫, ইয়াসির আলি অপরাজিত ৪৪ রান করেন। গাজী টায়ার্সের পেসার মারুফ মৃধা ৩টি উইকেট নেন।
প্রাইম ব্যাংক-শাইন পুকুর:
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পেসার হাসান মাহমুদের বোলিং নৈপুন্যে ১৯৬ রানের পুঁজি নিয়েও জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ১০ ওভারে মাত্র ১৫ রানে ৪ উইকেট নেন হাসান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ১৯৬ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। স্বীকৃত ব্যাটারদের মধ্যে লজ্জা দিয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন দশ নম্বরে নামা নাজমুল ইসলাম। শেষ উইকেটে ৬৯ রান যোগ করেন নাজমুল ও রুবেল হোসেন। ২৩ রানে অপরাজিত থাকেন রুবেল। টপ-অর্ডারে ওপেনার শাহাদাত হোসেন ২৮ ও নাইম হাসান ২৫ রান করেন। শাইনপুকুরের মুকিদুল ইসলাম ৪টি ও আরাফাত সানি ৩ উইকেট নেন।
জবাবে হাসানের সাথে স্পিনার সানজামুল ইসলামের ঘূর্ণিতে ৪১ দশমিক ৫ ওভারে ১২৫ রানে অলআউট হয় শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন দশ নম্বরে নামা আরাফাত। এছাড়া ওপেনার জিশান ইসলাম ২৭ রান করেন।
প্রাইম ব্যাংকের হাসান ৪টি ও সানজামুল ৩টি উইকেট নেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার