‘জবাব’ দিয়েও অস্বস্তিতে ‘ব্যাটার’ আফ্রিদি
১২ মার্চ ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১২ মার্চ ২০২৪, ১২:০২ এএম
আবরার আহমেদকে লং অফ দিয়ে ছয় মেরে ফিফটি পূর্ণ করলেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার দ্বিতীয় ফিফটি, তাও মাত্র ২৮ বলে। তবে চোখেমুখে কোনো উচ্ছ¡াসই দেখালেন না শাহিন শাহ আফ্রিদি। এক হাতে ব্যাট বগলদাবা করে আরেক হাতের এক আঙুল তুললেন ঠোঁটের সামনে। অর্থ একটিই, চুপ করতে বললেন কাউকে! এমন উদযাপনে কাকে মুখ বন্ধ করতে বলছেন আফ্রিদি, আগের ম্যাচের ঘটনাপ্রবাহ যারা জানেন, তারা বুঝলেন সহজেই। ওয়াসিম আকরাম!
গতপরশু রাতে পিএসএলের করাচি কিংস-লাহোর কালান্দার্স ম্যাচে আফ্রিদির ব্যাটিং নিয়ে কথা বলেছিলেন আকরাম। সে দিন লাহোর অধিনায়ক ব্যাটিংয়ে নামেন পাঁচ নম্বরে। যদিও সিকান্দার রাজা ও ডেভিড ভিসারা ডাগআউটে অপেক্ষায়। ম্যাচে ৩ বল খেলে ১ রান করে আউট হন আফ্রিদি। পরে রাজা ও ভিসা মিলে ২৫ বলে তোলেন ৪৬ রান। সে দিন লাহোরের ইনিংস ১৭৭ রানে আটকে যাওয়ার পর করাচি সেটা ৩ উইকেট হাতে রেখে টপকে যায়।
লাহোরের হারের পেছনে অধিনায়ক আফ্রিদির সিদ্ধান্তের সমালোচনা করে ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠানে কথা বলেন আকরাম। পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার আফ্রিদির ব্যাটিংয়ের প্রসঙ্গ টেনে বলেন, ‘শাহিনকে বলা দরকার সে এখনো অলরাউন্ডার হয়ে ওঠেনি। তোমার দলে বিশ্বমানের পাওয়ার হিটার আছে, যাদের কাজ শেষ ৩ ওভারে নেমে রান বাড়িয়ে নেওয়া। রাজা নেমে ১৬ বলে করল ২২ রান, ভিসা ৯ বলে ২৪। ওদের কারণে রান ১৭৭ পর্যন্ত গেল। অধিনায়ক হলেই যে আগে ব্যাট করতে হবে এমনটা বাধ্যতাম‚লক নয়। পরিস্থিতি বোঝ, ডাগআউটে তোমার চেয়ে ভালো হিটার আছে কি না দেখ। শাহিন যদি আগেভাগে না নেমে যেত, লাহোরের রান ১৯০ হতো।’
সাবেক পাকিস্তান অধিনায়কের মন্তব্যের পরের দিন করাচি স্টেডিয়ামে কোয়েটা গøাডিয়েটরসের মুখোমুখি হয় লাহোর। এ দিনও রাজা, ভিসাদের অপেক্ষায় রেখে পাঁচে ব্যাটিংয়ে নামেন আফ্রিদি। আর এই ম্যাচেই খেলেন ৩৪ বলে ৫৫ ইনিংস, যেখানে ডেথ ওভারে খেলা ১১ বলে তুলেছেন ১৮ রান। ২৮তম বলে আবরারকে ছয় মেরে ফিফটি ছোঁয়ার পরই ‘চুপ’ উদযাপন করেন আফ্রিদি। অবশ্য এই ম্যাচটিতেও জিততে পারেনি লাহোর। আর সেখানেও আছে আফ্রিদির ভ‚মিকা।
লাহোরের ৪ উইকেটে ১৬৬ রান তাড়ায় কোয়েটার শেষ বলে দরকার ছিল ৪ রান। আফ্রিদির বলে ছয় মেরে কোয়েটাকে ম্যাচ জেতান মোহাম্মদ ওয়াসিম। এ নিয়ে চলতি মৌসুমে ১০ ম্যাচের আটটিতে হেরেছে আফ্রিদির দল। গত দুবার শিরোপা জেতা দলটি এবার বিদায় নিচ্ছে লিগ পর্ব থেকেই।
কোয়েটার কাছে হারের পর আফ্রিদির বোলিংকেও কাঠগড়ায় তুলেছেন আকরাম। টেলিভিশন অনুষ্ঠানে সাবেক অধিনায়ক বলেন, ‘শাহিন যখন বোলিং করতে আসে, ম্যাচ তার দলের নিয়ন্ত্রণে ছিল। কোয়েটার দুই ওভারে ২৯ রান দরকার ছিল। ওয়াসিমকে কৃতিত্ব দিতে হবে, ওকে এভাবে কখনো শট খেলতে দেখিনি। কিন্তু শাহিনের মতো অভিজ্ঞ বোলার, যে কি না পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, পাঁচ বছরের বেশি সময় ধরে দলে আছে, সে করল ফুল লেংথ ডেলিভারি। এ সব বলে ব্যাটসম্যানের ব্যাটের কানায় লাগলেও তো চার হয়ে যেতে পারে। এবারের পিএসএল মৌসুমে সে তার দলের জন্য ভালো কিছু করতে পারেনি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে