এ বছর তামিমকে পাচ্ছে না জাতীয় দল
১২ মার্চ ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১২ মার্চ ২০২৪, ১২:০২ এএম
বাংলাদেশ জাতীয় দলে আবার কী ফিরবেন তামিম ইকবাল? আর ফিরলেও তা কবে? গত কয়েক মাস ধরে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট মহলে। তামিম নিজেই বলেছিলেন, ক্যারিয়ার নিয়ে কথা বলবেন বোর্ডের সঙ্গে। গতপরশু মনোনীত বোর্ড সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় তার। পরে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন খুব করে চাইছিলেন তামিম যেন দলে ফেরে। তবে, পরদিনই পাওয়া গেল দুঃসংবাদ। এই বছর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না বলে জানিয়েছেন বাঁহাতি ওপেনার।
ভারত বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সব শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তামিম। এরপর হঠাৎ করেই নানা কাÐ ঘটে তাকে নিয়ে। নিজেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেন এই তারকা ক্রিকেটার। এরপর আর তাকে জাতীয় দলে দেখা যায়নি। এমনকি চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে তাকে আর জাতীয় দলের দেখার সম্ভাবনাও নেই। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় বর্তমানে টেস্ট ও ওয়ানডে খেলছেন তামিম। তবে তার শারীরিক অবস্থা এবং ফিটনেস সমস্যার কারণে তিনি আর টেস্ট খেলবেন না বলেও জানিয়েছেন বোর্ডের সঙ্গে আলোচনায়। আর ফিরলে আগামী বছর ওডিআই ফরম্যাটে ফিরবেন বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।
আগের দিন বিসিবির সঙ্গে বৈঠকে কিছু বিষয় নিয়ে নিজের আপত্তির কথাও জানিয়েছেন তামিম। বিপিএলের সময় এই ওপেনার নিজেই বলেছিলেন যে জাতীয় দলে ফিরতে তার জন্য অনেক কিছুই সঠিক হতে হবে। এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমরা তার কাছ থেকে সবকিছু শুনেছি এবং তার সঙ্গেও কথা বলেছি। আমরা প্রেসিডেন্টের কাছে বার্তা পৌঁছে দেব এবং আমরা মনে করি যে এই সমস্যাটি খুব দ্রæত নিষ্পত্তি হবে।’
এদিকে তামিমের এই সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেটে প্রভাব ফেলছে কিনা জানতে চাওয়া হয় বিসিবি পরিচালক ও আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজনের কাছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে চান না তিনি। তবে বিষয়টির দ্রæত সমাধান করা দরকার বলে জানান, ‘তামিম এত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। আমি মনে করি যত তাড়াতাড়ি বসে একটা সুরাহা করা যাবে... এটা এমন একটা ব্যাপার যে প্রতিদিন টক অব দ্য টাউন হয়ে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট এসব কিছুর ঊর্ধ্বে।’ তবে শর্ত দিয়ে তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি মানতে রাজী নন সুজন, ‘আমরা সবাই চাই তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু শর্ত দিয়ে খেলবে, এই কথাটা শুনতে যেন কেমন দেখায়, একজন ক্রিকেটার হিসেবে। আমি জাতীয় দলের হয়ে খেলব, দেশ, জাতীয় দল- এসব অনেক আগে, অনেক ঊর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার