আড়াই মাসেই হাজারী বাবর
১৬ মার্চ ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ১৬ মার্চ ২০২৪, ১২:১৫ এএম
বছরের তৃতীয় মাসের মাঝামাঝি চলছে কেবল। এখনই টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার রানের ঠিকানায় পৌঁছে গেলেন বাবর আজম। চলতি বছরে রানের তালিকায় পাকিস্তানি এই ব্যাটসম্যানের ধারেকাছে আপাতত নেই কেউ। গতপরশু রাতে পিএসএলের কোয়ালিফায়ার ম্যাচে ৪২ বলে ৪৬ রানের ইনিংসের পথে হাজার রান স্পর্শ করেন পেশাওয়ার জালমি অধিনায়ক। এই নিয়ে গত ছয় পঞ্জিকাবর্ষের পাঁচটিতেই হাজার রানের মাইলফলক পেরোলেন তিনি। ম্যাচটিতে অবশ্য বাবরদের ৭ উইকেটে হারিয়ে টানা চতুর্থ ফাইনালে পৌঁছে গেছে মুলতান সুলতান্স। তবে হেরেও ফাইনালে খেলার সুযোগ আছে বাবরের দলের। গতকাল রাতের দ্বিতীয় এলিমিনেটরে ইসলামাবাদ- কোয়েটার মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে আজ দ্বিতীয় এলিমিনেটর খেলবে পেশাওয়ার।
এবারের পিএসএলে অসাধারণ ফর্মে আছেন বাবর। ১০ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৫৪৪ রান করেছেন তিনি ৬০.৪৪ গড়ে। গোটা টুর্নামেন্টে ৪০০ রানও নেই আর কারও। এই সংস্করণে তার স্ট্রাইক রেট নিয়ে অনেক সময় প্রশ্ন উঠলেও চলতি আসরে সেখানেও তিনি দুর্দান্ত। পরশুর ম্যাচে দ্রুততায় রান তুলতে না পারলেও টুর্নামেন্টে তার স্ট্রাইক রেট ১৪৪.২৯। সব মিলিয়ে এই বছর এখনও পর্যন্ত ২১ ইনিংসে তার রান ৫৩.০৫ গড়ে ১ হাজার ৮। সেঞ্চুরি ১টি, ফিফটি ১০টি। স্ট্রাইক রেট ১৩৫.১২, যা তার ক্যারিয়ার স্ট্রাইক রেটের (১২৯.৪৭) চেয়ে ভালো। দুইয়ে থাকা রাসি ফন ডার ডাসেন আছেন বাবরের অনেকটা পেছনে। ২ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ১৯ ইনিংসে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের রান ৭৬২।
এমন নয় যে অন্যদের চেয়ে বেশি ইনিংস খেলে এতটা এগিয়ে গেছেন বাবর। তিনে থাকা ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্স যেমন বাবরের চেয়ে চার ইনিংস বেশি খেলেও রান করেছেন মোট ৭০৭। বাবরের সমান ২১ ইনিংস খেলে স্বদেশি মোহাম্মদ রিজওয়ান ৬৫০ রান নিয়ে আছেন চারে। ৬৩৪ রান করে ছয়ে আছেন অ্যালেক্স হেলস, ২৪ ইনিংস খেলে। ২৩ ইনিংস খেলে ৬৩২ রান দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রিজা হেনড্রিকসের। তবে আরেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রায়ান রিকলটনের কথা উল্লেখ করতে হবে আলাদা করে। ১৩ ইনিংস খেলেই ৬৪৯ রান করে পাঁচে আছেন তিনি। গড় ৫৪.০৮, স্ট্রাইক রেট ১৭০.৭৮!
টানা চার বছর হাজার ছোঁয়ার পর গত বছর এই ধারাবাহিকতায় ছেদ পড়ে বাবরের। ২৩ ইনিংস খেলে তার রান ছিল ৯১৩। এর আগের বছর ৩৬ ইনিংসে ১ হাজার ৭৮ রান করে তিনি ছিলেন ২৩তম স্থানে। ক্যারিয়ারের সেরা বছর কাটিয়েছেন তিনি ২০২১ সালে। সেবার ৪৩ ইনিংসে ১ হাজার ৭৭৯ রান করে ছিলেন দুইয়ে। ২০২০ ও ২০১৯ সালে দারুণ পারফরম্যান্স ছিল তার। দুবারই তিনি ছিলেন রানের তালিকায় সবার ওপরে। ২০২০ সালে ২৯ ইনিংসে ১ হাজার ২৪২ রান করেন স্টাইলিশ এই ব্যাটসম্যান, ২০১৯ সালে ৩৯ ইনিংসে তার রান ছিল ১ হাজার ৬০৭। গতবছরের আগে ২০১৮ সালে তিনি হাজারের দেখা পাননি। তবে খুব পিছিয়েও ছিলেন না। সেবার ২৩ ইনিংস খেলে তার রান ছিল ৯৬৫।
বাংলাদশের ব্যাটসম্যানদের মধ্যে এই বছর এখনও পর্যন্ত ১৭ ইনিংসে ৫০২ রান করে সবার ওপরে তাওহিদ হৃদয়। ১৫ ইনিংসে ৪৯২ রান করে দুইয়ে বিপিএলের টুর্নামেন্ট সেরা তামিম ইকবাল। টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড মোহাম্মদ রিজওয়ানের। ২০২১ সালে ৪৫ ইনিংস খেলে পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান করেছিলেন ২ হাজার ৩৬ রান। পরের বছর ৬১ ইনিংস খেলে ১ হাজার ৯৪৬ রান করা অ্যালেক্স হেলস আছেন রেকর্ডের দুইয়ে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রানের একমাত্র কীর্তিটি তামিম ইকবালের। ২০১৬ সালে ৩০ ইনিংসে ১ হাজার ১১১ রান করেছিলেন এই ওপেনার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বান্দরবানে পিতা পুত্র সহ সাতজন কে অপহরণ করেছে উপজাতিয় সন্ত্রাসীরা। মুক্তিপণ দাবি
ভৈরবে পরিত্যক্ত আ. লীগের অফিস থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা
ঠাকুরগাঁওয়ে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক
টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান
কলাপাড়ায় সংরক্ষিত কুটার কুড়ে শত্রুতা মূলক আগুন
ভালুকায় মাদরাসা শিক্ষকের বাড়িতে ডাকাতি স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, আহত ৪
কানায় কানায় পূর্ণ ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর ঈসালে সওয়ার মাহফিল
কাপ্তাইয়ে সাক্রাছড়ি জলাশয়ে মাছ চাষ করে স্বাবলম্বী অমল কান্তি তঞ্চঙ্গ্যা
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
তানজানিয়ায় মারবার্গ ভাইরাস সন্দেহে ৮ জনের মৃত্যু, ডব্লিউএইচওর সতর্কতা জারি
নেত্রকোণায় আ.লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার
শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে মামলা
চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাংলাদেশ কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ১৮ ই জানুয়ারি শুরু
ভূয়া আসামি দাঁড় করিয়ে জামিনের ঘটনায় ৪ জনের নামে মামলার নির্দেশ
শরীয়তপুরে ওরশ পালনকে কেন্দ্র করে জেলা হেফাজতে ইসলাম ও আয়োজক - ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনা
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪