দ্রুত তিন উইকেট হারিয়ে খুব চাপে বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৮ মার্চ ২০২৪, ০৪:৩০ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৪, ০৪:৩০ পিএম

ছবি: বিসিবি

৬ রানের ব্যবধানে এনামুল হক ও নাজমুল হোসেন শান্তকে হারানোর ধাক্কা সামাল দিয়ে দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। আউটসাইড এজ হয়ে হৃদয়ের বিদায়ে ভাঙে জুটি। লাহিরু কুমারার পরের ওভারে মাহমুদউল্লাহও বিদায় নিলে উল্টো চাপে পড়ে গেল বাংলাদেশ। সেই চাপ সামলে না উঠতেই ফিরলেন সেঞ্চুরির সম্ভাবনা জাগানো তানজিদ হাসানও।

চারজনই কুমারার শিকার। বোলিংয়ে ফিরে দলকেও লড়াইয়ে ফেরালেন এই পেসার।

শর্ট বলে ব্যাট চালিয়েছিলেন হৃদয়। ডিপ স্কয়ার লেগে ক্যাচ ওঠে। তানজিদের সঙ্গে জুটি থামে ৪৯ রানের জুটি। হৃদয় ফিরেছেন ৩৬ বলে ২২ রানে। ১০৫ রানে তৃতীয় উইকেট হারায় দল।

অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ৪ বলে ১ রান করেই আউট মাহমুদউল্লাহ। ৪ উইকেট হারিয়ে এবার চাপে বাংলাদেশ।

তবে এক প্রান্ত আগলে ক্যারিয়ারের প্রথম শতকের কাছে চলে গিয়েছিলেন তানজিদ। ধৈর্য হারিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার। করেন ৮১ বলে ৯টি চার ও ৪ ছক্কায় ৮৪ রানে।

সবশেষ স্কোর: ২৬ ওভারে ১৩১/৫ (লক্ষ্য ২৩৬)

এমামুলের পরপরই ফিরলেন শান্ত

কাভারে ক্যাচ দিয়ে এনামুল হক বিদায় নেওয়ার পরপরই ফিরলেন ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তও। দুজনই লাহিরু কুমারার শিকার।

এনামুলের বিদায়ে ভাঙে ৫০ রানের ওপেনিং জুটি। ১২ বল আর ৬ রান বাদে কুমারার বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক। শরীর থেকে বেশ দূরে ছিল বল। দ্রুত ২ উইকেট নিয়ে লড়াইয়ে শ্রীলঙ্কা।

৪২ বলে ৪৬ রান নিয়ে মারমুখী ব্যাটিং করছেন তানজিদ। তার সঙ্গী তাওহিদ হৃদয়।

সবশেষ স্কোর: বাংলাদেশ ১২.৪ ওভারে ৭০/২

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে শ্রীলঙ্কার সংগ্রহ ২৩৫ রান। ১০২ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন লিয়ানাগে। ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি।

এত কম সংগ্রহ নিয়ে চট্টগ্রামে এর আগে জয়ের ঘটনা আছে মাত্র ১টি, গত বছর ২৪৬ রান করে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়েছিল বাংলাদেশ।

ইনিংসের শেষ ওভারটি করেন তাসকিন। ওভারের পঞ্চম বলে প্রমাদ মাদুশানকে পয়েন্টে এনামুল হকের ক্যাচ বানান এই পেসার। ক্যাচ নিতে গিয়ে এনামুল সংঘর্ষে জড়ান জাকের আলির সাথে। আঘাতে শুয়ে পড়া জাকের আর উঠে দাঁড়াতে পারেননি। স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। তবে তার আঘাত কতটা গুরুতর তা জানা জয়নি।

এর আগে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন মুস্তাফিজও। কোটার শেষ ওভার করতে এসে পায়ের চোটে মাঠ ছাড়লেন তিনি। ওভারের প্রথম বলটি 'ওয়াইড' করেন বাঁহাতি পেসার। পরে পায়ে অস্বস্তি অনুভব করেন। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছিল তার। তাই তাকে মাঠ থেকে বাইরে নেওয়ার জন্য স্ট্রেচার আনা হয়। এক ওভার বাকি থাকতেই মাঠ ছেড়ে যান মুস্তাফিজ।

ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে উঠে যান সৌম্য সরকারও।

দিনের ম্যাচে সকালে শিশিরের প্রভাব থাকায় টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। শুরু থেকেই শ্রীলঙ্কার কোনো জুটিই বড় হতে দেননি বোলারা। একমাত্র লিয়ানাগে ছিলেন স্রোতের বিপরীত।

নিজের প্রথম দুই ওভারে ২ ওপেনারকে ফেরান তাসকিন। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় সফরকারীরা।

৭৪ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর নেমেছিলেন লিয়ানাগে। পঞ্চম উইকেটে প্রতিরোধের চেষ্টা করেন লিয়ানাগে ও চারিথ আসালাঙ্কা। ৩৭ রান করা আসালাঙ্কা ফিরলে ভাঙে ৪৩ রানের জুটি।

এরপর মাহিশ থিকশানাকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ৬০ রানের জুটি গড়েন লিয়ানাগে। এর সৌজন্যে দুইশ পেরিয়ে যায় শ্রীলঙ্কা। পরে সেঞ্চুরি পূর্ণ করে দলকে আড়াইশর কাছে নিয়ে যান ২৮ বছর বয়সী অলরাউন্ডার।

৪২ রানে ৩ উইকেট নেন তাসকিন। একাদশে ফেরা মুস্তাফিজ নেন ৩৯ রানে দুটি। ৩৮ রানে দুটি শিকার ধরেন মিরাজ। গুরুত্বপূর্ণ সময়ে ক্যারিয়ারের প্রথম উইকেটের স্বাদ পান রিশাদ হোসেন।

লিয়ানাগে তার ইনিংসটি সাজান ১১টি চার ও ২ ছক্কায়। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসালাঙ্কার। ত্রিশোর্ধো ইনিংস নেই আর একটিও।

তিন ম্যাচের সিরিজে বিরাজ করছে ১-১ সমতা। দুই দলের সামনেই তাই জয় দিয়ে সিরিজ জিতে নেওয়ার সুযোগ।

সিরিজের প্রথম ম্যাচে সহজেই জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শুরুর ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় লঙ্কানরা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩৫ (নিসাঙ্কা ১, আভিশকা ৪, মেন্ডিস ২৯, সামারাউইক্রামা ১৪, আসালাঙ্কা ৩৭, লিয়ানাগে ১০১*, ওয়েলালাগে ১, হাসারাঙ্গা ১১, থিকশানা ১৫, মাদুশান ৩, কুমারা ১; শরিফুল ১০-০-৫৫-০, তাসকিন ১০-১-৪২-৩, মুস্তাফিজ ৯-১-৩৯-২, সৌম্য ২-০-১০-১, মিরাজ ১০-১-৩৮-২, রিশাদ ৯-০-৫১-১)


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল
এবার চট্টগ্রাম মাতানোর পালা
অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরে যোগ হলো একটি ওয়ানডে
ফেদেরারের যে রেকর্ড এখন জোকোভিচের
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় অলিম্পিক সোনাজয়ীর
আরও

আরও পড়ুন

কুমিল্লায় ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

বন্ধুদের মিলনমেলায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

বন্ধুদের মিলনমেলায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের কম্বল  বিতরণ

কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোন সংস্কার কাজে আসবে না :  বাম গণতান্ত্রিক জোট

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোন সংস্কার কাজে আসবে না : বাম গণতান্ত্রিক জোট

সিংগাইরে "তারুণ্যের ভাবনা,আগামীর বাংলাদেশ"শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সিংগাইরে "তারুণ্যের ভাবনা,আগামীর বাংলাদেশ"শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৯ লাখ টাকা জরিমানা

ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৯ লাখ টাকা জরিমানা

লস অ্যাঞ্জেলেসের মতো ‘পাপের নগরী’ ধ্বংসে যে সতর্কবার্তা রয়েছে ইসলামে

লস অ্যাঞ্জেলেসের মতো ‘পাপের নগরী’ ধ্বংসে যে সতর্কবার্তা রয়েছে ইসলামে

তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল

তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান

মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ

মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ

সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: আসিফ মাহমুদ

সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: আসিফ মাহমুদ

জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলো মেটা ইন্ডিয়া

জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলো মেটা ইন্ডিয়া

শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের

মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের

মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন  ক্রিকেট খেলা

মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা

কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত

কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত

পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা

পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা

রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা

রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত