গতির ঝড় তুলে বাংলাদেশ টেস্ট দলে নাহিদ রানা
১৮ মার্চ ২০২৪, ০৭:৩৩ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৪, ০৭:৩৩ পিএম
এবারের বিপিএলে প্রায় দেড়শ কিলোমিটার গতিতে বল করে আলোচনায় আসা তরুণ পেসার নাহিদ রানা প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশের টেস্ট দলে। শ্রীলঙ্কার বিপক্ষ প্রথম টেস্টের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী এই ফাস্ট বোলার।
নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এই দিনই তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।
তার বয়সী আরেক পেসার মুশফিক হাসান ফিরেছেন দলে। না খেলেই আগের দল থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ ও বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে ব্যক্তিগত কারণে ছুটিতে থাকা লিটন দাস ফিরেছেন দলে। তাই জায়গা হারিয়েছেন আরেক কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ১৫ ম্যাচে ৬৩ উইকেট নিয়েছেন নাহিদ।
মুশফিক হাসানও প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ম্যাচে নিয়েছেন ৫৫ উইকেট। এক ইনিংসে ৮ উইকেট শিকারের কীর্তিও আছে তার। গত বছর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। তবে খেলার সুযোগ পাননি।
টেস্ট থেকে বিরতিতে আছেন তাসকিন আহমেদ। ইবাদত হোসেন চোটাক্রান্ত। বাংলাদেশের পেস আক্রমণ তাই এখন বেশ অনভিজ্ঞ। নবীন এই দুই পেসারের সঙ্গে আছেন ১২ টেস্ট খেলা সৈয়দ খালেদ আহমেদ ও ৯ টেস্ট খেলা শরিফুল ইসলাম।
নির্বাচক আব্দুর রাজ্জাকের মতে, রানা-মুশফিকদের পরখ করে নেওয়ার উপযুক্ত সময় এখনই।
"রানা খুবই সম্ভাবনাময়। এই মুহূর্তে সে সম্ভবত দেশের সবচেয়ে দ্রুতগতির বোলার এবং বাড়তি বাউন্সও সে আদায় করে নিতে পারে। এখনও অবশ্য তার কেবলই শুরুর সময়, তবে তার প্রথম শ্রেণির রেকর্ড বেশ ভালো।"
"আরেকজন তরুণ পেসার মুশফিক হাসানও আছে দলে। ইবাদত যেহেতু চোটের কারণে বাইরে এবং তাসকিন আপাতত টেস্ট খেলছে না, তরুণ পেসারদের অভিজ্ঞতা নেওয়ার সময় এখনই।"
আগামী শুক্রবার থেকে সিলেটে শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু আগামী ৩০ মার্চ চট্টগ্রামে। দুটি ম্যাচই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
শ্রীলঙ্কা সফর শুরু করেছিল দিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।
নতুন মুখ: নাহিদ রানা।
দলে ফিরলেন: লিটন কুমার দাস, মুশফিক হাসান।
বাদ পড়লেন: নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, হাসান মুরাদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বন্ধুদের মিলনমেলায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোন সংস্কার কাজে আসবে না : বাম গণতান্ত্রিক জোট
সিংগাইরে "তারুণ্যের ভাবনা,আগামীর বাংলাদেশ"শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৯ লাখ টাকা জরিমানা
লস অ্যাঞ্জেলেসের মতো ‘পাপের নগরী’ ধ্বংসে যে সতর্কবার্তা রয়েছে ইসলামে
তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: আসিফ মাহমুদ
জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলো মেটা ইন্ডিয়া
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী