এক ইনিংসে ৫ জনের চোট!
১৯ মার্চ ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৯ মার্চ ২০২৪, ১২:০৩ এএম
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটা গতকাল শুরুই হয়েছিল চোটের ধাক্কা খেয়ে। বাংলাদেশ, শ্রীলঙ্কা দুই দলের দুই ক্রিকেটার দিলশান মাদুশঙ্কা ও তানজিম হাসান হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে পড়েন আগের দিনই। গতকাল ম্যাচেও যেন সেই ভ‚তই তাড়া করে ফিরছে বাংলাদেশ দলকে।
আগে ব্যাট করে জানিথ লিয়ানাগের অপরাজিত ১০১ রানের সুবাদে ২৩৫ রানে অলআউট শ্রীলঙ্কা ব্যাটিং করেছে পুরো ৫০ ওভার। এই ৫০ ওভারের মধ্যে কম-বেশি চোটে পড়েছেন বাংলাদেশ দলের মোট পাঁচ ক্রিকেটার। এদের মধ্যে মাঠ ছাড়তে হয়েছে তিন ক্রিকেটারকে। জাকের আলীকে নিতে হয়েছে হাসপাতালে। সৌম্য সরকার মাঠ ছেড়ে আর নামতে পারেননি ব্যাটিং করতে। তার জায়গায় ‘কনকাশন’ বদলি হিসেবে এনামুল হকের সঙ্গে ইনিংস শুরু করতে নেমেছেন একাদশে না থাকা তানজিদ হাসান। এ ছাড়া পুরো শরীরের মাংসপেশিতে টান পড়ায় (ক্র্যাম্প) পেসার মুস্তাফিজুর রহমানকেও বোলিং শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে।
পাঁচ ক্রিকেটারের মধ্যে ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বলে উইকেট কিপার মুশফিকুর রহিম ব্যথা পেয়েছিলেন হাতে। কিছু সময় খেলা বন্ধ থাকে তখন। তবে মাঠেই শুশ্রƒষা শেষে মুশফিক আবার খেলায় ফেরেন। ফিল্ডিং করতে গিয়ে পায়ে ব্যথা পান এনামুল। মাঠের বাইরে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলায় ফেরেন তিনিও। কিন্তু মাঠে ফিরতে পারেননি সৌম্য, মুস্তাফিজ এবং তারই বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামা জাকের আলী। লিটন দাস শেষ ওয়ানডের দল থেকে বাড় পড়ার পর বদলি হিসেবে স্কোয়াডে নেওয়া হয় জাকেরকে। বলা হয়েছিল, কনকাশন বদলির কথা ভেবেই তাঁকে দল নেওয়া। আর এদিন সেই জাকেরকেই কিনা কনকাশন শঙ্কায় পাঠাতে হলো হাসপাতালে!
শ্রীলঙ্কার ইনিংসের শেষ ওভারে ফিল্ডিং করতে গিয়ে জাকের মাথার এক পাশে ব্যথা পেয়েছেন এনামুলের সঙ্গে সংঘর্ষে। স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় তাঁকে। টেলিভিশন রিপ্লে দেখে সৌম্যর চোটটা প্রথমে শুধু হাঁটুতেই মনে হচ্ছিল। বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে বিজ্ঞাপন বোর্ডর সঙ্গে ধাক্কা খেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার ইনিংস শেষে বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে দেখা যায় এনামুলের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন একাদশে না থাকা তানজিদ হাসান! কোনো খেলোয়াড়ের কনকাশন সমস্যা হলেই একমাত্র তা সম্ভব।
তাহলে সৌম্যের কি কনকাশন সমস্যাই হলো? কিন্তু কীভাবে! এ ব্যাপারে প্রাথমিকভাবে দল থেকে কিছু বলা না হলেও পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও বায়েজিদুল ইসলামের বরাত দিয়ে জানানো হয়, সৌম্যের মাথা আঘাত লেগেছে মাটিতে। ঘাড়ে জড়তা অনুভব করা সহ মাথা ব্যথা এবং দৃষ্টির সমস্যার কথাও বলেছেন তিনি। এ ছাড়া আঘাত পেয়েছেন হাঁটুতেও। এ অবস্থায় কনকাশন বদলির আবেদন করলে সেটি অনুমোদন করেন ম্যাচ রেফারি।
সৌম্যের মধ্যে কনকাশনের লক্ষণ দেখা গেলেও তাঁকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে পাঠায়নি টিম ম্যানেজমেন্ট। তবে ইনিংসের শেষ ওভারে ফিল্ডিং করতে গিয়ে এনামুলের সঙ্গে সংঘর্ষে মাথার এক পাশে ব্যথা পাওয়া জাকেরকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে পাঠানো হয় তাঁকে। সেখানে সিটি স্ক্যান ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের নিউরো কনসালটেন্ট মঈনুদ্দিন এম ইলিয়াস সাংবাদিকদের জানান, জাকেরের চোট গুরুতর নয়। সিটি স্ক্যান রিপোর্টে মাথায় কোনো আঘাত ধরা পড়েনি। তবে তিনি ঘাড়ে ব্যথা পেয়েছেন। চিকিৎসকেরা আশাবাদী, ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠবেন। এই সময় পর্যন্ত জাকের হাসপাতালেই পর্যবেক্ষনে থাকবেন।
শুধু ক্রিকেটার কেন! প্রচন্ড গরমের কারণে বাংলাদেশ ইনিংসে আর মাঠে নামেননি আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। তার পরিবর্তে নেমেছেন চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বন্ধুদের মিলনমেলায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোন সংস্কার কাজে আসবে না : বাম গণতান্ত্রিক জোট
সিংগাইরে "তারুণ্যের ভাবনা,আগামীর বাংলাদেশ"শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৯ লাখ টাকা জরিমানা
লস অ্যাঞ্জেলেসের মতো ‘পাপের নগরী’ ধ্বংসে যে সতর্কবার্তা রয়েছে ইসলামে
তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: আসিফ মাহমুদ
জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলো মেটা ইন্ডিয়া
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী