শরিফুলই বাংলাদেশের সেরা বোলার
২১ মার্চ ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ মার্চ ২০২৪, ১২:০৩ এএম
বিশ্রামের কারণে দলে নেই সাকিব আল হাসান। সেই সুযোগটা ভালোভাবেই নিচ্ছেন পেসার শরিফুল ইসলাম ও ওপেনার নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাদের উজ্জ্বল পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়েও। দুজনই ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন। গতকাল প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বোলারদের মধ্যে ১১ ধাপ এগিয়েছেন পেসার শরিফুল, ব্যাটসম্যানদের তালিকায় ১০ ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।
শরিফুল আছেন ২৪তম স্থানে। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে ৫ উইকেট নেওয়া বাঁহাতি এই পেসারের আগের সেরা অবস্থান ছিল ২৫তম। বাঁহাতি ব্যাটসম্যান শান্ত আছেন ৩৯তম স্থানে। তার আগের সেরা অবস্থান ছিল ৪২তম। প্রথম ওয়ানডেতে ১২৯ বলে ক্যারিয়ার সেরা অপরাজিত ১২২ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন শান্ত। তিন ম্যাচে ১৬৩ রান করে সিরিজ সেরা হন তিনি। বাংলাদেশ সিরিজ জেতে ২-১ ব্যবধানে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়েরও। ৬ ধাপ এগিয়ে ২৬তম স্থানে আছেন অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান মুশফিক, ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭৬তম স্থানে হৃদয়। প্রথম ম্যাচে শান্তর সঙ্গে অবিচ্ছিন্ন ১৬৫ রানের ইনিংসের পথে অপরাজিত ৭৩ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন মুশফিক। শেষ ম্যাচেও অপরাজিত ৩৬ রানের ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয় ম্যাচে ১০২ বলে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেন হৃদয়।
শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা সেরা দশে উঠে এসেছেন। তিন ধাপ এগিয়ে আটে আছেন তিনি। একটি সেঞ্চুরিসহ তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৫১ রান। তার সতীর্থ চারিথ আসালাঙ্কা ২ ধাপ এগিয়ে ১৪তম স্থানে আছেন। তিন ম্যাচে তিনি করেন ১৪৬ রান।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাবর আজম, বোলারদের র্যাঙ্কিংয়ে কেশভ মহারাজ, অলরাউন্ডারদের তালিকায় মোহাম্মদ নাবি আগের মতো শীর্ষে আছেন। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ঢুকেছেন রশিদ খান। চার ধাপ এগিয়ে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারের সঙ্গে যৌথভাবে নবম স্থানে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার। চোট কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে চার মাস পর ক্রিকেটে ফেরেন রশিদ। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হন আফগান অধিনায়ক। তার দল সিরিজ জেতে ২-১ ব্যবধানে। শীর্ষে আছেন যথারীতি ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রাশিদ। এই সংস্করণে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সুরিয়াকুমার ইয়াদাভ ও অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসান শীর্ষস্থান ধরে রেখেছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জনগণের সম্মেলিত সহযোগিতা ও পুলিশের একনিষ্ঠ প্রচেষ্টাই সন্ত্রাস নির্মূল সম্ভব - এসপি ফারুক
কুমিল্লায় ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
বন্ধুদের মিলনমেলায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোন সংস্কার কাজে আসবে না : বাম গণতান্ত্রিক জোট
সিংগাইরে "তারুণ্যের ভাবনা,আগামীর বাংলাদেশ"শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৯ লাখ টাকা জরিমানা
লস অ্যাঞ্জেলেসের মতো ‘পাপের নগরী’ ধ্বংসে যে সতর্কবার্তা রয়েছে ইসলামে
তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: আসিফ মাহমুদ
জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলো মেটা ইন্ডিয়া
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা