শুরুতেই নেই মুস্তাফিজ, সাকিব থাকবেন শেষে!
২৪ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্যারিবিয়া ও মার্কিন মুলুকে হতে যাওয়া ক্ষুদ্র সংস্করণের সেই বিশ্বসেরার লড়াইয়ে নামার আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আর বিশ্বকাপের ঠিক আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেও তিন ম্যাচের একটি সিরিজ খেলবে সাকিব-শান্তরা। এই দুই সিরিজের মাঝেই রয়েছে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষনায় আইসিসির বাধ্যবাধকতা। দুঃস্বপ্নের এই ফরম্যাটে নিজেদের খুঁজে পাওয়ার মিশনে তাই একটু ভেবে চিন্তেই এগুচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন সিরিজে প্রতিপক্ষ কিছুটা খর্ব শক্তির জিম্বাবুয়ে হলেও নিজেদের সেরা দল নিয়েই তাদের মুখোমুখি হতে চায় টাইগার শিবির। তার আগে নিজেদের টিম কম্বিনেশনটা আরেকবার ঝালিয়ে নিতে প্রস্তুতি ক্যাম্পের সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের জন্য গতকাল ১৭ সদস্যের দল ঘোষণ করেছে বিসিবি। যেখানে ঠাঁই হয়নি সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানের মতো তারকাদের। তাতেই মোটামুটি পরিস্কার হয়ে যায় জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না দুই তারকার। পরে বিষয়টি পরিস্কার করলেন গাজী আশরাফ হোসেন লিপু। প্রধান নির্বাচক জানালেন, জিম্বাবুয়ে সিরিজে প্রথম ম্যাচে মুস্তাফিজ খেলবেন না, সাকিব থাকতে পারেন শেষের দিকের ম্যাচগুলোতে। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে বিপিএলেই দাবিটা তুলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে তখন জায়গা পাননি তিনি। এবার ঢাকা প্রিমিয়ার লিগের মাঝপথে জাতীয় দলে ফেরার কাছে পৌঁছে গেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পের দলে নেওয়া হয়েছে সাইফউদ্দিনকে।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে ১ মে পর্যন্ত ছুটিতে থাকবেন মুস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু ৩ মে। তবে প্রথম ম্যাচে তার না থাকার সম্ভাবনা বেশি জানিয়ে গাজী আশরাফ গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘তিনি আসবেন, ওনাকে আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারপর তার সঙ্গে কথোপকথন হবে। এরপর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার ধারণা, প্রথম ম্যাচে হয়তো পাওয়া যাবে না।’ মুস্তাফিজের মতো প্রস্তুতি ক্যাম্পে নেই সাকিবও। বিশ্বকাপ থেকে আঙুলের চোট ও চোখের সমস্যা নিয়ে ফেরা সাকিব জাতীয় দলের হয়ে ফেরেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে। ছুটিতে থাকায় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলেননি তিনি। বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ টি-টোয়েন্টিতে খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। তবে খেলেছেন প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বের কয়েকটি ম্যাচে। গাজী আশরাফ জানিয়েছেন, এখন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব দেশে ফিরবেন এ মাসের শেষ দিকে। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে ‘দু-একটি’ ম্যাচ খেলে জাতীয় দলের অধীনে আসবেন বলেও জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচক, ‘এরপর অবশ্যই আমরা চাইব, যেহেতু ৫টি টি-টোয়েন্টি ম্যাচ আছে, শেষের দিকে যেন তিনি খেলার সুযোগ পান। শুরুর দিকে তাঁকে পাওয়া যাচ্ছে না।’
প্রস্তুতি ক্যাম্পে ১৭ জনের সঙ্গে সাকিব-মুস্তাফিজকে যুক্ত করে দলটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলের জন্য প্রাধান্য দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। তার ভাষায়, ‘যদি কোনো দুর্ভাগ্যজনক উদাহরণ আসে, যেমন কোনো অফ স্পিনার চোটে পড়ে, তাহলে মেহেদী হাসান মিরাজ আছেন। তার যথেষ্ট টি-টোয়েন্টির অভিজ্ঞতা আছে, কোচের দিকনির্দেশনা সম্পর্কেও তিনি জানেন। সে রকম দু-একজন হয়তো বাইরে থাকবেন, আপাতত যাঁদের ঠিক প্রয়োজন নেই। বিশ্বকাপের মূল দলের জন্য মূলত এই দলটা প্রাধান্য পাবে বলতে পারেন।’ মিরাজকে রাখা না হলেও নির্বাচকদের নজরে আছেন সাইফউদ্দিন, যিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালের অক্টোবরে। এই পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে গাজী আশরাফ বলেছেন, ‘দিন শেষে পারফরম্যান্স একটা বড় বিষয়। সাইফউদ্দিন হয়তো তার ব্যাটিংয়ে কিছুটা এগিয়ে আছেন। আবার বোলিংয়ে তার প্রতিদ্বন্দ্বী আছে। তাই জিম্বাবুয়ে সিরিজটি তার স্বরূপে ফেরার জন্য বড় একটি সুযোগ। তাঁকে নিয়ে আমাদের অনেক আগ্রহ আছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে চোট পাওয়া সৌম্য সরকার এখনো সেরে না উঠলেও এই দলে আছেন। তাঁকে নেওয়ার কারণ হিসেবে গাজী আশরাফের ব্যাখ্যা, ‘তিনি চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন। সেখানেও তার একটা নিবিড় পর্যবেক্ষণ হবে। ট্রেনার, ফিজিওরা তাঁকে দেখবেন। তবে কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে, সেগুলোতে যেন অংশ নিতে পারেন, তাই তিনি দলের সঙ্গে থাকবেন।’
চট্টগ্রামে আগামী শুক্রবার শুরু হয়ে ২৮ মে এই প্রস্তুতি ক্যাম্প শেষ হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল ঘোষণা হবে বলেও জানিয়েছেন গাজী আশরাফ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৩ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ ৫ ও ৭ তারিখ। এরপর ঢাকায় ফিরে শেষ দুই ম্যাচ ১০ ও ১২ মে।
প্রস্তুতি ক্যাম্পের দল
নাজমুল হোসেন শান্ত
লিটন কুমার দাস
তানজিদ হাসান তামিম
তাওহীদ হৃদয়
মাহমুদউল্লাহ রিয়াদ
জাকের আলি অনিক
শেখ মেহেদি হাসান
রিশাদ হোসেন
তাসকিন আহমেদ
শরিফুল ইসলাম
তানজিম হাসান সাকিব
পারভেজ হোসেন ইমন
তানভির ইসলাম
আফিফ হোসেন ধ্রুব
হাসান মাহমুদ
মোহাম্মদ সাইফউদ্দিন
ও সৌম্য সরকার
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
মোংলায় ভটভটি উল্টে ২ জন নিহত, আহত ২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রকাশ
নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজি: সতর্ক করলেন সারজিস
গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়
ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু
বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন
মোংলায় সড়কের ওপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু, আহত ৪
গাজায় ঐতিহাসিক পরাজয় ইসরাইলের
১৭ বছর পর আজ দুপুরে কারামুক্ত হচ্ছেন বাবর
দীর্ঘ এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান