বোলারদের নৈপুণ্যের পর অভিষেকে উজ্জ্বল তানজিদ,টাইগারদের বড় জয়
০৪ মে ২০২৪, ১২:৩০ এএম | আপডেট: ০৪ মে ২০২৪, ১২:৩০ এএম
তাসকিন-সাইফ-মাহেদীর নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুর প্রথম সাত ওভারেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য।সাত উইকেটে সাত হারানো জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ালেও দিতে পারলনা চ্যালেঞ্জিং টার্গেট।
শুরুতে লিটনকে রান তাড়ায় হারানোর পর বাংলাদেশের মূল প্রতিপক্ষ ছিল কেবলই বৃষ্টি।তবে তানজিদ-তাওহীদের আগ্রাসী ব্যাটিংয়ে সেটিকে হারিয়েও দিনশেষে জয়ের হাসি টাইগারদের।
জিম্বাবুয়ের দেওয়া ১২৫ রানের টার্গেট ২৮ বল আর আট উইকেট হাতে রেখেই টপকে যায় টাইগাররা।৪৭ বলে ৬৭ রানের এক ম্যাচ জেতানো ইনিংস খেলেন তানজিদ। অন্যপ্রান্তে ১৮ বলে ৩৩ করে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয় ।
অনায়াস এই জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
১২৪ রানের জহুর আহমেদ চৌধুরী আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হওয়ার কথা নয়।সে কারণেই কিছুটা দেখেশুনে শুরু করেছিলেন দুই টাইগার ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস।
রিচার্ড এনগারাভার করা প্রথম ওভারে আসে ৫ রান।মুজারাবানির করা পরের ওভারের দ্বিতীয় বলেই বোল্ড লিটন।ফেরেন ৩ বলে ১ রানে। জিম্বাবুয়ের দুই পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ৩ ওভারে বাংলাদেশ তুলে কেবল ১০ রান।এরপরই বৃষ্টির কারণে প্রথম দফা আধঘন্টা বন্ধ থাকে খেলা।মাঠে নেমেই মুজারবারনি করা ওভারে দুইবার জীবন পান তানজিদ।তবে এরপর প্রথম টি-টোয়েন্টি খেলতে নামা তানজিদ নিজেকে গুছিয়ে নিয়ে খেলেছেন অসাধারণ এক ইনিংস।
দ্বিতীয় দফা বৃষ্টি আসার আগেই তার আগ্রাসী ব্যাটিংয়ে ডিএল মেথডে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়াবার মাঠ ছাড়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ৭.২ বলে ৪৪ রান ।ফের প্রায় আধ ঘন্টা আবার খেলা শুরু হলে অবশ্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি টাইগারদের।দলীয় ৫৭ রানে শান্ত ব্যক্তিগত ২১ রানে ফিরলে ভাঙে দ্বিতীয় উইকেটে দুজনের ৫২ রানের জুটি।তবে এরপর নামা তাওহীদকে নিয়ে আর কোন বিপদ হতে দেননি তানজীদ।দুজনে ঝড়ো ব্যাটিংয়ে ৩৬ বলে ৬৯ রান যোগ করে চার ওভারের বেশি বাকি থাকতে শেষ করেন খেলা।
৩৬ বলে অফিস থেকে ফিফটির দেখা পাওয়া তানজিদ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৭ রানে। তার ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও দুই ছয়ে। ১৮ বলে ৩৩ রান করা তাওহীদ হৃদয়ের ব্যাট থেকেও এসেছে পাঁচটি বাউন্ডারি। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের জহুর আহমের চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ক্যাপ্টেন শান্তর সেই সিদ্ধান্ত শুরুতে শুরতেই সফল প্রমাণ করছেন বোলাররা।বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা জিম্বাবুয়ে যখন সপ্তম উইকেট হারায় তখন স্কোরকার্ডে কেবল যোগ হয়েছে ৪৩ রান।অষ্টম ওভারের খেলা চলছে।বল হাতে আগুন ঝরাচ্ছেন তাসকীন মাহেদী-সাইফউদ্দীনরা।সফরকারীদের তখন টি-টোয়েন্টিতে নিজেদের দলীয় সর্বনিম্ন ৮২ রানের আগে আলাউটের লজ্জার চোখ রাঙাচ্ছিল।তবে শেষ পর্যন্ত সেই বিপদ উতরে গেছে জিম্বাবুয়ে।যার পুরো কৃতিত্ব ওয়েলিংটন মাসাকাদজা(৩৮ বলে ৩৪ রান) ও ক্লাইভ মাদান্দের(৩৯ বলে ৪৩ রান।এই দুজনের ব্যাটে একশো পার করে সফরকারীরা।
এই দুজনের ৬১ বলে বলে ৭৫ রানের জুটি ভাঙেন তাসকিন।সাইফ উদ্দিনের শেষে ওভারে জিম্বাবুয়ে হারায় শেষ দুই উইকেটও।
বাংলাদেশের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট তাসকিন ও সাইফউদ্দিনে। ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন তাসকিন। সাইফউদ্দিন ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন। ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট মেহেদী হাসানের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ধামরাইয়ে প্রাইভেটকারসহ ৪ অপহরণকারী জনতার হাতে আটক
ঢাকাকে আবারও পরাজয়ে ভাসিয়ে জয়ে ফিরল বরিশাল
নোয়াখালীতে বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সহায়তা পেল ৩৪ পরিবার
বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নার্গিস ফাখরি
সমাজ কল্যান সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস প্রদান
নাটোরে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টাল ক্যাম্প শুরু
নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু
জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু
দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল
ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ
জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল