ভারতকে হঠিয়ে চূড়ায় অস্ট্রেলিয়া
০৪ মে ২০২৪, ১২:৩০ এএম | আপডেট: ০৪ মে ২০২৪, ১২:৩০ এএম
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া দলের দারুণ ও ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসির র্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদে ভারতকে টপকে সাদা পোশাকের সংস্করণে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে প্যাট কামিন্সের দল। গতকাল তিন সংস্করণে দলগুলোর র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের এক নম্বর দল এখন অস্ট্রেলিয়া। দুইয়ে নেমে যাওয়া ভারতের পয়েন্ট ১২০।
গত বছরের মে মাসে দেওয়া হালনাগাদে অস্ট্রেলিয়াকে সরিয়েই চূড়ায় উঠেছিল ভারত। পরের মাসেই তাদেরকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০৯ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। কামিন্সের দলের শীর্ষে ফেরার পথে ওই পারফরম্যান্স বড় ভূমিকা রেখেছে। র্যাঙ্কিংয়ের হালনাগাদে ২০২৩ সালের মে মাসের পর থেকে দলগুলির পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে। এতে ২০২১ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ২-১ ব্যবধান সিরিজ জয় বিবেচনায় আসেনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনালের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতভাগ। টেস্ট র্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন নেই। ১০৫ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। পরের স্থানগুলোয় যথাক্রমে আছে দক্ষিণ আফ্রিকা (১০৩), নিউজিল্যান্ড (৯৬), পাকিস্তান (৮৯), শ্রীলঙ্কা (৮৩), ওয়েস্ট ইন্ডিজ (৮২) ও বাংলাদেশ (৫৩)।
টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেও সাদা বলের দুই সংস্করণে এখনও সবার ওপরে ভারত। ওয়ানডেতে ১২২ রেটিং পয়েন্ট রোহিত শার্মার দলের। এই সংস্করণে তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১২। সেরা দশে পরের স্থানগুলোয় যথাক্রমে আছে পাকিস্তান (১০৬), নিউ জিল্যান্ড (১০১), ইংল্যান্ড (৯৫), শ্রীলঙ্কা (৯৩), বাংলাদেশ (৮৬), আফগানিস্তান (৮০) ও ওয়েস্ট ইন্ডিজ (৬৯)। জিম্বাবুয়েকে (৪৯) টপকে একাদশ স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড (৫০)।
২৬৪ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে যথারীতি চূড়ায় ভারত। এক ধাপ এগিয়ে দুইয়ে ওঠা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৫৭। তিনে নেমে যাওয়া ইংল্যান্ডের পয়েন্ট ২৫২। দুই ধাপ এগিয়ে এখন চারে দক্ষিণ আফ্রিকা (২৫০)। এক ধাপ পিছিয়ে পাঁচে নিউজিল্যান্ড (২৫০)। টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের উন্নতি এক ধাপ; ২৪৯ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। পাকিস্তান (২৪৭) নেমে গেছে দুই ধাপ, অবস্থান সপ্তম। শীর্ষ দশে পরের তিন স্থানে আগের মতোই শ্রীলঙ্কা (২৩২), বাংলাদেশ (২৩১) ও আফগানিস্তান (২১৭)। আয়ারল্যান্ড আগের মতোই ১১ নম্বরে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও এক ধাপ অবনতি হয়েছে জিম্বাবুয়ের। তাদের ত্রয়োদশ স্থানে নামিয়ে দ্বাদশ স্থানে উঠেছে স্কটল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু
জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু
দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল
ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ
জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল
কেন এসেছেন, কি করার আছে আপনাদের
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১
‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’
আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি
কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা