৫ বছর পর সাকিবের সেঞ্চুরিতেও জামালের হার
০৪ মে ২০২৪, ১২:৩০ এএম | আপডেট: ০৪ মে ২০২৪, ১২:৩০ এএম
আগের ম্যাচে শিরোপা নিশ্চিত হয়েছিলো ঢাকা আবাহনীর। এরমধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ। ইতোমধ্যেই জাতীয় দলে যোগ দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ আবাহনীর দশ ক্রিকেটার। তাই স্বাভাবিকভাবেই কম শক্তির দল নিয়েই মোহামডানের বিপক্ষে মাঠে নামে চ্যাম্পিয়নরা। ফতুল্লায় সুপার লিগের চতুর্থ রাউন্ডের এই ম্যাচে মোহামেডানকে ৯ রানে হারিয়ে জয়ের ধারা শতভাগ অক্ষুন্ন রাখে আবাহনী। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেয়া মোসাদ্দেক হোসেনের সেঞ্চুরিতে জয় তুলে নেয় তারা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫৪ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় আবাহনী। পরে সাব্বির হোসেন আর মোসাদ্দেকের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠে তারা। চতুর্থ উইকেট জুটিতে এই দুই জনের ১১৭ রান দলের বড় সংগ্রহে সহায়তা করে। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি সাব্বির হোসেন। ৭৮ বলে ছয়টি ছয় ও সাতটি চারের মারে ৯১ রান করে আউট হন সাব্বির। সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ১০১ বলে তার ১৩৩ রানের ইনিংসে ১০টি ছয় ও ৮টি চারের মার মারেন। মোসাদ্দেক আউট হওয়ার পর আর কোনো ব্যাটার দাড়াতে পারেনি। ৪৪.৪ ওভারে ৩০৩ রানে থামে আবাহনীর ইনিংস। মোহামেডানের আবু হায়দার রনি ৪০ রানে এবং মেহেদী হাসান মিরাজ ৫২ রানে তিনটি করে উইকেট তুলে নেন। ৩০৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই সমস্যায় পড়ে মোহামেডান। দলের ৫০ রান পার না হতেই দুই ওপেনার হাবিবুর শেখ আর রনি তালুকদারের উইকেট হারায় মোহামেডান। এঅবস্থায় দলের হাল ধরেন অধিনায়ক ইমরুল কায়েস এবং মাইদুল ইসলাম অংকন। দুজনে মিলে রানের গতি সচল রেখে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলো। এসময় দুজনের জুটি ভাঙ্গেন আবাহনীর রকিবুল হাসান। ৬০ বলে ৫৯ রান করে আউট হন ইমরুল। তখনও জয়ের পথে হাটছিলো মোহামেডান। কিন্তু আবাহনীর বোলারদের হিসেবী বোলিংয়ে চাপে পড়ে যায় মোহামেডান। শেষ দিকে রুবেল মিয়া ও আবু হায়দার রনির মারকুটে ব্যাটিংও দলকে জেতাতে পারেনি। ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৯৪ রান করে মোহামেডান। রুবেল মিয়া সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ২৭ বলে অপরাজিত ৪০ রান করেন আবু হায়দার। আবাহনীর নাহিদুল ইসলাম ৪৪ রান দিয়ে নেন ৩ উইকেট। এই জয়ে এখন পর্যন্ত লিগের প্রথম পর্ব আর সুপার লিগে অপরাজিত থাকলো আবাহনী।
এদিকে, বিকেএসপিতে আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ২ উইকেটে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দীর্ঘ দিন পর সেঞ্চুরি করেও শেখ জামালকে জেতাতে পারেনি সাকিব আল হাসান। বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিবের সেঞ্চুরি আর ইয়াসির আলীর ৭১ রানে ভর করে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৮০ রান করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাতটি ছয় ও নয়টি চারের মারে ৭৯ বলে ১০৭ রান করেন সাকিব আল হাসান। এছাড়া ফজলে মাহমুদ অপরাজিত থাকেন ৪৭ রানে। গাজী গ্রুপের মাহফুজ রাব্বি ও গাফফার সাকলাইন তিনটি করে উইকেট পান। ২৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে মাহফুজ রাব্বির রেকর্ড ছক্কায় দুই বল হাতে রেখে ২ উইকেটে জয় তুলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ১১৮ বলে ১২৫ রান করেন মাহফুজুর রহমান রাব্বি। তার এই ইনিংসে সর্বোচ্চ ১২ টি ছয় ও তিনটি চারের মার মারেন। এছাড়া সাব্বির হোসেন ৬৪ এবং পারভেজ জীবন করেন ৩৪ রান। শেখ জামালের আরিফ আহমেদ ৪৪ রানে চার উইকেট নিয়েও দলের পরাজয় ঠেকাতে পারেনি।
বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের শেষ ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করে অধিনায়ক জাকির হাসানের শতক আর মোহাম্মদ মিথুনের হাফসেঞ্চুরিতে ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩৪১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে প্রাইম ব্যাংক। জাকির হাসান ১২ ছক্কা আর আটটি চারে ১৩২ বলে করেন ১৫৮ রান। এছাড়া মোহাম্মদ মিথুন ৫৪, সাব্বির রহমান ৪০ এবং শাহাদাত হোসেনের ব্যাট থেকে আসে ৩৭ রান। ৩৪২ রানের বড় স্কোর তাড়া করতে নেমে আমিতি হাসানের শতরান সত্বেও জিততে পারেনি শাইনপুকুর। আমিতি হাসানের শতরান ও ইলিয়াস সানির ৪১ রান ছাড়া আর কোনো ব্যাটার বলার মত কোনো রান করতে পারেনি। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে ২৩০ পর্যন্ত করতে পেরেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আমিতি হাসান ১২৩ বলে সর্বোচ্চ ১০৪ রান করেন। প্রাইম ব্যাংকের হাসান মাহমুদ ৩৮ রানে চারটি এবং নাজমুল ইসলাম ৩০ রানে তিন উইকেট নিয়ে শাইনপুকুরের ব্যাটিং লাইনে ধস নামান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু
জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু
দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল
ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ
জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল
কেন এসেছেন, কি করার আছে আপনাদের
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১
‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’
আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি
কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা