ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
পরিবর্তনের সুযোগ নিতে চায় বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজ দেখেই বিশ্বকাপ দল

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৪ মে ২০২৪, ১২:৩০ এএম | আপডেট: ০৪ মে ২০২৪, ১২:৩০ এএম

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময় হাতে আছে আর সামান্যই। সাকূল্যে চার সপ্তাহেরও কম। আনুষ্ঠাকিভাবে অংশগ্রহণকারী দেশগুলোর চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন ছিল গত পহেলা মে। তবে প্রথমবারের মতো ২০ দল নিয়ে শুরু হতে যাওয়া আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টের নিয়মে এবার আছে শিথিলতা, ২৫ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে কোনো কারণ দেখানো ছাড়াই। এরই মধ্যে দশটি দল আইসিসি প্রকাশ করেছে। গত ২৯ জুন সবার আগে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। গতকাল দশম ও এগারোতম দল হিসেবে স্কোয়াড ঘোষণা করে দুই স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির বেঁধে দেয়া সময়সীমা পেরিয়ে গেলেও এই তালিকায় এখনও নেই বাংলাদেশের নাম! শুধু বাংলাদেশই অবশ্য নয়, আইসিসিতে স্কোয়াড জমা দিলেও বিশ্বকাপের ২০ দলের ৯টিই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেনি। ভারত দিয়ে দিলেও এশিয়ার আরো দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, শ্রীলঙ্কাও আছে এই তালিকায়। বোঝা যাচ্ছে, বাড়তি সময়টুকুর সুবিধা বেশির ভাগ দলই নিয়েছে।
তবে জানা গেছে, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ১৫ জনের দল আইসিসিতে পাঠিয়ে দিয়েছে বিসিবি। কিন্তু বাংলাদেশে সেই দল এখনও ঘোষণা করা হয়নি। এই দল ঘোষণা করা হবে নাকি একদম চূড়ান্ত দলই প্রকাশ করা হবে, সেই টানাপোড়েন এখনও চলছে। তবে ক্রিকেট বিশ্বের শীর্ষ শক্তি যাদেরকে মনে করা হয়, যে দেশগুলোর ক্রিকেট বোর্ড পেশাদার হিসেবে মোটাদাগে অনুকরণীয়, সেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, এমনকি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দল। বাড়তি সময়টুকুর ভাবনা নিশ্চয়ই তাদেরও আছে। ইংল্যান্ড যেমন দল ঘোষণার সময়ই জানিয়ে দিয়েছে, এটি তাদের ‘প্রোভিশনাল’ স্কোয়াড। এটিই শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড হয়ে যেতে পারে, পরিবর্তনও টুকটাক আসতে পারে। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলিও দল ঘোষণার সময় জানিয়ে রেখেছেন, সুযোগ যেহেতু আছে, প্রয়োজন মনে করে দলে পরিবর্তন তারা আনবেন। বাংলাদেশও এই পথ বেছে নিতে পারত কি না, প্রশ্নটি যৌক্তিকভাবেই উঠছে। দায়িত্ব নিয়ে সেই প্রশ্নের উত্তর দিতে এখনও পর্যন্ত রাজি নয় বোর্ড বা নির্বাচক কমিটি।
দল ঘোষণার দেরি করার পেছনে যৌক্তিক কারণ আছে তাদেরও। তবে সরাসরি তা বলতে চাচ্ছেন না কেউই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক কারণটি ব্যাখ্যা করলেন এভাবে, ‘যে দলটা আমরা পাঠিয়েছি, সেটাতে পরে পরিবর্তন আসতে পারে। নির্বাচক ও কোচের কথা হচ্ছে, “আমাদের কিছু ইস্যু আছে, বিশেষ করে ইনজুরি নিয়ে”। তাদের কথা হচ্ছে, “খেলার পরে (জিম্বাবুয়ে সিরিজ) সুবিধাজনক সময়ে আমরা একেবারে চূড়ান্ত দল ঘোষণা করব”।’
সেই চোট সমস্যা বা ‘ইস্যুগুলোও’ খুব গোপনীয় কিছু নয়। চোট থেকে ফিট হয়ে ওঠার লড়াইয়ে আছেন সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল থেকে শুরু হওয়া সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে তাকে রাখা হয়নি এই কারণেই। খেলার মতো অবস্থায় আসতে পারলে শেষ দুই ম্যাচে তাকে মাঠে নামিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটি। সৌম্যর কারণেই দল ঘোষণায় দেরি কি না, এই প্রশ্ন উঠতেই সেই বোর্ড পরিচালক বললেন, ‘কারও নাম বলতে চাই না। শুধু সৌম্যরই নয়, আরও দু-একজনের ছোটখাটো ইস্যু আছে।’
‘ইস্যু’ বলতে এখানে মূলত পরখ করে দেখার ব্যাপার। দেড় বছর পর দলে ফেরানো হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। চোটজর্জর ক্যারিয়ারে আরেকটি নতুন শুরুতে সাইফ কেমন করেন, ম্যাচে নিজেকে কতটা মেলে ধরতে পারেন, তার শরীরী কীভাবে সাড়া দেয়, এই ব্যাপারগুলি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দেখতে চান কোচিং স্টাফ, নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের সবাই। এছাড়াও তানজিদ হাসান, পারভেজ হোসেন, আফিফ হোসেনরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কেমন করেন, সেটির প্রভাবও থাকতে পারে বিশ্বকাপের চূড়ান্ত দলে।
জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, সেখান থেকে বিশ্বকাপ দলে দুটি পরিবর্তন অবধারিতই। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান নিশ্চিতভাবেই ঢুকবেন দলে। আরও পরিবর্তন প্রয়োজন কি না, সেই উত্তরই মূলত খোঁজা হবে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। সেক্ষেত্রে দল ঘোষণা করার সময় ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো করে বলে দিলেই হতো যে, প্রয়োজন পড়লে দলে পরিবর্তন আনা হতে পারে! আগেও বেশির ভাগ সময় আইসিসিতে জমা দেওয়ার শেষ দিনের মধ্যে দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে বিসিবি। এবারও চূড়ান্ত হয়ে থাকা তালিকাটিও সংবাদমাধ্যমের বদৌলতে প্রায় সবারই জানা। সব মিলিয়ে জিম্বাবুয়ে সিরিজের পরই হয়তো জানা যাবে বিশ্বকাপে বাংলাদেশের ১৫ অভিযাত্রীর নাম।
আগামী ৭ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। পরের ম্যাচ ১০ জুন নিউ ইয়র্কে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরের দুই ম্যাচে সেন্ট ভিনসেন্টে ১৩ জুন বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ১৬ জুন নেপাল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

'নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল'
দুর্বার রাজশাহীকে বিসিবির কড়া বার্তা
বিপিএল শেষ কর্নওয়ালের
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
টিভিতে দেখুন
আরও

আরও পড়ুন

নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল

জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু

দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২

দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২

সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন

হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন

সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল

শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল

ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই:  ডা. শফিকুর রহমান

সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ

মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ

জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল

জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল

কেন এসেছেন, কি করার আছে আপনাদের

কেন এসেছেন, কি করার আছে আপনাদের

ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী

ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১

‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’

‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’

আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি

আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি

কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা

কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা