বাংলাদেশের দুইয়ে ‘২’

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৬ মে ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৬ মে ২০২৪, ১২:০৬ এএম

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৮.৩ ওভারে ৪ উইকেটে ১৪২ রান করে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
অনেকটাই যেন প্রথম টি-টোয়েন্টির পুনরাবৃত্তি। শুরুতে টাইগার বোলারদের তোপে কোণঠাসা জিম্বাবুয়ের ব্যাটাররা। এরপর ঘুরে দাঁড়িয়ে মান বাঁচানো পুঁজি। সিরিজের প্রথম ম্যাচে ৪১ রানে ৭ উইকেট হারানো জিম্বাবুয়ে শেষ পর্যন্ত তুলেছিল ১২৪। এবার একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে ৪২ রানে ৫ উইকেট হারিয়ে তারা শেষ পর্যন্ত সংগ্রহ করে ৭ উইকেটে ১৩৮ রান। যা টপকাতে বেগ পেতে হয়নি স্বাগতিক ব্যাটারদের।
টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল সফরকারীরা। তারা ধীরগতিতে শুরু করলেও লাভ হয়নি। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে আঘাত হানেন তাসকিন আহমেদ। তাদিওয়ানাশে মারুমানি ২ রান করে তাসকিনের এলবিডব্লিউয়ের শিকার হন। উইকেট বাঁচানোর চেষ্টায় অনেক বল খেলে আউট হন আরেক ওপেনার জয়লর্ড গাম্বি। ৩০ বল খেলে ১ চারের মারে ১৭ রান করে তিনি মোহাম্মদ সাইফউদ্দিনের বলে শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন। দশম ওভারে তিন বলের মধ্যে দুই উইকেট তুলে নেন রিশাদ হোসেন। এ দুই উইকেটের মধ্যে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা (৩) আর ক্লাইভ মাদান্দে (০) ফেরেন ক্যাচ দিয়ে। ১৬ বলে ১৩ করে শেখ মেহেদীকে উইকেট বিলিয়ে দেন ক্রেইগ আরভিন। ফলে ১০.২ ওভারে মাত্র ৪২ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে জিম্বাবুয়ে। সেখান থেকেই দলের হাল ধরেন জিম্বাবুইয়ান কিংবদন্তি অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথান ক্যাম্পবেল। যার অভিষেক হয়েছে এ ম্যাচের মধ্যদিয়ে। ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে দলের সংগ্রহে ৪৩ বলে ৭৩ রান যোগ করেন জোনাথান। অবশেষে এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ১৭.৩ ওভারে শরিফুলের বলে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন ক্যাম্পবেল। মিডউইকেট বাউন্ডারিতে সাইফউদ্দিনের ক্যাচ হয়ে ফেরেন এই অভিষিক্ত। ২৪ বলে ৪ চার ও ৩ ছয়ের মারে সর্বোচ্চ ৪৫ রানের ঝড়ো ইনিংস হাঁকান জোনাথান ক্যাম্পবেল। শেষদিকে ঝড় তুলেন বেনেট। তিনি ২৯ বলে ২ চার আর ৩ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের তাসকিন আহমেদ ১৮ ও রিশাদ হোসেন ৩৩ রানে পান ২টি করে উইকেট। শরিফুল, শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিন পান একটি করে উইকেট।
মামুলি লক্ষ্য তাড়ায় নেমে ভালোই শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। দু’জনেই শুরু থেকে হাত খুলে খেলছিলেন। তবে বেশি দূর যেতে পারেননি প্রথম ম্যাচের হাফসেঞ্চুরিয়ান তানজিদ তামিম। এ ম্যাচে তিনি থামেন ১৮ রানে। তার ১৯ বলের ইনিংসে ছিল একটি করে বাউন্ডারি ও ছক্কার মার। ৫.৫ ওভারে দলীয় ৪১ রানে তামিম আউট হওয়ার পর লিটনকে সঙ্গ দিতে আসেন অধিনায়ক শান্ত। প্রথমটির মতো দ্বিতীয় ম্যাচেও ছিল দফায় দফায় বৃষ্টির হানা। তবে তা দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি বিধায় নির্ধারিত ওভার পর্যন্ত খেলা হয়েছে। দলীয় সংগ্রহে আর ২০ রান যোগ হওয়ার পর শান্ত ফেরেন ড্রেসিংরুমে। ৯.৩ ওভারে লুক জংওয়ের শিকার হয়ে ফেরার আগে তিনি ১৫ বলে এক ছক্কায় করেন ১৬ রান। দশম ওভারের শেষ বলে দলীয় ৬২ রানে আউট হন লিটন দাস। লুক জংওয়ের বলে জোনাথান ক্যাম্পবেলকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ২৫ বলে ২ চার ও ১ ছয়ের মারে করেন ২৩ রান। এরপর জাকের আলী ১৩ রান করে আউট হলেও ৯ বল হাতে রেখেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত দু’জনেই থাকেন অপরাজিত। হৃদয়ের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৭ ও মাহমুদউল্লাহ করেন ১৬ বলে ২ চার ও ১ ছয়ের মারে ২৬ রান। জিম্বাবুয়ের লুক জংওয়ে ৩৫ রানে পান ২ উইকেট। ম্যাচ সেরা হন স্বাগতিক দলের তাওহীদ হৃদয়।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

পানির সংকট

পানির সংকট

নীতি ও দুর্নীতির লড়াই

নীতি ও দুর্নীতির লড়াই

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু