হোয়াইটওয়াশের দুয়ারে বাংলাদেশ
০৭ মে ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৭ মে ২০২৪, ১২:০৮ এএম
ভারতের মেয়েদের বিপক্ষে হারের ধারা অব্যহত রেখেছে বাংলাদেশের মেয়েরা। বৃষ্টি বিঘ্নিত চতুর্থ টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানার দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার চতুর্থ টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ৫৬ রানে জেতে ভারত।
ভারতের ইনিংসের ষষ্ঠ ওভারে বৃষ্টি নামলে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে খেলা। ম্যাচ নেমে আসে ১৪ ওভারে। ৬ উইকেটে ১২২ রানে থামে ভারত। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১২৫ রানের। স্বাগতিক দল করতে পারে কেবল ৬৮ রান।
৫ ম্যাচের সিরিজে চারটিতেই হারা বাংলাদেশ এখন হোয়াইটওয়াশের দুয়ারে।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে শুরু হয় খেলা। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক। একাদশে আনা হয় তিন পরিবর্তন।
১৪ বছর ৩৪০ দিন বয়সে অভিষেক হয় পেসার হাবিবা ইসলাম পিঙ্কির। তার চেয়ে কম বয়সে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শুধু লেগ স্পিনার রাবেয়া খান, ১৪ বছর ২৬৮ দিন বয়সে।
অভিষেকে ২ ওভারে ২০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন হাবিবা।
২টি করে চার-ছক্কায় ১৪ বলে ২২ রান করা হেমালাথাকে পাওয়ার প্লের মধ্যেই থামান মারুফা আক্তার। মান্ধানা ২২ করেন ১৮ বলে। বৃষ্টির পর খেলা শুরু হলে ব্যাট হাতেও নেতৃত্ব দেন ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর।
চতুর্থ উইকেটে রিচা ঘোষকে নিয়ে ২৮ বলে ৪৪ রানের জুটি গড়ে তোলেন হারমানপ্রিত। ৩ চার ও ২ ছক্কায় ১৫ বলে ২৪ রান করেন রিচা। শেষ ওভারে রান আউট হওয়া ভারত অধিনায়ক ৫ চারে ২৬ বলে করেন ৩৯ রান। ম্যাচসেরাও হন তিনি।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মারুফা ও রাবেয়া।
রান তাড়ায় ১ রানে আউট হন মুর্শিদা খাতুন। এরপর ইতিবাচক ব্যাটিংয়ে ভালো কিছুর আশা জাগান আরেক ওপেনার দিলারা আক্তার ও প্রায় এক বছর দলে ফেরা রুবাইয়া হায়দার। অষ্টম ওভারে দিলারার বিদায়ের ভাঙে ২০ রানের জুটি। এরপর তিন বলের মধ্যে ফেরেন রুবাইয়া ও নিগার সুলতানা। পরে রিতু মনি ও স্বর্ণা আক্তারও অল্প রানে আউট হলে পঞ্চাশের আগে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ম্যাচ থেকে ছিটকে যায় দলও।
একই মাঠে বৃহস্পতিবার হবে সিরিজের শেষ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৪ ওভারে ১২২/৬ (শেফালি ২, স্মৃতি ২২, হেমলাথা ২২, হারমানপ্রিত ৩৯, রিচা ২৪, সাজিভান ৮*, পুজা ১; মারুফা ৩-০-২৪-২, শরিফা ৩-০-২৯-১, হাবিবা ২-০-২০-০, নাহিদা ৩-০-২১-০, রাবেয়া ৩-০-২৮-২)
বাংলাদেশ: (লক্ষ্য ১৪ ওভারে ১২৫) ১৪ ওভারে ৬৮/৭ (দিলারা ২১, মুর্শিদা ১, রুবাইয়া ১৩, নিগার ১, স্বর্ণা ৫, রিতু ১, শরিফা ১১*, রাবেয়া ৮, নাহিদা ২*; তিতাস ২-০-১০-০, পুজা ৩-০-১৫-১, দিপ্তি ৩-০-১৩-২, রাধা ৩-১-১২-১, আশা ৩-০-১৮-২)
ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ভারত ৫৬ রানে জয়ী
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ভারত ৪-০তে এগিয়ে
প্লেয়ার অব দা ম্যাচ: হারমানপ্রিত কৌর
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস’ হতে হবে সংবিধানের অন্যতম মূলনীতি - খেলাফত মজলিস
পাহাড় কাটা মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার : রিজওয়ানা হাসান
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নবাব সলিমুল্লাহ অসংখ্য নেতা তৈরির মৌলিকক্ষেত্র সৃষ্টি করেছেন : বাংলাদেশ মুসলিম লীগ
আগামী সপ্তাহে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নালিতাবাড়ীতে মোবাইল কোর্টে ৭ ব্যক্তির কারাদন্ড
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
গণঅভ্যুত্থানের শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
কর না কমালে সুলভ মূল্যে ইন্টারনেট দেয়া সম্ভব হবে না : মন্তব্য খাত সংশ্লিষ্টদের
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জা আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের হোতা
কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের রহস্যজনক মৃত্যু
শিক্ষার্থীদের হৈচৈ নিষেধ করায় আটঘরিয়া কলেজ শিক্ষককে মারপিটের অভিযোগ
বগুড়ায় সড়কে কিশোর বাইক চালকের মৃত্যু
যত্রতত্র অনার্স-মাস্টার্স আর খোলা হবে না : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি
সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই : প্রধান উপদেষ্টা
এখানে কেউ ছোট-বড় নই, সবাই আমরা সমান :-ডা.একেএম মাহবুবুর রহমান
মৌলভীবাজাররে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
টঙ্গীতে কারখানার ঝুট নিয়ে দুই পক্ষে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন