বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যত রেকর্ড
০২ জুন ২০২৪, ০৪:৫৩ পিএম | আপডেট: ০২ জুন ২০২৪, ০৫:০৫ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারানোর ম্যাচে বেশ কিছু কীর্তি গড়েছে যুক্তরাষ্ট্র। দলকে ঐতিহাসিক জয় উপহার দেওয়ার পথে ব্যাট হাতে তাণ্ডব চালানো অ্যারোন জোন্সও গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড।
রোববার কানাডার ১৯৪ রান যুক্তরাষ্ট্র পেরিয়ে গেছে ৭ উইকেট আর ১৪ বল হাতে রেখে। প্রতিযোগিতাটির উদ্বোধনী ম্যাচে সর্বোচ্চ এর চেয়ে বেশি রান দেখা গেছে একবারই। ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২০৬ রানের লক্ষ্য ১৪ বল বাকি থাকতে পেরিয়ে গিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
সেবার ৯০ রানের অপরাজিত ইনিংস খেলে প্রটিয়াদের জয়ের নায়ক ছিলেন হার্শেল গিবস। এবার স্রেফ ৪০ বলে ১০টি ছক্কা ও ৪টি চারে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন জোন্স।
একটা সময় জয়ের জন্য যুক্তরাষ্ট্রের দরকার ছিল ৭২ বলে ১৪৭ রান। ৫৮ বলেই সমীকরণ মিলিয়ে ফেলে স্বাগতিকরা।
ম্যাচে জোন্সের যত রেকর্ড:
- তাঁর ২২ বলে ফিফটি টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম।
- দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে কমপক্ষে ১০ ছক্কার কীর্তি
- টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিষেকে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয়
ম্যাচে যুক্তরাষ্ট্রের যত রেকর্ড:
- টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়, সহযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ২০১৬ আসরে ২৩০/৮ রান করে দক্ষিণ আফ্রিকাকে হারিছিল ইংল্য্যন্ড। আর প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজের ২০৬ তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
- যুক্তরাষ্ট্রের ১৯৭/৩ রান টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো আইসিসি সহযোগী সদস্য দেশের মধ্যে সর্বোচ্চ দলীয় স্কোর। প্রথম ইনিংসে নেদারল্যান্ডসের ২০১৪ সালে করা ১৯৩ রান টপকে রেকর্ডটি নিজেদের করেছিল কানাডা। ঘণ্টা দুইয়ের ব্যবধানে তা কেড়ে নেয় যুক্তরাষ্ট্র।
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রান তাড়া করে জয়ও এটি। গত এপ্রিলে কানাডার বিপক্ষেই ১৬৯ রানের লক্ষ্যে ৪ উইকেটে জিতেছিল তারা।
- বিধ্বংসী জুটিতে ওভারপ্রতি ১৪.২৯ রান করে নেন হাউস ও জোন্স। বিশ্বকাপের ইতিহাসে ১০০ বা তার বেশি রানের ৪৪টি জুটির মধ্যে এটি সবচেয়ে দ্রুত রান করার রেকর্ড। ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ওভারপ্রতি ১৩.৪৬ রান নিয়ে চতুর্থ উইকেটে ১০১ রানের অবিছিন্ন জুটি গড়েছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়েন ও অ্যান্ড্রু পয়েন্টার।
- কানাডার বোলারদের কচুকাটা করে ২৩৫ স্ট্রাইক রেটে ৯৪ রান করেন জোন্স। বিশ্বকাপে অন্তত ৩০ বল খেলা ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট এটি। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩৩.৩৩ স্ট্রাইক রেটে ৭০ রান করেছিলেন ভারতের ইউভরাজ সিং।
- যুক্তরাষ্ট্রের ইনিংসে চতুর্দশ ওভারে ৩ ছক্কা ও ২ চারে ১১ বলের ওভারে মোট ৩৩ রান দেন জেরেমি গর্ডন। বিশ্বকাপে এর চেয়ে খরুচে ওভার আছে আর একটি। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বলে ছয় ছক্কায় ইউভরাজের ৩৬ রান।
- জোন্সের ১০ ছক্কা নারী-পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে যৌথভাবে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১১টি ছক্কা মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ২০০৭ বিশ্বকাপে সেই গেইলই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেরেছিলেন ১০টি ছক্কা।
- তৃতীয় উইকেট জুটিতে ১৩১ রান করেন জোন্স ও আন্দ্রিস গুস, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে এই উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ। তৃতীয় উইকেটে রেকর্ড ১৫২ রানের জুটি গড়েছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও এউইন মরগান, ২০১৪ আসরে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে।
- জোন্স-গুসের ১৩১ রান টি-টোয়েন্টিতে যেকোনো উইকেট জুটিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ১১০ রান ছিল সুশান্ত মোদানি ও গজানন্দ সিংয়ের, ২০২১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে।
- ১৩১ রানের জুটির পথে জোন্স ও গুস শতরান ছুঁয়েছেন মাত্র ৪২ বলে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যেকোনো উইকেট জুটিতে যা সবচেয়ে কম বলে শতরানের রেকর্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
মুক্ত বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম
দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি
কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
স্মার্টফোনের দাসত্ব থেকে মুক্তির উপায়
ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দারিদ্র্য বিমোচনে যাকাত : প্রেক্ষিত বাংলাদেশ