সুপার ওভারের রোমাঞ্চ জিতে শুরু নামিবিয়ার
০৪ জুন ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১২:২২ এএম
সুপার ওভারের রোমাঞ্চ জিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো নামিবিয়া। গতকাল বাংলাদেশ সময় সকালে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ওমানকে সুপার ওভারে হারায় নামিবিয়া। আগে ব্যাট করে ১৯,৪ ওভারে ১০৯ রানে অলআউট হন ওমান। জবাবে ৬ উইকেটে ১০৯ রান তুলতে নির্ধারিত ওভার শেষ করে নামিবিয়া। ফলে ম্যাচ টাই হয়ে সুপার ওভারে গড়ালে ডেভিড ওয়াইজের অলরাউন্ড নৈপুন্যে সেখানে সহজ জয় পায় নামিবিয়া।
টস জিতে ওমানকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নামিবিয়া। ব্যাট করতে নেমে ওমান শুরুতেই বিপর্যয়ে পড়ে। বলা যায় বোলিংয়ে স্বপ্নের মতো শুরু পায় নামিবিয়া। ইনিংসের প্রথম দুই বলেই উইকেট পান রুবেন ট্রাম্পেলম্যান। তার লেট সুইং করা ফুল লেন্থের বল গিয়ে লাগে ওমানের ওপেনার কাশ্যপ প্রজাপতির পায়ে। আম্পায়ার আঙুল তুলে দিলে শূন্য রানেই প্রথম উইকেট হারায় ওমানিরা। ঠিক তার পরের বলে আকিব ইলিয়াসও আউট হন অনেকটা একই রকম ডেলেভারিতে। পরপর দুই বলে ২ উইকেট শিকারের পর ওই ওভারে ৩ রান দেন ট্রাম্পেলম্যান। নিজের দ্বিতীয় ওভার করতে এসে ফের উইকেটের দেখা পান তিনি। এবার ফেরান ছয় বলে ৬ রান করা আরেক ওপেনার নাসিম খুশিকে। মিড অফে ইরাসমাসকে ক্যাচ দেন নাসিম।
এমন বিপর্যয়ের পর ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে ওমান। যদিও পাওয়ার প্লে’র পরের ওভারেই তারা হারিয়ে বসে আরও এক উইকেট। এবার বার্নাড স্কোল্টজের বলে এলবিডব্লিউ হন ব্যাট হাতে কিছুটা আশা দেখানো জিশান মাকসুদ। ২০ বল খেলে চার বাউন্ডারির মারে ২২ রান করেন তিনি। জিশানের বিদায়ের পর আয়ান খানের ব্যাটে চড়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল ওমান। কিন্তু এরাসমাসের বলে লং অফে ফ্রাইলিংকের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন আয়ান খান। তার ব্যাট থেকে আসে ২১ বলে এক ছক্কার মারে ১৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করে খালিদ কাইল। তিনি ৩৯ বলে একটি করে চার ও ছয়ের মারে ৩৪ রান করলে একশ ছাড়ানোর সংগ্রহ পায় ওমান। নামিবিয়ার রুবেন ট্রাম্পেলম্যান ২১ রানে ৪টি, ডেভিড ভিসে ২৮ রানে ৩টি এবং গেরহার্ড ইরাসমাস ২০ রানে ২টি করে উইকেট হান।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় নামিবিয়া। বিলাল খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মিচেল ভ্যান লিনজেন। দুই বলে শূন্য রান করেন তিনি। তার বিদায়ের পর কিছুটা ধীরগতিতে এগোতে থাকে নামিবিয়া। পাওয়ার প্লের ছয় ওভারে ১ উইকেট হারিয়ে ৩২ রান করে তারা। তবে ধীরে জান ফ্রাইলিংক, নিকোলাস ডাবিন এবং অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের ব্যাটে চড়ে ঠিকই ওমানের সংগ্রহ ছুঁয়ে ফেলে নামিবিয়া। ফলে ম্যাচ টাই হয়ে যায়। তবে তাদেরকে খেলতে হয় পুরো ওভার। ফ্রাইলিংক ৪৮ বল খেলে ৬ চারের মারে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন। নিকোলাস ৩১ বলে ২ চার ও এক ছক্কায় ২৪ এবং ইরাসমাস ১৬ বলে এক বাউন্ডারির মারে করেন ১৩ রান। ওমানের মেহরান খান মাত্র ৭ রানে পান ৩টি উইকেট।
ম্যাচ টাই হয়ে সুপার ওভারে গড়ালে সেখানে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান নামিবিয়ার ডেভিড ভিসে, দ্বিতীয়টিতে ছক্কা। তৃতীয় বলে দুই আর চতুর্থটিতে আসে এক রান। এরপর স্ট্রাইক পেয়ে বাকি দুই বলেই বাউন্ডারি হাঁকান নামিবিয়ার অধিনায়ক ইরাসমাস। বিলাল খান সুপার ওভারে দেন ২১ রান। ব্যাটের মতো বল হাতেও নামিবিয়া আস্থা রাখে ভিসের অভিজ্ঞতার ওপর। প্রথম পাঁচ বলে কোনো বাউন্ডারি হজম করেননি তিনি। শেষ বলে আকিভ ইলিয়াস ছক্কা হাঁকালেও ততক্ষণে নির্ধারিত হয়ে গেছে ম্যাচের ভাগ্য। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হন ডেভিড ভিসে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
মুক্ত বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম
দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি
কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
স্মার্টফোনের দাসত্ব থেকে মুক্তির উপায়
ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দারিদ্র্য বিমোচনে যাকাত : প্রেক্ষিত বাংলাদেশ