উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আফগানিস্তানের
০৪ জুন ২০২৪, ০৯:৫৪ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১০:২৩ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বিশাল সংগ্রহের আভাস দিয়েছিলেন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সংগ্রহটা পাহাড়সম হতে দেননি উগান্ডার বোলাররা। ব্যাট হাতে অবশ্য লড়াই জমাতে পারল না আইসিসির সহযোগী দেশটি। ফজলহক ফারুকির বোলিং তোপে করতে হলো অসহায় আত্মসমর্পণ। আফ্রিকার দেশটিকে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আফগানিস্তান।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আসরের পঞ্চম ম্যাচে মঙ্গলবার ১২৫ রানে জিতেছে আফগানরা। ১৮৪ রানের লক্ষ্যে ২৪ বল বাকি থাকতে স্রেফ ৫৮ রানে গুটিয়ে যায় উগান্ডা। বিশ্বকাপে এটি আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।
আফগানদের সর্বোচ্চ রানের জয়টি এসেছিল ২০২১ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি ১৩০ রানে জিতেছিল আফগানিস্তান।
রহমানউল্লাহ করেন ৪৫ বলে ৪টি করে ছক্কা-চারে ৭৬ রান। ইব্রাহিমের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৯টি চার ও ১ ছক্কায় ৭০ রানের ইনিংস। পরে দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে উগান্ডাকে একাই ধ্বসিয়ে দেন ফারুকি। টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ সেরা বোলিং এটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৫ উইকেট শিকারের দিনে ম্যাচ সেরার খেতাবও জিতে নিয়েছেন এই পেসার।
নিজের প্রথম ওভারেই টানা দুই বলে দুটি শিকার ধরেন ফারুকি। দ্বিতীয় স্পেলে আসেন ১৩তম ওভারে। নিজের সেই তৃতীয় ওভারের প্রথম দুই বলেই তুলে নেন দুই উইকেট। শেষ বলে নেন আরেকটি।
প্রথম স্পেলের সময় তার সাথে উইকেট শিকার উৎসবে যাগ দেন নাভিন-উল-হক। ২৫ বছর বয়সী এই পেসারও এক ওভারে দুটি শিকার ধরলে ১৮ রানে ৫ উইকেট হারায় উগান্ডা।
এরপর রিয়াজাত আলি শাহ (৩৪ বলে ১১) ও রবিনসন ওবুয়া (২৫ বলে ১৪) ৪৫ বলে ২৯ রানের জুটিতে আফগানদের জয় উৎসব দেরি করিয়ে দেন। এই দুজন ছাড়া দলের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। রিয়াজাতকে বোল্ড করে ফারুকিই ভাঙেন এই জুটি। টানা দুই বলে শেষ দুই উইকেট তুলে নিয়ে উগান্ডাকে গুটিয়ে দেন রশিদ খান।
এর আগে আগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ ও ইব্রাহিম গড়েন ১৪.৩ ওভারে ১৫৪ রানের জুটি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। সব মিলিয়ে বিশ্বকাপেও দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি এটি। সর্বোচ্চ ওপেনিং জুটি এসেছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতের বিপক্ষে সেমিফাইনালে জস বাটলার ও অ্যালেক্স হেলস মিলে গড়েছিলেন ১৭০ রানের জুটি।
আফগানিস্তানের ইনিংসে দুই ওপেনার ফেরার পর আর কেউই দাড়াতে পারেননি। মোহাম্মদ নবি ১৬ বল খেলে করেন ১৪ রান। বাউন্ডারি নেই একটিও। ৮৮ বলে ১৫৪ রানের উদ্বোধনী জুটি পেয়েও তাই আফগানিস্তান করতে পারে ৫ উইকেটে ১৮৩ রান। শেষ ৬ ওভারে তারা তুলতে পারে স্রেফ ৩১ রান। উইকেট হারায় ৫টি। এই ছয় ওভারে কোনো বাউন্ডারিও মারতে পারেনি তারা।
তাতে অবশ্য জয় পেতে কোনো সমস্যা হয়নি। ‘স্কুলের প্রথম দিনেই’ কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া উগান্ডা বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোরে এই মাঠেই পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে। আগামী শনিবার ভোরে একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৮৩ / ৫ (গুরবাজ ৭৬, জাদরান ৭০, নবী ১৪ *; কিয়েউতা ৪-০-২৫-২, মাসাবা ৪-০-২১-২, রামজানি ৪-০-৩৩-১)
উগান্ডা: ১৬ ওভারে ৫৮ / ১০ (ওবুয়া ১৪, রিয়াজাত ১১; ফারুকি ৪-০-৯-৫, নাভিন-উল-হক ২-০-৪-২, রশিদ ৪-০-১২-২)
ফল: আফগানিস্তান ১২৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফজলহক ফারুকি (আফগানিস্তান)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
মুক্ত বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম
দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি
কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
স্মার্টফোনের দাসত্ব থেকে মুক্তির উপায়
ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দারিদ্র্য বিমোচনে যাকাত : প্রেক্ষিত বাংলাদেশ