উগান্ডাকে ‘খেলা’ শেখালো আফগানিস্তান
০৫ জুন ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৫ জুন ২০২৪, ১২:১০ এএম
ক্রিকেট খেলা কি এবং কেমন? তা উগান্ডাকে শেখালো আফগানিস্তান। ২০১৯ সালে টি-টোয়েন্টি খেলার মর্যাদা পাওয়া দলটিকে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচেই উড়িয়ে দিলো আফগানরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ‘সি’ গ্রুপে নিজেদের সূচনা ম্যাচে উগান্ডাকে ১২৫ রানে হারায় আফগানিস্তান। আগে ব্যাট করে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের মারকুটে হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে আফগানিস্তান। জবাবে ১৬ ওভার খেলে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় উগান্ডার ইনিংস। এই সংগ্রহে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের ৪র্থ স্থানে রয়েছে উগান্ডা। বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন ৩৯ রনের রেকর্ড রয়েছে নেদারল্যান্ডসের। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এত কম রানে অলআউট হয়েছিল ডাচরা। ৪৪ রানেও একবার অলআউট হয়েছিলো তারা। আর ৫৫ রানে অলআউট হওয়ার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। অন্যদিকে আফগানিস্তানের ১২৫ রানের এই জয় রান বিচারে চতুর্থ সর্বোচ্চ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে সর্বোচ্চ ১৭২ রানে জিতেছিল শ্রীলঙ্কা। ১৩০ রানের দু’টি জয় আছে, একটি ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এবং অন্যটি ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের।
কাল টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় উগান্ডা। ব্যাট করতে নেমে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান ১৫৪ রান উদ্বোধনী জুটি গড়লে বড় সংগ্রহের পথেই থাকে আফগানরা। তবে দুই ওপেনার যেভাবে ব্যাট করেছেন এবং রান তুলেছেন, তাতে আফগানিস্তান ইনিংসের শেষটা সেভাবে হলো না। উদ্বোধনী জুটি ভাঙার পর শেষ ৬টি ওভারে কোনো রানই উঠলো না। বরং ৫টি উইকেট হারিয়েছে রশিদ খানের দল। ১৫৪ রানের জুটি গড়ার পর ১৪.৩ ওভারে বিচ্ছিন্ন হন গুরবাজ এবং ইবরাহিম জাদরান। ৪৬ বল খেলে ৯ চার ও এক ছক্কার মারে ৭০ রান করে আউট হন ইব্রাহিম জাদরান। ২ রান বিরতি দিয়ে ফেরেন রহমানুল্লাহ গুরবাজও। ৪৫ বলে তিনি খেলেন ৭৬ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৪টি করে বাউন্ডারি এবং ছক্কার মার। রান বিচারে এই জুটির সংগ্রহ চতুর্থ সর্বোচ্চ। তবে প্রথম উইকেটের বিচারে এটি হেলস ও বাটলারের পর দ্বিতীয় সর্বোচ্চ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরবাজ ও জাদরানের আগে রয়েছে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এবং জস বাটলারের করা অপরাজিত ১৭০ রানের জুটি, ভারতের বিপক্ষে ২০২২ বিশ্বকাপে এই জুটি গড়েছিলেন তারা। একই বছরের বিশ্ব আসরে ১৬৮ রানের জুটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো এবং কুইন্টন ডি কক, দ্বিতীয় উইকেটে বাংলাদেশের বিপক্ষে। আর ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে ১৬৬ রানের জুটি গড়েছিলেন দ্বিতীয় উইকেটে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপরই রয়েছে গুরবাজ ও জাদরানের গড়া উগান্ডার বিপক্ষে এই জুটি। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান আউট হওয়ার পর নজিবুল্লাহ জাদরান ২, গুলবাদিন নাইব ৪ ও আজমত উল্লাহ ওমরজাই ৫ রানে আউট হন। শেষ পর্যন্ত মোহাম্মদ নবী ১৪ এবং রশিদ খান ২ রানে অপরাজিত থাকলে দুইশ’র ১৭ রান আগে থামে আফগান ইনিংস। উগান্ডার বোলারদের মধ্যে কসমাস কিউয়াতা ২৫ ও ব্রায়ান মাসাবা ২১ রানে পান ২টি করে উইকেট।
বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে উগান্ডা। তাদের দু’জন মাত্র ব্যাটার রিয়াজাত আলি শাহ এবং রবিনসন ওবুইয়া দুই অংকের ঘর স্পর্শ করেন। ২৫ বলে এক ছক্কায় সর্বোচ্চ ১৪ রান করেন রবিনসন ওবুইয়া। ৩৪ বলে ১১ রান করেন রিয়াজাত আলি। বাকিদের সংগ্রহ ছিল এক অংকের ঘরে। এর মধ্যে শূন্য রানে আউট হন চারজন। আফগানিস্তানের ফজলহক ফারুকি মাত্র ৯ রানে পান ৫টি উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সেরা বোলিং ফিগার এটি। নাভিন উল হক ৪ ও রশিদ খান ১২ রানে শিকার করেন ২টি উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পান ফজলহক ফারুকি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
মুক্ত বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম
দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি
কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
স্মার্টফোনের দাসত্ব থেকে মুক্তির উপায়
ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দারিদ্র্য বিমোচনে যাকাত : প্রেক্ষিত বাংলাদেশ