সূর্যের ঝড়ের পর বল হাতে দুর্দান্ত বুমরাহ,বড় জয়ে শুরু ভারতের
২১ জুন ২০২৪, ১২:১৯ এএম | আপডেট: ২১ জুন ২০২৪, ০২:২৫ এএম
সূর্যকুমার কুমার যাদবের বিস্ফোরক ইনিংসে প্রথম দিকের ধাক্কা সামলে ভারত পায় বড় সংগ্রহ।ব্রিজটাউনে রান তাড়া করা এমনিতেই খুব সহজ নয়।বুমরাহ-আর্শদীপের আফগানরা সেটি করতে পারলে আঘটনই হতো।তবে তেমন কিছুই হয়নি।অনুমিতভাবেই বোলারদের দাপটে বড় জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল।
ব্রিজটাউনের ব্যাটিং বান্ধব উইকেট আগে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলে ১৮১ রান।জবাব দিতে নেমে জাসপ্রিত বুমরাহর বোলিং তোপে আফগানরা ১৩৪ রানে গুটিয়ে যায়।আসরের অন্যতম হট ফেভারিটদের জয় ৪৭ রানের।
ফলে সুপার এইট পর্বও জয় দিয়ে শুরু করল আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত।
ব্রিজটাউনের ব্যাটিং বান্ধব উইকেট আগে ব্যাট করতে নামা ভারত শুরুতেই রোহিত শর্মাকে হারায়।ফজল হক ফারুকীর বলে আউট ১৩ বলে মাত্র ৮ রান করে ফেরেন।নেমেই মারমুখী ছিলেন রিষাভ।প্রথম বলেই চার মেরে শুরু করা এই বাঁহাতি ব্যাটার নবীর করা ইনিংসের ষষ্ট ওভারে মারেন টানা তিন চার।হাত খুলতে শুরু করেছিলেন কোহলিও।এই দুজনের ব্যাটে শুরুর ধাক্কা সামলে ৬ ওভার শেষে ৪৭ রান তুলে তখন বড় সংগ্রহের পথে ভারত।
তবে পাওয়ারপ্লের বল রাশিদ খান বোলিংয়ে আসতেই পাল্টে যায় চিত্র।প্রথম ওভারে বিপদজনক পান্থকে এলবিডব্লিউর ফাঁদে এই অভিজ্ঞ লেগ স্পিনার। ৪ চারে এই বাঁহাতি করেন ৯ বলে ২০ রান।নিজের পরের ওভারে বিরাট কোহলিকেও লং অফে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান রশিদ।আসরে নিজের ছায়া হয়ে থাকা কোহলির ব্যাট থেকে এদিন আসে ২৪ বলে ২৪ রান।এরপর জুটি গড়েন সূর্যকুমার যাদব ও শিভাম দুবে।দুজনে মিলে ১৪ বলে যোগ করেন ২৮ রান।যার মধ্যে বেশি মারমুখী ছিলেন সূর্যই।শিবাম ১০ রানে ফিরলেও চার ছক্কায় রানের চাকা সচল রাখেন এই ডানহাতি।হার্দিক পান্ডিয়াকে নিয়ে মাত্র ৩৭ বলে যোগ করেন ৬০ রান।এ দুজনের জুটিতে ১৫০ পেরোয় ভারত।
আউট হওয়ার আগে সূর্য করেন ২৮ বলে ৫ চার ও ৩ ছয়ে তিনি করেন ৫৩ রান। কিছুক্ষণ পর রিভিউ নিয়ে বাঁচেন পান্ডিয়া। তবে গুরুত্বপূর্ণ সময়ে তাকে হারায় ভারত। ২৪ বলে ৩২ রান করেন তিনি।অক্ষর প্যাটেল শেষে নেমে ৬ বলে ১২ রানে ক্যামিওকে দলকে ১৮০ রান পার করান।
চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে শুরতেই ধাক্কা খায় আফগানিস্তান।আশা দেখালেও বুমরাহর বলে মাত্র ৮ বলে ১১ রানে শেষ হয় রহমানউল্লাহ গুরবাজের ইনিংস। বোলিংয়ে এসে চতুর্থ ওভারে আরেক ওপেনার ইব্রাহিম জাদরানকে ফেরান অক্ষর প্যাটেল।দলে ঢুকা হজরতউল্লাহ জাজাইও সুবিধা করতে পারেননি।বুমরাহার কাটারে বোকা বনে ফিরেছেন মাত্র ২ রানে।বুমরাহ প্রথম স্পেলে ২ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।
গুলবদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাইয়ের পঞ্চম উইকেট ৪৪ রানের জুটিতে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন।তবে তাতে হারের ব্যবধানই কমেছে মাত্র।এ দুজন ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানদের ইনিংস।আলআউট হয় ১৩৪ রানে। ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন ওমরজাই।চার ওভারে এক মেডেনসহ মাত্র ৭ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। খরুচে বোলিং করলেও ৩ উইকেট পেয়েছে আর্শদীপও।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি
গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস
৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল
৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ
পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরান-রাশিয়ার
আ.লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা: উমামা ফাতেমা
লঞ্চ ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে ‘তারুণ্যের মেলা’র উদ্বোধন
সুন্দরগঞ্জে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: এইচআরডব্লিউ'র প্রতিবেদন
কক্সবাজারে ছাগলনাইয়া সিএনজি শো-রুম মালিক সমিতির নেতৃবৃন্দের সংবর্ধনা
ওপারে ভালো থাকবেন ডেভিড লিঞ্চ